অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

ময়মনসিংহে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

ডেস্ক : ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী তিন সদস্যকে আটক করেছে ময়মনসিংহে গোয়েন্দা পুলিশ (ডিবি) । তারা হলেন- মো. সুমন (৪০), আক্কাছ (৪২) ও পলাশ (২৮)। গত শুক্রবার ও শনিবার গাজীপুর, ঢাকা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের ওই তিন ভুয়া সদস্যকে আটক করে পুলিশ।

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আমিন, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ ডিসেম্বর ত্রিশাল উপজেলার বৈলর এলাকার মাছ ব্যবসায়ী ওসমান গণি ও তার সহযোগী নূরে আলম রঞ্জ ব্যাংক থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা উঠিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বৈলরে মাছের আড়তে ফিরছিলেন। ঐদিন বিকেলে স্থানীয় একটি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস এসে তাদের ব্যারিকেড দেয়।

এ সময় ডিবি পুলিশের পোশাক পড়ে দুই ব্যক্তি পিস্তল, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ গাড়ি থেকে নেমে ওয়ারেন্টের কথা বলে ওসমান গণি ও তার সহযোগী নূরে আলমকে তুলে নিয়ে যায়।

ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা ৯ লাখ ৮০ হাজার টাকা রেখে দিয়ে তাদেরকে ভালুকা থানা এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরে ১৩ ডিসেম্বর এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

ডিবি পুলিশ গত দু’দিন গ্রেফতার অভিযান চলাকালে প্রতারক চক্রের আরো দুই সদস্য কৌশলে সটকে পড়ে । অভিযান চলাকালে তাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

ময়মনসিংহে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

আপডেট টাইম : ০৬:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭

ডেস্ক : ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী তিন সদস্যকে আটক করেছে ময়মনসিংহে গোয়েন্দা পুলিশ (ডিবি) । তারা হলেন- মো. সুমন (৪০), আক্কাছ (৪২) ও পলাশ (২৮)। গত শুক্রবার ও শনিবার গাজীপুর, ঢাকা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের ওই তিন ভুয়া সদস্যকে আটক করে পুলিশ।

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আমিন, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ ডিসেম্বর ত্রিশাল উপজেলার বৈলর এলাকার মাছ ব্যবসায়ী ওসমান গণি ও তার সহযোগী নূরে আলম রঞ্জ ব্যাংক থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা উঠিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বৈলরে মাছের আড়তে ফিরছিলেন। ঐদিন বিকেলে স্থানীয় একটি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস এসে তাদের ব্যারিকেড দেয়।

এ সময় ডিবি পুলিশের পোশাক পড়ে দুই ব্যক্তি পিস্তল, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ গাড়ি থেকে নেমে ওয়ারেন্টের কথা বলে ওসমান গণি ও তার সহযোগী নূরে আলমকে তুলে নিয়ে যায়।

ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা ৯ লাখ ৮০ হাজার টাকা রেখে দিয়ে তাদেরকে ভালুকা থানা এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরে ১৩ ডিসেম্বর এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

ডিবি পুলিশ গত দু’দিন গ্রেফতার অভিযান চলাকালে প্রতারক চক্রের আরো দুই সদস্য কৌশলে সটকে পড়ে । অভিযান চলাকালে তাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।