পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে চার খুন ভাড়াটিয়া রফিককে খুঁজছে পুলিশ

বাংলার খবর২৪.কম index_52642: দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চারজন খুনের ঘটনায় ভাড়াটিয়া রফিককে খুঁজছে পুলিশ। ওই ব্যক্তি বাড়িটির কেয়ারটেকার সোহেলের কাছ থেকে বাসাভাড়া নিয়েছিল। কলাকান্দি এলাকার সিএনজি চালক আক্কাসের মাধমে কেয়ারকেটার সোহেলের সঙ্গে রফিকের পরিচয় হয়েছিল। এরপর রফিক নিজেকে কাঁচামালের ব্যবসায়ী পরিচয় দিয়ে সোহেলের কাছ থেকে বাসাভাড়া নেয়। কিন্তু ঘটনার পর থেকে রফিক পলাতক রয়েছে। এই ঘটনায় বাড়ির কেয়ারটেকার সোহেল ও সিএনজি চালক আক্কাসকে আটক করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। নিহতদের গ্রামের বাড়ি বিক্রমপুর।

পুলিশ সূত্রে জানা যায়, দু’মাস আগে আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকার ছয়তলা বাসার দ্বিতীয় তলা ভাড়া নেয় রফিক। এলাকার সিএনজি চালক আক্কাসের মাধ্যমে বাড়ির কেয়ারটেকার সোহেল থেকে ভাড়া নেয় রফিক। পরে পাঁচ হাজার টাকা মাসিক ভাড়ায় তারা বাসাটিতে উঠে। ভাড়া নেওয়ার সময় রফিক কেয়ারটেকার সোহেলকে জানিয়েছিল তারা একই পরিবারের সাতজন ওই বাসায় থাকবেন। তারমধ্যে রফিকের খালাখালুসহ তিনজন পুরুষ, দু’জন নারী এবং দুটি বাচ্চা থাকবে। ঘটনার একসপ্তাহ পর্যন্ত বাসাটিতে সাতজনই ছিল।

রফিকের বরাত দিয়ে কেয়ারটেকার সোহেল পুলিশকে আরো জানিয়েছে, ভাড়াটিয়া পুরুষ সদস্যরা নিজেদের কাঁচামালের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল। তারা আব্দুল্লাহপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে কাঁচামালের ব্যবসা করেন।

এদিকে, এই ঘটনার পর রফিক পলাতক রয়েছে। তবে রফিক একজন সিএনজি চালক বলে জানিয়েছেন উক্ত ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার বাবুল দেওয়ান।

তিনি আরো জানান, সকালে তার ভাগ্নে তাকে ফোন দিয়ে জানায় এলাকর ৬তলার দ্বিতীয় তলায় চারজনকে মেরে ফেলা হয়েছে। তিনি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন। বাসার দরজা খুলে তিনি গন্ধ পেয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর বাসার একটি কক্ষের ভেতর খাটের নীচে দুটি লাশ। এরপর খাট জাগিয়ে আরো দুই বাচ্চার লাশ দেখতে পাই। প্রতিটি লাশের মুখ কাপড় দিয়ে বাধা।

তিনি আরো জানান, তারা বাসাভাড়া নিয়েও কেয়ারটেকারকে ঘুরাত। তাদের বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল। আগে বাসায় জিনিসপত্র থাকলেও এখন কেনো মাল জিনিস নেই। শুধু কিছু কম্বল এবং একটি চৌকি পড়ে আছে। এই চৌকির নীচেই লাশ গুলো ছিল। মালজিনিস আগেই সরিয়ে ফেলছে তারা।

ইউপি মেম্বার বলেন, ‘বাড়িটির বাড়িওয়ালা সৌদি প্রবাসী। কেয়ারটেকার সোহেলই বাড়িটি দেখাশুনা করতেন।’

এদিকে এলাকার বিভিন্ন হত্যাকা-ের বিষয় উল্লেখ করে মেম্বার, ‘তিন মাসের মধ্যে চারটি লাশ উদ্ধার করা হয়েছে আট নম্বর ওয়ার্ড থেকে। এই এলাকায় প্রায়ই এই রকম লাশ উদ্ধার হয়।’

হত্যাকাণ্ডের বিষয় এএসপি কাজী মাশকুরা লিমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে বাড়ির কেয়ারটেকার সোহেল এবং সিএনজি চালক আক্কাসকে আটক করেছে পুলিশ।

বাসাটির পাঁচতলার ভাড়াটিয়া গৃহিনী প্রিয়া জানান, দু’মাস আগে তারা বাসাটি ভাড়া নেয়। তবে বেশীর ভাগ সময় তাদের বাসাটি তালাবদ্ধ থাকত। তারা কারো সঙ্গেই কথা বলত না। ভাড়াটিয়ার বাচ্চারাও বাসার বাইরে খেলতে আসত না। তাদের নামও তিনি জানেন না।

তিনি আরো জানান, গত কিছুদিন ধরে একটানা তালা দেওয়া ছিল। বুধবার সকালে বাসার বাহির থেকে দরজার ছিটকানী দেওয়া ছিল। ছিটকানী খুলে সোহেল প্রথমে লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে বের হয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

কেরানীগঞ্জে চার খুন ভাড়াটিয়া রফিককে খুঁজছে পুলিশ

আপডেট টাইম : ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম index_52642: দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চারজন খুনের ঘটনায় ভাড়াটিয়া রফিককে খুঁজছে পুলিশ। ওই ব্যক্তি বাড়িটির কেয়ারটেকার সোহেলের কাছ থেকে বাসাভাড়া নিয়েছিল। কলাকান্দি এলাকার সিএনজি চালক আক্কাসের মাধমে কেয়ারকেটার সোহেলের সঙ্গে রফিকের পরিচয় হয়েছিল। এরপর রফিক নিজেকে কাঁচামালের ব্যবসায়ী পরিচয় দিয়ে সোহেলের কাছ থেকে বাসাভাড়া নেয়। কিন্তু ঘটনার পর থেকে রফিক পলাতক রয়েছে। এই ঘটনায় বাড়ির কেয়ারটেকার সোহেল ও সিএনজি চালক আক্কাসকে আটক করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। নিহতদের গ্রামের বাড়ি বিক্রমপুর।

পুলিশ সূত্রে জানা যায়, দু’মাস আগে আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকার ছয়তলা বাসার দ্বিতীয় তলা ভাড়া নেয় রফিক। এলাকার সিএনজি চালক আক্কাসের মাধ্যমে বাড়ির কেয়ারটেকার সোহেল থেকে ভাড়া নেয় রফিক। পরে পাঁচ হাজার টাকা মাসিক ভাড়ায় তারা বাসাটিতে উঠে। ভাড়া নেওয়ার সময় রফিক কেয়ারটেকার সোহেলকে জানিয়েছিল তারা একই পরিবারের সাতজন ওই বাসায় থাকবেন। তারমধ্যে রফিকের খালাখালুসহ তিনজন পুরুষ, দু’জন নারী এবং দুটি বাচ্চা থাকবে। ঘটনার একসপ্তাহ পর্যন্ত বাসাটিতে সাতজনই ছিল।

রফিকের বরাত দিয়ে কেয়ারটেকার সোহেল পুলিশকে আরো জানিয়েছে, ভাড়াটিয়া পুরুষ সদস্যরা নিজেদের কাঁচামালের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল। তারা আব্দুল্লাহপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে কাঁচামালের ব্যবসা করেন।

এদিকে, এই ঘটনার পর রফিক পলাতক রয়েছে। তবে রফিক একজন সিএনজি চালক বলে জানিয়েছেন উক্ত ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার বাবুল দেওয়ান।

তিনি আরো জানান, সকালে তার ভাগ্নে তাকে ফোন দিয়ে জানায় এলাকর ৬তলার দ্বিতীয় তলায় চারজনকে মেরে ফেলা হয়েছে। তিনি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন। বাসার দরজা খুলে তিনি গন্ধ পেয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর বাসার একটি কক্ষের ভেতর খাটের নীচে দুটি লাশ। এরপর খাট জাগিয়ে আরো দুই বাচ্চার লাশ দেখতে পাই। প্রতিটি লাশের মুখ কাপড় দিয়ে বাধা।

তিনি আরো জানান, তারা বাসাভাড়া নিয়েও কেয়ারটেকারকে ঘুরাত। তাদের বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল। আগে বাসায় জিনিসপত্র থাকলেও এখন কেনো মাল জিনিস নেই। শুধু কিছু কম্বল এবং একটি চৌকি পড়ে আছে। এই চৌকির নীচেই লাশ গুলো ছিল। মালজিনিস আগেই সরিয়ে ফেলছে তারা।

ইউপি মেম্বার বলেন, ‘বাড়িটির বাড়িওয়ালা সৌদি প্রবাসী। কেয়ারটেকার সোহেলই বাড়িটি দেখাশুনা করতেন।’

এদিকে এলাকার বিভিন্ন হত্যাকা-ের বিষয় উল্লেখ করে মেম্বার, ‘তিন মাসের মধ্যে চারটি লাশ উদ্ধার করা হয়েছে আট নম্বর ওয়ার্ড থেকে। এই এলাকায় প্রায়ই এই রকম লাশ উদ্ধার হয়।’

হত্যাকাণ্ডের বিষয় এএসপি কাজী মাশকুরা লিমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে বাড়ির কেয়ারটেকার সোহেল এবং সিএনজি চালক আক্কাসকে আটক করেছে পুলিশ।

বাসাটির পাঁচতলার ভাড়াটিয়া গৃহিনী প্রিয়া জানান, দু’মাস আগে তারা বাসাটি ভাড়া নেয়। তবে বেশীর ভাগ সময় তাদের বাসাটি তালাবদ্ধ থাকত। তারা কারো সঙ্গেই কথা বলত না। ভাড়াটিয়ার বাচ্চারাও বাসার বাইরে খেলতে আসত না। তাদের নামও তিনি জানেন না।

তিনি আরো জানান, গত কিছুদিন ধরে একটানা তালা দেওয়া ছিল। বুধবার সকালে বাসার বাহির থেকে দরজার ছিটকানী দেওয়া ছিল। ছিটকানী খুলে সোহেল প্রথমে লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে বের হয়ে যায়।