পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু ।

তৃণমূল-জামায়াত সম্পর্ক: মোদিকে তথ্য দিলেন হাসিনা

বাংলার খবর২৪.কমpm_53125 ডেস্ক : সারদা কেলেঙ্কারীর টাকা বাংলাদেশে পাচার, তৃণমূল কংগ্রেসের একাংশের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশ কিছু তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মধ্যরাতে নিউইয়র্কে দুই রাষ্ট্রপ্রধানের প্রথম বৈঠকের সময় এ বিষয়টিও উঠে এসেছে। সোমবার আনন্দবাজার পত্রিকা এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃণমূলের রাজ্যসভার সদস্য ও সিমির প্রাক্তন নেতা আহমদ হাসান ইমরানের সঙ্গে বাংলাদেশের মৌলবাদীদের দহরম-মহরম নিয়েও নানা তথ্যপ্রমাণ মোদির হাতে তুলে দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

শেখ হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশ গঠনের সময়ে পাক সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যে জামায়াত রক্তগঙ্গা বইয়েছিল, তারা এখন হিংসাত্মক উপায়ে তার সরকারকে ক্ষমতাচ্যুত করার নানা চক্রান্ত চালাচ্ছে। আর এমন কর্মকাণ্ডে পশ্চিমবঙ্গের একটা প্রভাবশালী মহল অর্থ, অস্ত্র ও বিস্ফোরক দিয়ে সাহায্য করেছে।

শেখ হাসিনা মোদিকে বলেন, জামায়াতের দুর্বৃত্তরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে সেখানকার শাসক দলের কিছু নেতার আশ্রয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে ঢাকা জানতে পেয়েছে।

মোদি এ সময় বলেছেন, নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের এই সরকার যে ভাবে দিল্লির পাশে দাঁড়িয়েছে, তাতে তিনি কৃতজ্ঞ। তিনিও আশ্বাস দিচ্ছেন, বাংলাদেশের স্বার্থ-বিরোধী কোনো শক্তিকে ভারতের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পরে সাংবাদিকদের বলেন, বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। প্রধানমন্ত্রী মোদির আশ্বাসে আমরা সন্তুষ্ট।

শেখ হাসিনা বলেন, দু’পক্ষই আরো এক বার একে অপরকে জানিয়ে দিয়েছি, পরস্পরের স্বার্থ-বিরোধী কোনো শক্তিকে আমরা আমাদের মাটি ব্যবহার করতে দেব না।

জাপান সফরের দিনক্ষণ আগে থেকে ঠিক থাকায় নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা আসতে পারেননি। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে গত শনিবার রাতে দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান প্রথমবারের মতো মুখোমুখি হন। নানা বিষয় নিয়ে প্রায় ৪৫ মিনিট দু’জনে কথা বলেন। তার মধ্যে পাঁচ মিনিট একেবারে নিভৃতে কথা হয় মোদি ও হাসিনার।

শেখ হাসিনার মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, দু’জনে এতই আন্তরিক ও উৎফুল ছিলেন, একবারও মনে হয়নি এটা তাঁদের প্রথম সাক্ষাৎ!

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দিল্লি এসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে জামায়াত-তৃণমূল-সারদা বিষয়ে অভিযোগ জানিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশের অভিযোগ, সরকার পতনের চক্রান্তে পশ্চিমবঙ্গ থেকে সারদার কোটি কোটি টাকাও ব্যবহৃত হয়েছে। সীমান্ত পার হয়ে এসেছে অস্ত্র ও বিস্ফোরকও। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরান এ বিষয়ে প্রধান ভূমিকা নিয়েছেন বলে গোয়েন্দা রিপোর্টে অভিযোগ করা হয়েছে। আর বাংলাদেশের জামায়াতে ইসলামী এর সঙ্গে জড়িত।

অভিযোগ পেয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল জানিয়েছিলেন, শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তারা এ বিষয়টি তদন্ত করবে বলে আশ্বাস দেয়। এজন্য আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয়। বিষয়টি প্রমাণিত হলে দোষীরা রেহাই পাবে না বলেও আশ্বাস দেয় দিল্লি।

সূত্র: আনন্দবাজার

Tag :
জনপ্রিয় সংবাদ

তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ

তৃণমূল-জামায়াত সম্পর্ক: মোদিকে তথ্য দিলেন হাসিনা

আপডেট টাইম : ০৬:২২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমpm_53125 ডেস্ক : সারদা কেলেঙ্কারীর টাকা বাংলাদেশে পাচার, তৃণমূল কংগ্রেসের একাংশের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশ কিছু তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মধ্যরাতে নিউইয়র্কে দুই রাষ্ট্রপ্রধানের প্রথম বৈঠকের সময় এ বিষয়টিও উঠে এসেছে। সোমবার আনন্দবাজার পত্রিকা এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃণমূলের রাজ্যসভার সদস্য ও সিমির প্রাক্তন নেতা আহমদ হাসান ইমরানের সঙ্গে বাংলাদেশের মৌলবাদীদের দহরম-মহরম নিয়েও নানা তথ্যপ্রমাণ মোদির হাতে তুলে দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

শেখ হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশ গঠনের সময়ে পাক সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যে জামায়াত রক্তগঙ্গা বইয়েছিল, তারা এখন হিংসাত্মক উপায়ে তার সরকারকে ক্ষমতাচ্যুত করার নানা চক্রান্ত চালাচ্ছে। আর এমন কর্মকাণ্ডে পশ্চিমবঙ্গের একটা প্রভাবশালী মহল অর্থ, অস্ত্র ও বিস্ফোরক দিয়ে সাহায্য করেছে।

শেখ হাসিনা মোদিকে বলেন, জামায়াতের দুর্বৃত্তরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে সেখানকার শাসক দলের কিছু নেতার আশ্রয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে ঢাকা জানতে পেয়েছে।

মোদি এ সময় বলেছেন, নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের এই সরকার যে ভাবে দিল্লির পাশে দাঁড়িয়েছে, তাতে তিনি কৃতজ্ঞ। তিনিও আশ্বাস দিচ্ছেন, বাংলাদেশের স্বার্থ-বিরোধী কোনো শক্তিকে ভারতের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পরে সাংবাদিকদের বলেন, বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। প্রধানমন্ত্রী মোদির আশ্বাসে আমরা সন্তুষ্ট।

শেখ হাসিনা বলেন, দু’পক্ষই আরো এক বার একে অপরকে জানিয়ে দিয়েছি, পরস্পরের স্বার্থ-বিরোধী কোনো শক্তিকে আমরা আমাদের মাটি ব্যবহার করতে দেব না।

জাপান সফরের দিনক্ষণ আগে থেকে ঠিক থাকায় নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা আসতে পারেননি। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে গত শনিবার রাতে দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান প্রথমবারের মতো মুখোমুখি হন। নানা বিষয় নিয়ে প্রায় ৪৫ মিনিট দু’জনে কথা বলেন। তার মধ্যে পাঁচ মিনিট একেবারে নিভৃতে কথা হয় মোদি ও হাসিনার।

শেখ হাসিনার মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, দু’জনে এতই আন্তরিক ও উৎফুল ছিলেন, একবারও মনে হয়নি এটা তাঁদের প্রথম সাক্ষাৎ!

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দিল্লি এসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে জামায়াত-তৃণমূল-সারদা বিষয়ে অভিযোগ জানিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশের অভিযোগ, সরকার পতনের চক্রান্তে পশ্চিমবঙ্গ থেকে সারদার কোটি কোটি টাকাও ব্যবহৃত হয়েছে। সীমান্ত পার হয়ে এসেছে অস্ত্র ও বিস্ফোরকও। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরান এ বিষয়ে প্রধান ভূমিকা নিয়েছেন বলে গোয়েন্দা রিপোর্টে অভিযোগ করা হয়েছে। আর বাংলাদেশের জামায়াতে ইসলামী এর সঙ্গে জড়িত।

অভিযোগ পেয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল জানিয়েছিলেন, শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তারা এ বিষয়টি তদন্ত করবে বলে আশ্বাস দেয়। এজন্য আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয়। বিষয়টি প্রমাণিত হলে দোষীরা রেহাই পাবে না বলেও আশ্বাস দেয় দিল্লি।

সূত্র: আনন্দবাজার