অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

মন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন স্থগিত

বেতন বৈষম্য নিরসনের দাবিতে তিনদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার বিকালে রাজধানীর হেয়ার রোডে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের বাসভবনে তার সঙ্গে আলোচনা শেষে প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

এই সংগঠনের আহ্বানে তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন শিক্ষকরা। সন্ধ্যায় শহীদ মিনারে গিয়ে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের অনশন ভাঙাবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে আন্দোলনরত শিক্ষকদের দাবির বিয়ষটি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে উত্থাপন করবেন বলে শিক্ষক নেতাদের আশ্বাস্ত করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। পরে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত আসে।

প্রাথমিক সহকারী শিক্ষক জোটের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া বলেন, মাননীয় মন্ত্রীর সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। মন্ত্রী বলেছেন, প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করে আমাদের সমস্যা সমাধান করবেন। মন্ত্রী এখন শহীদ মিনারে যাচ্ছেন। তিনি নিজ হাতে শিক্ষকদের অনশন ভাঙ্গাবেন।

শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেন সারাদেশ থেকে আসা কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনশনের তৃতীয় দিনে সোমবার ৪০ জন অসুস্থ হয়ে পড়েন।

২০১৫ সালে ঘোষিত ৮ম জাতীয় পে-স্কেল অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা (২য় শ্রেণি) ১১তম গ্রেড অর্থাৎ ১২ হাজার ৫০০ টাকা এবং প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে বেতন পাচ্ছেন ১১ হাজার ৫০০ টাকা।

প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে অর্থাৎ ১০ হাজার ২০০ টাকা বেতন পাচ্ছেন আর প্রশিক্ষণ ছাড়া সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা। কিন্তু, বর্তমানে নতুন স্কেলে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড এবং প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা পাবেন ১১তম গ্রেডে, যা অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

সহকারী শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা যে বেতন পাবেন তার পরের ধাপে তারা বেতন চান। অর্থাৎ প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন চান সহকারী শিক্ষকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

মন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন স্থগিত

আপডেট টাইম : ০৪:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

বেতন বৈষম্য নিরসনের দাবিতে তিনদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার বিকালে রাজধানীর হেয়ার রোডে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের বাসভবনে তার সঙ্গে আলোচনা শেষে প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

এই সংগঠনের আহ্বানে তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন শিক্ষকরা। সন্ধ্যায় শহীদ মিনারে গিয়ে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের অনশন ভাঙাবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে আন্দোলনরত শিক্ষকদের দাবির বিয়ষটি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে উত্থাপন করবেন বলে শিক্ষক নেতাদের আশ্বাস্ত করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। পরে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত আসে।

প্রাথমিক সহকারী শিক্ষক জোটের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া বলেন, মাননীয় মন্ত্রীর সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। মন্ত্রী বলেছেন, প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করে আমাদের সমস্যা সমাধান করবেন। মন্ত্রী এখন শহীদ মিনারে যাচ্ছেন। তিনি নিজ হাতে শিক্ষকদের অনশন ভাঙ্গাবেন।

শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেন সারাদেশ থেকে আসা কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনশনের তৃতীয় দিনে সোমবার ৪০ জন অসুস্থ হয়ে পড়েন।

২০১৫ সালে ঘোষিত ৮ম জাতীয় পে-স্কেল অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা (২য় শ্রেণি) ১১তম গ্রেড অর্থাৎ ১২ হাজার ৫০০ টাকা এবং প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে বেতন পাচ্ছেন ১১ হাজার ৫০০ টাকা।

প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে অর্থাৎ ১০ হাজার ২০০ টাকা বেতন পাচ্ছেন আর প্রশিক্ষণ ছাড়া সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা। কিন্তু, বর্তমানে নতুন স্কেলে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড এবং প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা পাবেন ১১তম গ্রেডে, যা অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

সহকারী শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা যে বেতন পাবেন তার পরের ধাপে তারা বেতন চান। অর্থাৎ প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন চান সহকারী শিক্ষকরা।