অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

মারা গেছে ঘোরাতে নিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া সেই ছাত্র! বাংলার খবর ২৪

বরিশাল: বরিশালে ঘোরাতে নিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া স্কুলছাত্র ইমাম হোসেন ইমন (১৩) প্রায় ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছে।ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সে উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন বেপারীর পুত্র এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নাসির উদ্দিন বেপারী জানান, গত ৫ অক্টোবর রাতে (দুর্গাপূজার সময়) পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর জন্য ইমাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আবুল হোসেনের পুত্র নুরুন নবী, তার তিন সহযোগী হাসান, সোহেল ও মুন্না।

রাতে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব হলে ইমাম হোসেনকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায় নুরুন নবী ও তার সহযোগীরা। এমনকি আহতাবস্থায় ইমামকে নুরুন নবীর বাড়িতে আটকে রেখে নির্যাতনও করা হয়।

পরদিন ৬ অক্টোবর দুপুরে ইমামকে ওই বাড়ি থেকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু ২০ চিকিৎসার পরও বাঁচানো যায়নি তাকে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর স্কুলছাত্র ইমাম হোসেনের বাবা নাসির উদ্দিন বেপারী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছিলেন। এরপর যেহেতু ছেলেটির মৃত্যু হয়েছে, তাই হত্যার ধারা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে মামলায়।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

মারা গেছে ঘোরাতে নিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া সেই ছাত্র! বাংলার খবর ২৪

আপডেট টাইম : ১০:৪২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯

বরিশাল: বরিশালে ঘোরাতে নিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া স্কুলছাত্র ইমাম হোসেন ইমন (১৩) প্রায় ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছে।ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সে উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন বেপারীর পুত্র এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নাসির উদ্দিন বেপারী জানান, গত ৫ অক্টোবর রাতে (দুর্গাপূজার সময়) পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর জন্য ইমাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আবুল হোসেনের পুত্র নুরুন নবী, তার তিন সহযোগী হাসান, সোহেল ও মুন্না।

রাতে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব হলে ইমাম হোসেনকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায় নুরুন নবী ও তার সহযোগীরা। এমনকি আহতাবস্থায় ইমামকে নুরুন নবীর বাড়িতে আটকে রেখে নির্যাতনও করা হয়।

পরদিন ৬ অক্টোবর দুপুরে ইমামকে ওই বাড়ি থেকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু ২০ চিকিৎসার পরও বাঁচানো যায়নি তাকে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর স্কুলছাত্র ইমাম হোসেনের বাবা নাসির উদ্দিন বেপারী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছিলেন। এরপর যেহেতু ছেলেটির মৃত্যু হয়েছে, তাই হত্যার ধারা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে মামলায়।