অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

গোপালগঞ্জে এএসপির বাসায় গুলি

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে সহকারী পু‌লিশ সুপার (সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হানের বাসার জানালা দিয়ে গু‌লি চা‌লিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সা‌ড়ে ১০টার দি‌কে তার বাসার জানালা লক্ষ্য ক‌রে গু‌লি ছো‌ড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কা‌শিয়ানী ও মুকসুদপুর থানার সহকারী পু‌লিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান জানান, রোববার রা‌ত আনুমা‌নিক সা‌ড়ে ১০টার দিকে বাসায় ঢু‌কে‌ই তি‌নি এক রাউন্ড গু‌লির শব্দ শোনেন। গু‌লি‌টি ড্র‌য়িং রুম লক্ষ্য ক‌রে ছোড়া হ‌য়ে‌ছিল। গু‌লি‌টি যেখা‌নে টে‌লি‌ভিশন রাখা হ‌য়ে‌ছে তার কা‌ছেই এসে বিদ্ধ হয়। প‌রে তি‌নি চিৎকার কর‌লে দু‌র্বৃত্তরা পা‌লি‌য়ে যায়।

কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হো‌সেন জানান, গত ১৯ ডি‌সেম্বর কা‌শিয়ানীর শীর্ষ সন্ত্রাসী স‌নেট ওর‌ফে পিস্তল স‌নেট‌কে সা‌র্কেল এএস‌পির নেতৃ‌ত্বে পু‌লিশ গ্রেপ্তার ক‌রে। ওইদিন গভীর রা‌তে স‌নেট‌কে নি‌য়ে অস্ত্র উদ্ধা‌রে গে‌লে কা‌শিয়ানীর চাপতা বালুর মাঠ এলাকায় পু‌লি‌শের সঙ্গে সন্ত্রাসী‌দের গোলাগু‌লি হয়। এক পর্যায়ে সন্ত্রাসী স‌নেট গু‌লিবিদ্ধ হয়। সেখান থে‌কে পু‌লিশ গু‌লি ও এক‌টি পিস্তল উদ্ধার ক‌রে।

পুলিশ ধারণা করছে, স‌নে‌টের লোকজনই প্র‌তি‌শোধ নি‌তে এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়‌নি। ত‌বে এএস‌পি’র বাসায় গুলির ঘটনায় এলাকায় আতং‌ক বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে এএসপির বাসায় গুলি

আপডেট টাইম : ০৩:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে সহকারী পু‌লিশ সুপার (সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হানের বাসার জানালা দিয়ে গু‌লি চা‌লিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সা‌ড়ে ১০টার দি‌কে তার বাসার জানালা লক্ষ্য ক‌রে গু‌লি ছো‌ড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কা‌শিয়ানী ও মুকসুদপুর থানার সহকারী পু‌লিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান জানান, রোববার রা‌ত আনুমা‌নিক সা‌ড়ে ১০টার দিকে বাসায় ঢু‌কে‌ই তি‌নি এক রাউন্ড গু‌লির শব্দ শোনেন। গু‌লি‌টি ড্র‌য়িং রুম লক্ষ্য ক‌রে ছোড়া হ‌য়ে‌ছিল। গু‌লি‌টি যেখা‌নে টে‌লি‌ভিশন রাখা হ‌য়ে‌ছে তার কা‌ছেই এসে বিদ্ধ হয়। প‌রে তি‌নি চিৎকার কর‌লে দু‌র্বৃত্তরা পা‌লি‌য়ে যায়।

কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হো‌সেন জানান, গত ১৯ ডি‌সেম্বর কা‌শিয়ানীর শীর্ষ সন্ত্রাসী স‌নেট ওর‌ফে পিস্তল স‌নেট‌কে সা‌র্কেল এএস‌পির নেতৃ‌ত্বে পু‌লিশ গ্রেপ্তার ক‌রে। ওইদিন গভীর রা‌তে স‌নেট‌কে নি‌য়ে অস্ত্র উদ্ধা‌রে গে‌লে কা‌শিয়ানীর চাপতা বালুর মাঠ এলাকায় পু‌লি‌শের সঙ্গে সন্ত্রাসী‌দের গোলাগু‌লি হয়। এক পর্যায়ে সন্ত্রাসী স‌নেট গু‌লিবিদ্ধ হয়। সেখান থে‌কে পু‌লিশ গু‌লি ও এক‌টি পিস্তল উদ্ধার ক‌রে।

পুলিশ ধারণা করছে, স‌নে‌টের লোকজনই প্র‌তি‌শোধ নি‌তে এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়‌নি। ত‌বে এএস‌পি’র বাসায় গুলির ঘটনায় এলাকায় আতং‌ক বিরাজ করছে।