পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতির উদযাপনে মানুষের ঢল

ফারুক আহম্মেদ সুজন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াকে সরকারিভাবে উদযাপন করা হলো। ১৯৭১ সালে যে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিরায়ত ভাষণটি দিয়েছিলেন, উদযাপনের ভেন্যু হিসেবেও সেই ময়দানটিকেই বেছে নেওয়া হলো। আর একে ঘিরে লাখো মানুষ হয়ে ওঠে আনন্দে উদ্বেল।

শনিবার আনন্দ শোভাযত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হলো এই স্বীকৃতি প্রাপ্তিকে। মন্ত্রীপরিষদ বিভাগের আয়োজনে এবং লাখ মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী-শিক্ষক, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, বিজিবি, সংস্কৃতিকর্মী, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই অনুষ্ঠানমুখি মানুষের ঢেউ ছড়িয়ে পড়ে রাজধানীর মৎস্যভবন,রমনা পার্ক,শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর, হাইকোর্টসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে।

দুপুরের পর থেকেই গোটা সোহরাওয়ার্দী উদ্যান লাল-সবুজ পতাকায়, পোশাকে ছেয়ে যায়। লাল-সবুজ পোশাক পরে, হাতে লাল-সবুজ জাতীয় পতাকা আর বহুবর্ণিল প্লাকার্ড-ফেস্টুন নিয়ে উদ্যানে সমবেত হতে থাকেন লাখ লাখ মানুষ। মানুষের এই ঢলকে জনসমুদ্র বললে ভুল হবে না।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে স্রোতের মতো মানুষ আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। বেলা ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সেখান থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। এ শোভাযাত্রায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ঢাক, ঢোল,বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তাতে শরিক হতে থাকেন। শোভাযাত্রাটি কলাবাগান, এলিফ্যান্ট রোড, শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হয়।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান 
Theme Developed BY ThemesBazar.Com

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতির উদযাপনে মানুষের ঢল

আপডেট টাইম : ০২:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

ফারুক আহম্মেদ সুজন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াকে সরকারিভাবে উদযাপন করা হলো। ১৯৭১ সালে যে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিরায়ত ভাষণটি দিয়েছিলেন, উদযাপনের ভেন্যু হিসেবেও সেই ময়দানটিকেই বেছে নেওয়া হলো। আর একে ঘিরে লাখো মানুষ হয়ে ওঠে আনন্দে উদ্বেল।

শনিবার আনন্দ শোভাযত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হলো এই স্বীকৃতি প্রাপ্তিকে। মন্ত্রীপরিষদ বিভাগের আয়োজনে এবং লাখ মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী-শিক্ষক, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, বিজিবি, সংস্কৃতিকর্মী, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই অনুষ্ঠানমুখি মানুষের ঢেউ ছড়িয়ে পড়ে রাজধানীর মৎস্যভবন,রমনা পার্ক,শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর, হাইকোর্টসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে।

দুপুরের পর থেকেই গোটা সোহরাওয়ার্দী উদ্যান লাল-সবুজ পতাকায়, পোশাকে ছেয়ে যায়। লাল-সবুজ পোশাক পরে, হাতে লাল-সবুজ জাতীয় পতাকা আর বহুবর্ণিল প্লাকার্ড-ফেস্টুন নিয়ে উদ্যানে সমবেত হতে থাকেন লাখ লাখ মানুষ। মানুষের এই ঢলকে জনসমুদ্র বললে ভুল হবে না।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে স্রোতের মতো মানুষ আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। বেলা ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সেখান থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। এ শোভাযাত্রায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ঢাক, ঢোল,বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তাতে শরিক হতে থাকেন। শোভাযাত্রাটি কলাবাগান, এলিফ্যান্ট রোড, শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হয়।