অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু ।

আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফারুক আহম্মেদ সুজন : 500x350_7f5eb88f6279526559ce154fc71111c2_images (28)প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নিউইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা প্রায় দু’ঘণ্টা দুবাইয়ে যাত্রাবিরতি করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং অধিবেশনের ফাঁকে তিনি আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বা যোগ দেবেন।’
সাধারণ পরিষদের এবারের অধিবেশনের এবারের মূল থিম হচ্ছে ‘২০১৫ সাল উত্তর উন্নয়ন এজেন্ডা কার্যকরণ ও বাস্তবায়ন’। এদিকে আগামী বছর এমডিজির নির্ধারিত সময়সীমা শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে এটিকে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) পরবর্তী প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন। তিনি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র এবং এক্ষেত্রে অর্জনের কথাও তুলে ধরবেন।
তিনি বলেন, সপ্তাহব্যাপী এ সফরকালে প্রধানমন্ত্রী ভারত, নেপাল, চিলি ও বেলারুশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
মাহমুদ আলী বলেন, এছাড়াও প্রধানমন্ত্রীর বাংলাদেশের জাতিসংঘ সদস্য পদ লাভের ৪০তম বছর পালন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং অন্যান্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলেও আশা করা যাচ্ছে।
তিনি বলেন, তিনি ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রী, খাদ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আরো থাকছেন সংসদ সদস্য,সিনিয়র সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ

আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪

ফারুক আহম্মেদ সুজন : 500x350_7f5eb88f6279526559ce154fc71111c2_images (28)প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নিউইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা প্রায় দু’ঘণ্টা দুবাইয়ে যাত্রাবিরতি করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং অধিবেশনের ফাঁকে তিনি আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বা যোগ দেবেন।’
সাধারণ পরিষদের এবারের অধিবেশনের এবারের মূল থিম হচ্ছে ‘২০১৫ সাল উত্তর উন্নয়ন এজেন্ডা কার্যকরণ ও বাস্তবায়ন’। এদিকে আগামী বছর এমডিজির নির্ধারিত সময়সীমা শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে এটিকে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) পরবর্তী প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন। তিনি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র এবং এক্ষেত্রে অর্জনের কথাও তুলে ধরবেন।
তিনি বলেন, সপ্তাহব্যাপী এ সফরকালে প্রধানমন্ত্রী ভারত, নেপাল, চিলি ও বেলারুশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
মাহমুদ আলী বলেন, এছাড়াও প্রধানমন্ত্রীর বাংলাদেশের জাতিসংঘ সদস্য পদ লাভের ৪০তম বছর পালন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং অন্যান্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলেও আশা করা যাচ্ছে।
তিনি বলেন, তিনি ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রী, খাদ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আরো থাকছেন সংসদ সদস্য,সিনিয়র সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।