পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

নাটোরে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

ডেস্ক : নাটোরের শহরের আলাইপুর এলাকায় ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটেছে। রোববার সকালে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সোহেল রানা (৩৫) নামে এক আনসার সদস্য ও ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল (২৪) গুলিবিদ্ধ হন। রুবেল সদ্য নির্বাচিত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গুলিবিদ্ধ আনসার সদস্য সোহেলের বাড়ি বাগাতিপাড়া উপজেলার ক্ষিদ্র মালঞ্চি গ্রামে। তিনি ইজি বাইকে করে শহরে আসছিলেন।

এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। অপরদিকে ছাত্রলীগ জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানন, সদর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয় অতিক্রম করার সময় বিএনপিকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গুলি বর্ষণের ঘটনা ঘটলে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও ইজি বাইকে থাকা আনসার সদস্য সোহেল রানা গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুরুজ অভিযোগ করেন, রোববার সকালে তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একটি মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয় অতিক্রম করছিলেন। এ সময় কার্যালয়ের গেইটে থাকা কর্মীদের সঙ্গে সাইড দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে বিএনপির সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে।

এদিকে ঘটনার পর বেলা আড়াইটার দিকে জেলা ছাত্রলীগ নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ছাত্রলীগের জেলা সভাপতি রাকিবুল হাসান জেমস লিখিত বক্তব্যে বলেন, বিএনপির কর্মসূচির প্রতিবাদে এনএস সরকারী কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে যোগদানের সময় হাফরাস্তা বেনু বেকারীর সামনে বিএনপি নেতা দুলুর সহধর্মীনী সাবিনা ইয়াসমিন ছবির নির্দেশে সোহেল, রনি, দেওয়ান শাহিন, বাবুল চৌধুরী ও ডাম্বেলসহ প্রায় ১৫ জন গুলি করতে থাকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেন রাকিবুল হাসান জেমস।

ঘটনাস্থলে উপস্থিত জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি দাবি করেন, সিংড়ায় তাদের দলীয় কর্মসূচিতে যোগদানের জন্য তিনি তার বাসভবনের দোতালায় প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে ছাত্রলীগকর্মীরা অতর্কিতভাবে দলীয় কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। দলীয় কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু জানান, ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি নেতা দুলুর নির্দেশে যুব ও ছাত্রদলের সন্ত্রাসীরা অর্তকিতে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার দুজন গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

নাটোরে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

আপডেট টাইম : ০৫:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭

ডেস্ক : নাটোরের শহরের আলাইপুর এলাকায় ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটেছে। রোববার সকালে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সোহেল রানা (৩৫) নামে এক আনসার সদস্য ও ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল (২৪) গুলিবিদ্ধ হন। রুবেল সদ্য নির্বাচিত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গুলিবিদ্ধ আনসার সদস্য সোহেলের বাড়ি বাগাতিপাড়া উপজেলার ক্ষিদ্র মালঞ্চি গ্রামে। তিনি ইজি বাইকে করে শহরে আসছিলেন।

এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। অপরদিকে ছাত্রলীগ জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানন, সদর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয় অতিক্রম করার সময় বিএনপিকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গুলি বর্ষণের ঘটনা ঘটলে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও ইজি বাইকে থাকা আনসার সদস্য সোহেল রানা গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুরুজ অভিযোগ করেন, রোববার সকালে তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একটি মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয় অতিক্রম করছিলেন। এ সময় কার্যালয়ের গেইটে থাকা কর্মীদের সঙ্গে সাইড দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে বিএনপির সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে।

এদিকে ঘটনার পর বেলা আড়াইটার দিকে জেলা ছাত্রলীগ নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ছাত্রলীগের জেলা সভাপতি রাকিবুল হাসান জেমস লিখিত বক্তব্যে বলেন, বিএনপির কর্মসূচির প্রতিবাদে এনএস সরকারী কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে যোগদানের সময় হাফরাস্তা বেনু বেকারীর সামনে বিএনপি নেতা দুলুর সহধর্মীনী সাবিনা ইয়াসমিন ছবির নির্দেশে সোহেল, রনি, দেওয়ান শাহিন, বাবুল চৌধুরী ও ডাম্বেলসহ প্রায় ১৫ জন গুলি করতে থাকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেন রাকিবুল হাসান জেমস।

ঘটনাস্থলে উপস্থিত জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি দাবি করেন, সিংড়ায় তাদের দলীয় কর্মসূচিতে যোগদানের জন্য তিনি তার বাসভবনের দোতালায় প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে ছাত্রলীগকর্মীরা অতর্কিতভাবে দলীয় কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। দলীয় কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু জানান, ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি নেতা দুলুর নির্দেশে যুব ও ছাত্রদলের সন্ত্রাসীরা অর্তকিতে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার দুজন গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।