পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

বরিশাল শহরের মোড়ে মোড়ে রোমিও উৎপাত!

ডেস্ক : বরিশাল শহরের মোড়ে মোড়ে স্থানীয়দের কাছে রোমিও খেতাব পাওয়া বখাটেদের উৎপাতে অসহায় হয়ে পড়েছে মেয়েরা। আর অভিভাবকরা রয়েছেন চরম দুঃশ্চিন্তায়।

বিশেষ করে মেয়েদের স্কুল-কলেজ আর কোচিংয়ের সামনে এসব রোমিওদের আড্ডা বেড়ে যাওয়ায় শহরের কয়েকটি এলাকায় ভয়াবহ যানজটেরও সৃষ্টি হচ্ছে।

একাধিকবার স্ব স্ব থানা পুলিশকে জানিয়েও আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী ও অমৃত লাল দে কলেজের ক্লাশ শুরু এবং ছুটির সময় ওইসব এলাকায় বখাটেদের উৎপাত ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বখাটেরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ধূমপান, চায়ের আড্ডা, কখনো গান বাজনার আসর বসাচ্ছে। কেউ কেউ আসছে মোটরসাইকেল নিয়ে।

স্কুল-কলেজ শুরু ও ছুটির সময় রাস্তার ওপর মোটরসাইকেল লাইন পড়ে যাচ্ছে। এতে একদিকে যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে তাদের কবলে পড়ে স্কুল-কলেজগামী মেয়েরা নাজেহাল হচ্ছে।

স্থানীয় প্রভাবশালীদের সন্তান ও আত্মীয় হওয়ায় অভিভাবকরাও ভয়ে বখাটেদের কার্যকলাপের প্রতিবাদ করতে পারছেন না। একই অবস্থা বিরাজ করছে শহরের কাউনিয়া থানাধীন বেলাতলা, উত্তর আমানতগঞ্জ ও মহাবাজসহ অধিকাংশ এলাকায়।

সম্প্রতি কাউনিয়া থানা পুলিশের অভিযানে বেশ কয়েকজন রোমিও আটক হলেও পরবর্তীতে মুক্তি পেয়ে ফের উৎপাত শুরু করেছে।

যেই বিষয়টি আজ শনিবার (০৯ ফেব্রুয়ারি) বরিশাল শহরের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঘুরে প্রতীয়মাণ হয়েছে।

এমন পরিস্থিতিতে অভিভাবকদের আশা পুলিশ কমিশানার (অতিরিক্ত আইজিপি) মোশারেফ হোসেন নিজেই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।

পুলিশের সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক জানান, বিষয়টি শুনে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণে মাঠ পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বরিশাল শহরের মোড়ে মোড়ে রোমিও উৎপাত!

আপডেট টাইম : ১২:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯

ডেস্ক : বরিশাল শহরের মোড়ে মোড়ে স্থানীয়দের কাছে রোমিও খেতাব পাওয়া বখাটেদের উৎপাতে অসহায় হয়ে পড়েছে মেয়েরা। আর অভিভাবকরা রয়েছেন চরম দুঃশ্চিন্তায়।

বিশেষ করে মেয়েদের স্কুল-কলেজ আর কোচিংয়ের সামনে এসব রোমিওদের আড্ডা বেড়ে যাওয়ায় শহরের কয়েকটি এলাকায় ভয়াবহ যানজটেরও সৃষ্টি হচ্ছে।

একাধিকবার স্ব স্ব থানা পুলিশকে জানিয়েও আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী ও অমৃত লাল দে কলেজের ক্লাশ শুরু এবং ছুটির সময় ওইসব এলাকায় বখাটেদের উৎপাত ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বখাটেরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ধূমপান, চায়ের আড্ডা, কখনো গান বাজনার আসর বসাচ্ছে। কেউ কেউ আসছে মোটরসাইকেল নিয়ে।

স্কুল-কলেজ শুরু ও ছুটির সময় রাস্তার ওপর মোটরসাইকেল লাইন পড়ে যাচ্ছে। এতে একদিকে যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে তাদের কবলে পড়ে স্কুল-কলেজগামী মেয়েরা নাজেহাল হচ্ছে।

স্থানীয় প্রভাবশালীদের সন্তান ও আত্মীয় হওয়ায় অভিভাবকরাও ভয়ে বখাটেদের কার্যকলাপের প্রতিবাদ করতে পারছেন না। একই অবস্থা বিরাজ করছে শহরের কাউনিয়া থানাধীন বেলাতলা, উত্তর আমানতগঞ্জ ও মহাবাজসহ অধিকাংশ এলাকায়।

সম্প্রতি কাউনিয়া থানা পুলিশের অভিযানে বেশ কয়েকজন রোমিও আটক হলেও পরবর্তীতে মুক্তি পেয়ে ফের উৎপাত শুরু করেছে।

যেই বিষয়টি আজ শনিবার (০৯ ফেব্রুয়ারি) বরিশাল শহরের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঘুরে প্রতীয়মাণ হয়েছে।

এমন পরিস্থিতিতে অভিভাবকদের আশা পুলিশ কমিশানার (অতিরিক্ত আইজিপি) মোশারেফ হোসেন নিজেই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।

পুলিশের সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক জানান, বিষয়টি শুনে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণে মাঠ পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।