অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

ইউরোপ-আমেরিকার চেয়ে অবস্থা আমাদের ভালো: কাদের

ডেস্কঃ রাজনৈতিক বিভাজন কোভিড-১৯ মহামারী মোকাবিলার পথে ভয়াবহ বিপদ ডেকে আনবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এ সময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর রূপ মোকবিলা করা যাবে না।

“রাজনৈতিক বিভাজন ভয়াবহ বিপদ ডেকে আনবে, জেনেশুনে আমরা যেন এই মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই।”

২১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। ইউরোপ-আমেরিকার তুলনায় আমরা এখনো ভালো অবস্থানে রয়েছি।

“ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এই কালো মেঘ অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ। মনে রাখতে হবে এই লড়াই আমাদের সবার বাঁচার লড়াই। এই লড়াইয়ে নিজে বাঁচতে হবে অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।”

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে সচেতনতা তৈরি ও ইউনিয়ন পর্যায়ে ত্রান কমিটি গঠন করতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের তিনি আহ্বান জানান।

ত্রাণ বিতরণে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না জানিয়ে কাদের বলেন, “এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবেই বলে দিয়েছেন। দলীয় পরিচয়েও কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেওয়া হবে না।”

করোনাভাইরাস মোকাবিলায় যারা সামনের সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন সেই সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি বলেন, “তবে এটা খুবই দুঃখজনক যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপির মহাসচিব) ডা. মঈনের মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমালোচনা করেছেন।

“আমি তাকে সবিনয়ে জিজ্ঞেসা করতে চাই, আজ সারা পৃথিবী করোনায় আক্রান্ত। এখানে ধনি-গরিব, চিকিৎসক-রাজনীতিবিদ, সমাজসেবী কেউ রেহাই পাচ্ছে না, করোনার সংক্রমণ থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। দেশে দেশে এরই মধ্যে বহু চিকিৎসক প্রাণ দিচ্ছেন। সেহেতু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করা মোটেই সমীচিন নয় বলে আমি মনে করি।”

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবসের কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার শপথ গ্রহণ করে। এ দিনই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়।

“আজকের সারা বিশ্ব মহাদুর্যোগ করোনাভাইরাসের কারণে দিনটি পালনের আনুষ্ঠানিকতা পালন করতে না পারলেও চেতনা ও বিশ্বাসে এই ঐতিহাসিক দিনটির তাৎপর্য চিরভাস্বর হয়ে থাকবে।”

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

ইউরোপ-আমেরিকার চেয়ে অবস্থা আমাদের ভালো: কাদের

আপডেট টাইম : ০১:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

ডেস্কঃ রাজনৈতিক বিভাজন কোভিড-১৯ মহামারী মোকাবিলার পথে ভয়াবহ বিপদ ডেকে আনবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এ সময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর রূপ মোকবিলা করা যাবে না।

“রাজনৈতিক বিভাজন ভয়াবহ বিপদ ডেকে আনবে, জেনেশুনে আমরা যেন এই মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই।”

২১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। ইউরোপ-আমেরিকার তুলনায় আমরা এখনো ভালো অবস্থানে রয়েছি।

“ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এই কালো মেঘ অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ। মনে রাখতে হবে এই লড়াই আমাদের সবার বাঁচার লড়াই। এই লড়াইয়ে নিজে বাঁচতে হবে অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।”

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে সচেতনতা তৈরি ও ইউনিয়ন পর্যায়ে ত্রান কমিটি গঠন করতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের তিনি আহ্বান জানান।

ত্রাণ বিতরণে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না জানিয়ে কাদের বলেন, “এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবেই বলে দিয়েছেন। দলীয় পরিচয়েও কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেওয়া হবে না।”

করোনাভাইরাস মোকাবিলায় যারা সামনের সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন সেই সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি বলেন, “তবে এটা খুবই দুঃখজনক যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপির মহাসচিব) ডা. মঈনের মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমালোচনা করেছেন।

“আমি তাকে সবিনয়ে জিজ্ঞেসা করতে চাই, আজ সারা পৃথিবী করোনায় আক্রান্ত। এখানে ধনি-গরিব, চিকিৎসক-রাজনীতিবিদ, সমাজসেবী কেউ রেহাই পাচ্ছে না, করোনার সংক্রমণ থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। দেশে দেশে এরই মধ্যে বহু চিকিৎসক প্রাণ দিচ্ছেন। সেহেতু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করা মোটেই সমীচিন নয় বলে আমি মনে করি।”

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবসের কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার শপথ গ্রহণ করে। এ দিনই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়।

“আজকের সারা বিশ্ব মহাদুর্যোগ করোনাভাইরাসের কারণে দিনটি পালনের আনুষ্ঠানিকতা পালন করতে না পারলেও চেতনা ও বিশ্বাসে এই ঐতিহাসিক দিনটির তাৎপর্য চিরভাস্বর হয়ে থাকবে।”