অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

তিন বছরের সন্তান করোনায় আক্রান্ত জেনেও কোলে নিলেন মা

ডেস্কঃ ‘একসঙ্গে থাকলাম। আমার কিছুই হলো না। কিন্তু বাবুটার কীভাবে কি হলো কিছুই বুঝতে পারলাম না। কোনোভাবেই কান্না থামে না তার। বাবুর কষ্ট আর সহ্য করতে পারছি না আমি। তার কান্না দেখে আমিও কাঁদছি। ওদিকে তার বাবার অবস্থাও ভালো না। কি করব কিছুই বুঝতে পারছি না।’

কেঁদে কেঁদে এভাবেই কথাগুলো বললেন মাদারীপুরের রাজৈর উপজেলায় করোনায় আক্রান্ত তিন বছরের এক শিশুর মা। উপজেলার বাজিতপুর এলাকায় করোনায় আক্রান্ত বাবার তিন বছরের শিশুরও করোনা পজেটিভ এসেছে।
এর আগে আক্রান্ত বাবাকে শনিবার রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার স্ত্রী ও তিন বছরের শিশুর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরে আইইডিসিআর থেকে জানানো হয়, তিন বছরের শিশুর করোনা পজেটিভ। তার মায়ের করোনা নেগেটিভ।

বর্তমানে তারা সবাই রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে আক্রান্ত শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। করোনা আক্রান্তদের পৃথক ওয়ার্ডে রাখার কথা বলা হলেও শিশুটিকে রাখা যাচ্ছে না। ফলে শিশুটির পাশে তার মা রয়েছেন। এতে করোনার ঝুঁকি রয়েছে শিশুটির মায়ের।

জানতে চাইলে শিশুটির মা বলেন, জন্মের পর থেকে বাবুর ঠান্ডাজনিত অনেক সমস্যা। দুই মাস আগে বাবুরে নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ছিলাম। একটু ঠান্ডা লাগলেই নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায়। এর মধ্যে ডাক্তার বললেন বাবুর করোনা।

তিনি বলেন, বাবুর বাবা করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আনা হয়। আমাদের একসঙ্গে নিয়ে আসা হয়। পাশাপাশি রুমে থাকছি আমরা। বাইর থেকে আমাদের রুমের দরজা লাগানো। বদ্ধঘরে সারাক্ষণ কাঁদে বাবু। কোনোভাবেই কান্না থামে না তার। করোনা জেনেও মাঝে মধ্যে কোলে নিই। তবুও কান্না থামে না। পাশের রুমে তার বাবা। সেখানেও নেয়া যাচ্ছে না। এভাবে পাঁচদিন ধরে বাবুরে নিয়ে বসে আছি। ফেলেও যেতে পারছি না, ও তো আমার বুকের ধন। কোথায় ফেলব।

কীভাবে করোনায় আক্রান্ত হলেন শিশুটির বাবা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুর বাবা ঢাকার কদমতলীর ফলের দোকানের কর্মচারী। ঢাকা থেকে করোনায় আক্রান্ত হন। সেখান থেকে রাজৈরে নিজ গ্রামে আসেন। এলাকার লোকজনের বাধার কারণে অন্যের বাড়িতে অবস্থান নেয়। পরে একদিন গোপনে বাড়ি আসে। কারণ ঢাকায় থাকা অবস্থায় তার সম্পর্কে এলাকায় খবর আসে করোনায় আক্রান্ত। পরে পরীক্ষা করালে তার করোনা ধরা পড়ে। এরই মধ্যে শিশুটির শরীরে উপসর্গ দেখা দেয়। ৯ এপ্রিল হাসপাতালে পরীক্ষা করতে নিয়ে আসি। পরীক্ষায় ধরা পড়ে শিশুরও করোনা। ১১ এপ্রিল হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয় আমাদের।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আগে শিশুটির বাবার করোনা পজেটিভ আসে। ১২ এপ্রিল শিশু ও তার মায়ের নমুনা পরীক্ষা করা হয়। এতে মায়ের করোনা নেগেটিভ এলেও শিশুটির পজেটিভ আসে। বর্তমানে তারা সবাই রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে আক্রান্ত শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। করোনা আক্রান্তদের পৃথক ওয়ার্ডে রাখার কথা বলা হলেও শিশুটিকে রাখা যাচ্ছে না। ফলে শিশুটির পাশে তার মা রয়েছেন। এতে করোনার ঝুঁকি রয়েছে শিশুটির মায়ের।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিঠুন বিশ্বাস বলেন, রাজৈরের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও তিন বছরের শিশুর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শিশুটির রিপোর্ট পজেটিভ আসে। তার মায়ের নেগেটিভ এসেছে।

তিনি বলেন, আক্রান্ত শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছি আমরা। করোনা আক্রান্তদের পৃথক ওয়ার্ডে রাখার কথা থাকলেও শিশুটিকে রাখা যাচ্ছে না। শিশুটির পাশে তার মা রয়েছেন।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

তিন বছরের সন্তান করোনায় আক্রান্ত জেনেও কোলে নিলেন মা

আপডেট টাইম : ০১:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

ডেস্কঃ ‘একসঙ্গে থাকলাম। আমার কিছুই হলো না। কিন্তু বাবুটার কীভাবে কি হলো কিছুই বুঝতে পারলাম না। কোনোভাবেই কান্না থামে না তার। বাবুর কষ্ট আর সহ্য করতে পারছি না আমি। তার কান্না দেখে আমিও কাঁদছি। ওদিকে তার বাবার অবস্থাও ভালো না। কি করব কিছুই বুঝতে পারছি না।’

কেঁদে কেঁদে এভাবেই কথাগুলো বললেন মাদারীপুরের রাজৈর উপজেলায় করোনায় আক্রান্ত তিন বছরের এক শিশুর মা। উপজেলার বাজিতপুর এলাকায় করোনায় আক্রান্ত বাবার তিন বছরের শিশুরও করোনা পজেটিভ এসেছে।
এর আগে আক্রান্ত বাবাকে শনিবার রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার স্ত্রী ও তিন বছরের শিশুর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরে আইইডিসিআর থেকে জানানো হয়, তিন বছরের শিশুর করোনা পজেটিভ। তার মায়ের করোনা নেগেটিভ।

বর্তমানে তারা সবাই রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে আক্রান্ত শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। করোনা আক্রান্তদের পৃথক ওয়ার্ডে রাখার কথা বলা হলেও শিশুটিকে রাখা যাচ্ছে না। ফলে শিশুটির পাশে তার মা রয়েছেন। এতে করোনার ঝুঁকি রয়েছে শিশুটির মায়ের।

জানতে চাইলে শিশুটির মা বলেন, জন্মের পর থেকে বাবুর ঠান্ডাজনিত অনেক সমস্যা। দুই মাস আগে বাবুরে নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ছিলাম। একটু ঠান্ডা লাগলেই নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায়। এর মধ্যে ডাক্তার বললেন বাবুর করোনা।

তিনি বলেন, বাবুর বাবা করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আনা হয়। আমাদের একসঙ্গে নিয়ে আসা হয়। পাশাপাশি রুমে থাকছি আমরা। বাইর থেকে আমাদের রুমের দরজা লাগানো। বদ্ধঘরে সারাক্ষণ কাঁদে বাবু। কোনোভাবেই কান্না থামে না তার। করোনা জেনেও মাঝে মধ্যে কোলে নিই। তবুও কান্না থামে না। পাশের রুমে তার বাবা। সেখানেও নেয়া যাচ্ছে না। এভাবে পাঁচদিন ধরে বাবুরে নিয়ে বসে আছি। ফেলেও যেতে পারছি না, ও তো আমার বুকের ধন। কোথায় ফেলব।

কীভাবে করোনায় আক্রান্ত হলেন শিশুটির বাবা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুর বাবা ঢাকার কদমতলীর ফলের দোকানের কর্মচারী। ঢাকা থেকে করোনায় আক্রান্ত হন। সেখান থেকে রাজৈরে নিজ গ্রামে আসেন। এলাকার লোকজনের বাধার কারণে অন্যের বাড়িতে অবস্থান নেয়। পরে একদিন গোপনে বাড়ি আসে। কারণ ঢাকায় থাকা অবস্থায় তার সম্পর্কে এলাকায় খবর আসে করোনায় আক্রান্ত। পরে পরীক্ষা করালে তার করোনা ধরা পড়ে। এরই মধ্যে শিশুটির শরীরে উপসর্গ দেখা দেয়। ৯ এপ্রিল হাসপাতালে পরীক্ষা করতে নিয়ে আসি। পরীক্ষায় ধরা পড়ে শিশুরও করোনা। ১১ এপ্রিল হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয় আমাদের।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আগে শিশুটির বাবার করোনা পজেটিভ আসে। ১২ এপ্রিল শিশু ও তার মায়ের নমুনা পরীক্ষা করা হয়। এতে মায়ের করোনা নেগেটিভ এলেও শিশুটির পজেটিভ আসে। বর্তমানে তারা সবাই রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে আক্রান্ত শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। করোনা আক্রান্তদের পৃথক ওয়ার্ডে রাখার কথা বলা হলেও শিশুটিকে রাখা যাচ্ছে না। ফলে শিশুটির পাশে তার মা রয়েছেন। এতে করোনার ঝুঁকি রয়েছে শিশুটির মায়ের।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিঠুন বিশ্বাস বলেন, রাজৈরের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও তিন বছরের শিশুর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শিশুটির রিপোর্ট পজেটিভ আসে। তার মায়ের নেগেটিভ এসেছে।

তিনি বলেন, আক্রান্ত শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছি আমরা। করোনা আক্রান্তদের পৃথক ওয়ার্ডে রাখার কথা থাকলেও শিশুটিকে রাখা যাচ্ছে না। শিশুটির পাশে তার মা রয়েছেন।