পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাঁচল ১৯ শ্রমিক

ডেস্ক : একটি বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ করে শ্রমিকরা তাদের থাকার জন্য অস্থায়ী শেডে চলে যান। এর মধ্যে অনেকে ঘুমিয়েছিলেন কেউ নিচ্ছিলেন ঘুমের প্রস্তুতি। ঠিক তখনই হঠাৎ তুমুল বেগে শুরু হয় ঝড়, সঙ্গে ভারী বৃষ্টিপাত।

ঝড়ের বেগে উড়ে যায় শেডের ছাউনি। শ্রমিকদের ওপর দেয়ালে ভেঙে আটকা পড়ে অন্তত ৩০ জন শ্রমিক। কিছু শ্রমিক কোনোভাবে বেরোতে পারলেও আটকা পড়েন ১৯ জন।

সোমবার (২৭ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন সাজাপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই ভয়াবহতার মধ্যেও মাথা ঠান্ডা রেখে একজন শ্রমিক কল দেন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স।

সেখান থেকে ১৯ শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সবাই শঙ্কামুক্ত হলেও পাঁচজনের জখম মারাত্মক।

আহতদের মধ্যে গোলাম রব্বানী, রোমান, শাহিন, জয়নাল, নবীর, আলমগীর, সাফিনূর, শাহ্ আলম, বাবু, মামুন, সাদেশ, রাকিব, রাকিবুল, শিপন, আতিকুল, আল আমিন, রাজ্জাক ও সাজুর পরিচয় জানা গেছে। এদের বেশিরভাগই গাইবান্ধার বাসিন্দা। আহতদের মধ্যে কারও পা-ও ভেঙে গেছে। আবার কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ৯৯৯-এ কল পেয়েই ঘটনাস্থলে তারা সবাই দ্রুত ছুটে যান। আহত সব শ্রমিককে উদ্ধার করে শজিমেকে নেওয়া সম্ভব হয়। ১৯ জন শ্রমিককে তাৎক্ষণিক ভর্তি করা হয়। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আঘাত মারাত্মক হলেও সবাই শঙ্কামুক্ত। সময় মতো তাদের হাসপাতালে নিতে না পারলে অনেকের অবস্থা সংকটাপন্ন হতে পারতো।

খবর পেয়ে রাতেই শজিমেকে ছুটে যান জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা। তিনি সেখানে আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে ১১ মার্চ সাজাপুর এলাকায় প্রয়াস বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর থেকেই সেখানে নির্মাণ কাজ চলছিল। প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত এই বিদ্যালয় নির্মাণ প্রকল্পের ব্যয় নির্ধারণ রয়েছে ৩৮ কোটি ৯১ লাখ টাকা। ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয়টির নতুন এই ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাঁচল ১৯ শ্রমিক

আপডেট টাইম : ০৭:২৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯

ডেস্ক : একটি বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ করে শ্রমিকরা তাদের থাকার জন্য অস্থায়ী শেডে চলে যান। এর মধ্যে অনেকে ঘুমিয়েছিলেন কেউ নিচ্ছিলেন ঘুমের প্রস্তুতি। ঠিক তখনই হঠাৎ তুমুল বেগে শুরু হয় ঝড়, সঙ্গে ভারী বৃষ্টিপাত।

ঝড়ের বেগে উড়ে যায় শেডের ছাউনি। শ্রমিকদের ওপর দেয়ালে ভেঙে আটকা পড়ে অন্তত ৩০ জন শ্রমিক। কিছু শ্রমিক কোনোভাবে বেরোতে পারলেও আটকা পড়েন ১৯ জন।

সোমবার (২৭ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন সাজাপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই ভয়াবহতার মধ্যেও মাথা ঠান্ডা রেখে একজন শ্রমিক কল দেন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স।

সেখান থেকে ১৯ শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সবাই শঙ্কামুক্ত হলেও পাঁচজনের জখম মারাত্মক।

আহতদের মধ্যে গোলাম রব্বানী, রোমান, শাহিন, জয়নাল, নবীর, আলমগীর, সাফিনূর, শাহ্ আলম, বাবু, মামুন, সাদেশ, রাকিব, রাকিবুল, শিপন, আতিকুল, আল আমিন, রাজ্জাক ও সাজুর পরিচয় জানা গেছে। এদের বেশিরভাগই গাইবান্ধার বাসিন্দা। আহতদের মধ্যে কারও পা-ও ভেঙে গেছে। আবার কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ৯৯৯-এ কল পেয়েই ঘটনাস্থলে তারা সবাই দ্রুত ছুটে যান। আহত সব শ্রমিককে উদ্ধার করে শজিমেকে নেওয়া সম্ভব হয়। ১৯ জন শ্রমিককে তাৎক্ষণিক ভর্তি করা হয়। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আঘাত মারাত্মক হলেও সবাই শঙ্কামুক্ত। সময় মতো তাদের হাসপাতালে নিতে না পারলে অনেকের অবস্থা সংকটাপন্ন হতে পারতো।

খবর পেয়ে রাতেই শজিমেকে ছুটে যান জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা। তিনি সেখানে আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে ১১ মার্চ সাজাপুর এলাকায় প্রয়াস বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর থেকেই সেখানে নির্মাণ কাজ চলছিল। প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত এই বিদ্যালয় নির্মাণ প্রকল্পের ব্যয় নির্ধারণ রয়েছে ৩৮ কোটি ৯১ লাখ টাকা। ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয়টির নতুন এই ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।