পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই: নাসিম

সিরাজগঞ্জ, : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

আজ সোমবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরসহ সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়নের দলীয় বর্ধিত সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর ব্যক্তিগত এবং সরকারের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান তিনি।

নাসিম বলেন, ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। অপরদিকে বিএনপি’র অবস্থান বিশ্লেষণ করে তিনি বলেন, তারা মুখে যাই বলুক, খালেদা জিয়াকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে তাদের দলের অস্তিত্ব থাকবে না।

তিনি বলেন, সিঙ্গাপুর মালয়েশিয়াসহ অন্যান্য দেশের সরকারের স্থায়িত্ব ও উন্নয়ন তুলনা করে বলেন, এক নাগারে একটি দল সরকারে থাকলে দেশের উন্নয়নের গতি বাড়ে এবং দৃশ্যমান হয়। আওয়ামী লীগ সরকার বিগত ৯ বছরে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অন্তত আরও দশ বছর সরকার পরিচালনা করার সুযোগ দিতে জনগণের কাছে দলের প্রতিটি নেতাকর্মীকে যেতে হবে। জনগণের ভাগ্যের পরিবর্তন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক নাগারের সরকারের ক্ষমতায় থাকা দরকার বলেও তিনি মন্তব্য করেন।

কাজীপুরে মোহাম্মদ নাসিমের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত সভা চলে। বর্ধিত সভায় তৃণমূলের নেতাদের বক্তব্য ও পরামর্শ তিনি ধৈর্য্য সহকারে শোনেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই: নাসিম

আপডেট টাইম : ০৭:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮

সিরাজগঞ্জ, : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

আজ সোমবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরসহ সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়নের দলীয় বর্ধিত সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর ব্যক্তিগত এবং সরকারের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান তিনি।

নাসিম বলেন, ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। অপরদিকে বিএনপি’র অবস্থান বিশ্লেষণ করে তিনি বলেন, তারা মুখে যাই বলুক, খালেদা জিয়াকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে তাদের দলের অস্তিত্ব থাকবে না।

তিনি বলেন, সিঙ্গাপুর মালয়েশিয়াসহ অন্যান্য দেশের সরকারের স্থায়িত্ব ও উন্নয়ন তুলনা করে বলেন, এক নাগারে একটি দল সরকারে থাকলে দেশের উন্নয়নের গতি বাড়ে এবং দৃশ্যমান হয়। আওয়ামী লীগ সরকার বিগত ৯ বছরে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অন্তত আরও দশ বছর সরকার পরিচালনা করার সুযোগ দিতে জনগণের কাছে দলের প্রতিটি নেতাকর্মীকে যেতে হবে। জনগণের ভাগ্যের পরিবর্তন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক নাগারের সরকারের ক্ষমতায় থাকা দরকার বলেও তিনি মন্তব্য করেন।

কাজীপুরে মোহাম্মদ নাসিমের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত সভা চলে। বর্ধিত সভায় তৃণমূলের নেতাদের বক্তব্য ও পরামর্শ তিনি ধৈর্য্য সহকারে শোনেন।