পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২০১৮ সাল হবে স্বস্তির বছর: অর্থমন্ত্রী

ঢাকা, ৩১ ডিসেম্বর, : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সাল একটি ভালো ও স্বস্তির বছর। এছাড়া আগামী বাজেট হবে গতানুগতিক, নতুন কোনো কর আরোপ করা হবে না।

আজ রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভা কক্ষে বিদায়ী বছর ২০১৭ এবং নতুন বছর ২০১৮ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা, জাতীয় নির্বাচন, ব্যাংকিং খাতের অস্থিরতা ইস্যুতে কথা বলেন অর্থমন্ত্রী। এসময় অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী উপস্থিত ছিলেন।

নতুন বছরে ব্যাংকিং খাতে আস্থার সংকট হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের খাতে কোনো ঝুঁকি নেই। ব্যাংক ফেল করার কোনো চান্স নেই। সুতারাং আস্থার সংকট হবে না।

রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে। সেখানে বিদেশি, সরকার-বেসরকারি ভাবে সাহায্য করা হচ্ছে। তাদের (রোহিঙ্গা) টাকা দিতে হবে। দাতাদের কাছে সাহায্য চাচ্ছি, দেখি কী আসে।

তিনি বলেন, মিয়ানমার বলেছে-তারা কিছু লোক নেবে। নেওয়ার মধ্যে নানা কথা-বার্তা আছে, কিছু হিন্দু নেবে। এসময় রোহিঙ্গা ইস্যুর সমাধানে রাখাইনে স্বতন্ত্র রোহিঙ্গা জোন করা প্রয়োজন বলে জানান তিনি।

অর্থ মন্ত্রী বলেন, ২০১৭ সালে কোনো সহিংস হরতাল হয়নি। কোনো মারাত্মক কিছু ঘটেনি। মানুষের স্বস্তি অনেক উচ্চ মাত্রায় উঠে এসেছে। সোস্যাল সিকিউরিটি খুবই ভালো।

চালের দাম নিয়ে প্রশ্নের জবাবে মুহিত বলেন, এটা ব্যবসায়ীদের কারণে হয়েছে, এটা হওয়া উচিত না। আমরা চেয়েছিলাম চালের দাম একটু বাড়ুক। যেনো কৃষক দাম কিছুটা বেশি পায়। ৩৮ থেকে ৪০ টাকার মধ্যে থাকা উচিত ছিলো। ব্যবসায়ীরা সেটা ৬০ পর্যন্ত নিয়ে গেছে। তবে এক্ষেত্রে সরকারের কোনো গাফিলতি নেই বলে মনে করেন তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, দাম শিগগিরই নেমে আসবে বলে জানান তিনি।

২০১৪ সালের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। ১৫৪ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বী এক তরফা জয় পায় আওয়ামী লীগ। এ কারণে বড় অংশের ভোটার ভোট দিতে পারে নি।

আগামী জাতীয় নির্বাচনে এ ধরণের ঘটনার পুনারাবৃত্তি হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এক তরফা তো আমরা করিনি। একটা ইডিয়ট পার্টি (বিএনপি) করেছে, টোটালি ইডিয়ট পার্টি। আমরা তো তাদের আমন্ত্রণ জানিয়েছি, তোমার অন্তবর্তী সরকারের আসো। তাদের ষ্টুপিড লিডারাই তো এটা করেছে। এবার আর করবে না।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার সব সরকারই অংশগ্রহণমূলক সরকার। আগামীতেই হবে। আশা করি ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে সবাই অংশ নেবে এবং উন্নয়নের সরকারের জন্য আওয়ামী লীগ জিতবে।

সম্প্রতি সরকারি কর্মচারীদের চাকরির বয়স ৬২ করার জন্য প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, হ্যাঁ আমি চিঠি দিয়েছি। এখনো কোনো সিগন্যাল পাইনি। বর্তমানে মানুষের জীবনসীমা ৭১ বছর। ১৯৭২ সালের জীবনসীমা ছিল মাত্র ৪৮ বছর। তখন বঙ্গবন্ধু ৫৮ করেছিলেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

২০১৮ সাল হবে স্বস্তির বছর: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭

ঢাকা, ৩১ ডিসেম্বর, : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সাল একটি ভালো ও স্বস্তির বছর। এছাড়া আগামী বাজেট হবে গতানুগতিক, নতুন কোনো কর আরোপ করা হবে না।

আজ রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভা কক্ষে বিদায়ী বছর ২০১৭ এবং নতুন বছর ২০১৮ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা, জাতীয় নির্বাচন, ব্যাংকিং খাতের অস্থিরতা ইস্যুতে কথা বলেন অর্থমন্ত্রী। এসময় অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী উপস্থিত ছিলেন।

নতুন বছরে ব্যাংকিং খাতে আস্থার সংকট হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের খাতে কোনো ঝুঁকি নেই। ব্যাংক ফেল করার কোনো চান্স নেই। সুতারাং আস্থার সংকট হবে না।

রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে। সেখানে বিদেশি, সরকার-বেসরকারি ভাবে সাহায্য করা হচ্ছে। তাদের (রোহিঙ্গা) টাকা দিতে হবে। দাতাদের কাছে সাহায্য চাচ্ছি, দেখি কী আসে।

তিনি বলেন, মিয়ানমার বলেছে-তারা কিছু লোক নেবে। নেওয়ার মধ্যে নানা কথা-বার্তা আছে, কিছু হিন্দু নেবে। এসময় রোহিঙ্গা ইস্যুর সমাধানে রাখাইনে স্বতন্ত্র রোহিঙ্গা জোন করা প্রয়োজন বলে জানান তিনি।

অর্থ মন্ত্রী বলেন, ২০১৭ সালে কোনো সহিংস হরতাল হয়নি। কোনো মারাত্মক কিছু ঘটেনি। মানুষের স্বস্তি অনেক উচ্চ মাত্রায় উঠে এসেছে। সোস্যাল সিকিউরিটি খুবই ভালো।

চালের দাম নিয়ে প্রশ্নের জবাবে মুহিত বলেন, এটা ব্যবসায়ীদের কারণে হয়েছে, এটা হওয়া উচিত না। আমরা চেয়েছিলাম চালের দাম একটু বাড়ুক। যেনো কৃষক দাম কিছুটা বেশি পায়। ৩৮ থেকে ৪০ টাকার মধ্যে থাকা উচিত ছিলো। ব্যবসায়ীরা সেটা ৬০ পর্যন্ত নিয়ে গেছে। তবে এক্ষেত্রে সরকারের কোনো গাফিলতি নেই বলে মনে করেন তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, দাম শিগগিরই নেমে আসবে বলে জানান তিনি।

২০১৪ সালের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। ১৫৪ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বী এক তরফা জয় পায় আওয়ামী লীগ। এ কারণে বড় অংশের ভোটার ভোট দিতে পারে নি।

আগামী জাতীয় নির্বাচনে এ ধরণের ঘটনার পুনারাবৃত্তি হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এক তরফা তো আমরা করিনি। একটা ইডিয়ট পার্টি (বিএনপি) করেছে, টোটালি ইডিয়ট পার্টি। আমরা তো তাদের আমন্ত্রণ জানিয়েছি, তোমার অন্তবর্তী সরকারের আসো। তাদের ষ্টুপিড লিডারাই তো এটা করেছে। এবার আর করবে না।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার সব সরকারই অংশগ্রহণমূলক সরকার। আগামীতেই হবে। আশা করি ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে সবাই অংশ নেবে এবং উন্নয়নের সরকারের জন্য আওয়ামী লীগ জিতবে।

সম্প্রতি সরকারি কর্মচারীদের চাকরির বয়স ৬২ করার জন্য প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, হ্যাঁ আমি চিঠি দিয়েছি। এখনো কোনো সিগন্যাল পাইনি। বর্তমানে মানুষের জীবনসীমা ৭১ বছর। ১৯৭২ সালের জীবনসীমা ছিল মাত্র ৪৮ বছর। তখন বঙ্গবন্ধু ৫৮ করেছিলেন।