পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

প্রেম বা বিয়ের প্রলোভনে অপহরণের ঘটনা বাড়ছে

বাংলার খবর২৪.কম : image_1_84পরিমল মণ্ডল গাজীপুরের বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। এখনও বিয়ে করেননি। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘হিন্দু পাত্র চাই’ শীর্ষক একটি বিজ্ঞাপন দেখেন। পরিমল ওই বিজ্ঞাপনে দেয়া ০১৯৫২৮৬০৩৪১ নম্বরে নিজের বিয়ের বিষয়ে কথা বলতে ফোন করেন। ধরেন সীমা নামে এক তরুণী। পাত্রীর বান্ধবী পরিচয় দিয়ে সীমা পরিমলকে সরাসরি সাক্ষাৎ করতে বলেন। কথামতো পরিমল চলে আসেন রাজধানীর ভাটারা এলাকায় যমুনা ফিউচার পার্কে। এসময় সীমা পাত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন নীলাঞ্জনা নামে আনুমানিক ২৮ বছর বয়সী সুন্দরী এক তরুণীর সঙ্গে। শুরু হয় পরিমল-নীলাঞ্জনার আলাপচারিতা। এক পর্যায়ে পরিমলকে তারা নিয়ে যায় ফিউচার পার্ক শপিংমলের নিরিবিলি একটি স্থানে। সেখানে গিয়েই স্বরূপে হাজির হন নীলাঞ্জনারা। আকস্মিকভাবে পরিমলের পেটে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে তার পকেট থেকে ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে একটি স্ট্যাম্পেও পরিমলের স্বাক্ষর নিয়ে রাখে। এরপর তারা পরিমলকে বাইরে এনে পেছন থেকে সটকে পড়ে।
‘বয়স্ক পাত্র চাই’ শিরোনামে পত্রিকায় বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন ময়মনসিংহের আশরাফ উদ্দিন। ফোনালাপের সূত্র ধরে ৯ আগস্ট দ্বিতীয় বিয়ে করার উদ্দেশে ৫৩ বছর বয়সী আশরাফ ঢাকায় আসেন। আগে থেকেই অপেক্ষমাণ দুই সুন্দরী মহিলা মহাখালী বাসস্ট্যান্ড থেকে আশরাফকে নিয়ে যায় পল্লবীতে। সেখানে নির্জন একটি বাসায় নিয়েই তার হাত-পা ও চোখ বেঁধে চলে শারীরিক নির্যাতন। চার-পাঁচ নারী ও দুই পুরুষ আশরাফকে জিম্মি করে রেখে তার গ্রামের বাড়িতে স্বজনদের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়। এ অবস্থায় স্বজনরা র‌্যাবের আশ্রয় নেয়। তদন্তের দুই দিনের মাথায় র‌্যাব-৪ আশরাফকে ১২ আগস্ট উদ্ধার করে। তবে আগেই অপহরণকারী চক্র পালিয়ে যায়।
আশিকুর রহমান (ছদ্মনাম) বেসরকারি একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। মাস ছয়েক আগে ‘ফেসবুকে’ পরিচয় হয় শাম্মী আক্তার নামে এক সুন্দরী তরুণীর সঙ্গে। প্রোফাইলে শাম্মীর আকর্ষণীয় ছবি ও অন্য সবকিছু জেনে আশিক যোগাযোগ বাড়ান। সাড়া দেন শাম্মীও। ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মাস দুয়েক পর শাম্মী ফেসবুকেই আশিককে প্রেমের প্রস্তাব দেন। আশিকও একবাক্যে রাজি। ফোন ও ফেসবুকে আলাপ চলতে থাকে। আশিক দেখা করতে চাইলে শাম্মী পারিবারিক নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। এক পর্যায়ে শাম্মী একদিন আশিককে তার বাসায় যেতে বলেন। আরও বলেন, বাসায় এদিন কেউ থাকছে না। আশিক বুঝে যান শাম্মীর ভাষা। কথামতো আশিক বনশ্রীর একটি ছয়তলা ভবনের ওপর তলার ফ্ল্যাটে যান। দরজায় কলিং বাজাতেই চলে আসেন অন্য এক শাম্মী। কিছু বুঝে ওঠার আগেই ফ্ল্যাটের দরজা বন্ধ হয়ে যায়। ‘শাম্মী কোথায়’ প্রশ্ন করতেই দরজা খুলে দেয়া ওই তরুণী বলে- ‘আমিই তো তোমার শাম্মী’। এ বলেই আশিককে জড়িয়ে ধরে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেন। তখনই কয়েকবার জ্বলে উঠে ক্যামেরার ফ্লাশ। এরপর ওই কক্ষে আসে এক তরুণী ও দুই যুবক। তারা আশিকের হাত-পা ও মুখ বাঁধে। তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। স্বজনরা মান-সম্মানের ভয়ে ১ লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।
এভাবেই নানা প্রলোভনে নতুন নতুন কৌশলে অপহরণ-মুক্তিপণ আদায় ও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে দুর্ধর্ষ একাধিক নারী চক্র। কখনও কখনও গায়ে পড়েই কারও সঙ্গে বিবাদ সৃষ্টি করছে, ‘কু’ প্রস্তাব দেয়ার মিথ্যা কথা বলেও পথেঘাটে জিম্মি করে টাকা আদায় করছে এ চক্রের সদস্যরা। চক্রগুলো উত্তরা, গুলশান, ধানমন্ডি ও বারিধারার মতো অভিজাত এলাকায় সক্রিয়। চন্দ্রিমা উদ্যান, শ্যামলীর শিশুমেলা, মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বিভিন্ন বাসস্ট্যান্ড, শাহবাগের শহীদ জিয়া শিশুপার্ক, রমনা পার্ক, গুলিস্তান, মতিঝিলসহ আরও কিছু স্থানে এ নারী অপরাধী সিন্ডিকেটের তৎপরতা রয়েছে।
কেবল চুরি কিংবা প্রতারণা নয়, এখন অপহরণ-ছিনতাইয়ের মতো দুর্ধর্ষ অপরাধে জড়িয়ে পড়েছে নারী। প্রেম-ভালোবাসা, বিয়ে কিংবা পরকীয়ার ফাঁদে ফেলে কৌশলে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে যাচ্ছে একশ্রেণীর সংঘবদ্ধ নারী। চাহিদামতো টাকা আদায় করতে কোনো কোনো ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ব্যবহারও করছে তারা। এ কর্মকাণ্ডে প্রথম পর্যায়েই ভূমিকা রাখছে চক্রের বেশকিছু সুন্দরী শিক্ষিতা তরুণী। তারা টার্গেট হিসেবে বেছে নিচ্ছে ‘ভদ্র-শিক্ষিত’ শ্রেণীর বিত্তশালীদের। অনেক সময় নারী চক্রের সদস্যরা টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে কৌশলে আপত্তিকর ছবি-ভিডিও দৃশ্য ধারণ করছে। ইন্টারনেটে সেই ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে তারা। এছাড়া সরাসরি অস্ত্রের মুখে টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। এ চক্রে কিছু পুরুষ থাকলেও মূলত কর্মকান্ড নিয়ন্ত্রণ করছে নারীরা। তথ্যানুসন্ধানে এমনই চাঞ্চল্যকর কিছু ঘটনা বেরিয়ে এসেছে। এক্ষেত্রে প্রায় অভিন্ন তথ্য জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। তাদের মতে, চক্রগুলো রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ আরও কিছু অঞ্চলে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকার অন্তত অর্ধশত পয়েন্টে তাদের তৎপরতার খবর রয়েছে পুলিশ ও র‌্যাবের কাছে।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, প্রেম বা বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে নারী চক্রের অপহরণের ঘটনাগুলো অনেক বেড়েছে। প্রেম-বিয়ে কিংবা পরকীয়ার ফাঁদে ফেলে একশ্রেণীর মহিলা অপরাধী চক্র নানা রকম তৎপরতা চালাচ্ছে। সম্প্রতি র‌্যাবের কাছে এ ধরনের অভিযোগ অনেক আসছে। এসব বিষয়ে র‌্যাবের গোয়েন্দারা নজরদারির পাশাপাশি যেসব অভিযোগ আসছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

প্রেম বা বিয়ের প্রলোভনে অপহরণের ঘটনা বাড়ছে

আপডেট টাইম : ০৭:০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম : image_1_84পরিমল মণ্ডল গাজীপুরের বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। এখনও বিয়ে করেননি। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘হিন্দু পাত্র চাই’ শীর্ষক একটি বিজ্ঞাপন দেখেন। পরিমল ওই বিজ্ঞাপনে দেয়া ০১৯৫২৮৬০৩৪১ নম্বরে নিজের বিয়ের বিষয়ে কথা বলতে ফোন করেন। ধরেন সীমা নামে এক তরুণী। পাত্রীর বান্ধবী পরিচয় দিয়ে সীমা পরিমলকে সরাসরি সাক্ষাৎ করতে বলেন। কথামতো পরিমল চলে আসেন রাজধানীর ভাটারা এলাকায় যমুনা ফিউচার পার্কে। এসময় সীমা পাত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন নীলাঞ্জনা নামে আনুমানিক ২৮ বছর বয়সী সুন্দরী এক তরুণীর সঙ্গে। শুরু হয় পরিমল-নীলাঞ্জনার আলাপচারিতা। এক পর্যায়ে পরিমলকে তারা নিয়ে যায় ফিউচার পার্ক শপিংমলের নিরিবিলি একটি স্থানে। সেখানে গিয়েই স্বরূপে হাজির হন নীলাঞ্জনারা। আকস্মিকভাবে পরিমলের পেটে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে তার পকেট থেকে ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে একটি স্ট্যাম্পেও পরিমলের স্বাক্ষর নিয়ে রাখে। এরপর তারা পরিমলকে বাইরে এনে পেছন থেকে সটকে পড়ে।
‘বয়স্ক পাত্র চাই’ শিরোনামে পত্রিকায় বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন ময়মনসিংহের আশরাফ উদ্দিন। ফোনালাপের সূত্র ধরে ৯ আগস্ট দ্বিতীয় বিয়ে করার উদ্দেশে ৫৩ বছর বয়সী আশরাফ ঢাকায় আসেন। আগে থেকেই অপেক্ষমাণ দুই সুন্দরী মহিলা মহাখালী বাসস্ট্যান্ড থেকে আশরাফকে নিয়ে যায় পল্লবীতে। সেখানে নির্জন একটি বাসায় নিয়েই তার হাত-পা ও চোখ বেঁধে চলে শারীরিক নির্যাতন। চার-পাঁচ নারী ও দুই পুরুষ আশরাফকে জিম্মি করে রেখে তার গ্রামের বাড়িতে স্বজনদের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়। এ অবস্থায় স্বজনরা র‌্যাবের আশ্রয় নেয়। তদন্তের দুই দিনের মাথায় র‌্যাব-৪ আশরাফকে ১২ আগস্ট উদ্ধার করে। তবে আগেই অপহরণকারী চক্র পালিয়ে যায়।
আশিকুর রহমান (ছদ্মনাম) বেসরকারি একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। মাস ছয়েক আগে ‘ফেসবুকে’ পরিচয় হয় শাম্মী আক্তার নামে এক সুন্দরী তরুণীর সঙ্গে। প্রোফাইলে শাম্মীর আকর্ষণীয় ছবি ও অন্য সবকিছু জেনে আশিক যোগাযোগ বাড়ান। সাড়া দেন শাম্মীও। ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মাস দুয়েক পর শাম্মী ফেসবুকেই আশিককে প্রেমের প্রস্তাব দেন। আশিকও একবাক্যে রাজি। ফোন ও ফেসবুকে আলাপ চলতে থাকে। আশিক দেখা করতে চাইলে শাম্মী পারিবারিক নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। এক পর্যায়ে শাম্মী একদিন আশিককে তার বাসায় যেতে বলেন। আরও বলেন, বাসায় এদিন কেউ থাকছে না। আশিক বুঝে যান শাম্মীর ভাষা। কথামতো আশিক বনশ্রীর একটি ছয়তলা ভবনের ওপর তলার ফ্ল্যাটে যান। দরজায় কলিং বাজাতেই চলে আসেন অন্য এক শাম্মী। কিছু বুঝে ওঠার আগেই ফ্ল্যাটের দরজা বন্ধ হয়ে যায়। ‘শাম্মী কোথায়’ প্রশ্ন করতেই দরজা খুলে দেয়া ওই তরুণী বলে- ‘আমিই তো তোমার শাম্মী’। এ বলেই আশিককে জড়িয়ে ধরে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেন। তখনই কয়েকবার জ্বলে উঠে ক্যামেরার ফ্লাশ। এরপর ওই কক্ষে আসে এক তরুণী ও দুই যুবক। তারা আশিকের হাত-পা ও মুখ বাঁধে। তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। স্বজনরা মান-সম্মানের ভয়ে ১ লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।
এভাবেই নানা প্রলোভনে নতুন নতুন কৌশলে অপহরণ-মুক্তিপণ আদায় ও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে দুর্ধর্ষ একাধিক নারী চক্র। কখনও কখনও গায়ে পড়েই কারও সঙ্গে বিবাদ সৃষ্টি করছে, ‘কু’ প্রস্তাব দেয়ার মিথ্যা কথা বলেও পথেঘাটে জিম্মি করে টাকা আদায় করছে এ চক্রের সদস্যরা। চক্রগুলো উত্তরা, গুলশান, ধানমন্ডি ও বারিধারার মতো অভিজাত এলাকায় সক্রিয়। চন্দ্রিমা উদ্যান, শ্যামলীর শিশুমেলা, মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বিভিন্ন বাসস্ট্যান্ড, শাহবাগের শহীদ জিয়া শিশুপার্ক, রমনা পার্ক, গুলিস্তান, মতিঝিলসহ আরও কিছু স্থানে এ নারী অপরাধী সিন্ডিকেটের তৎপরতা রয়েছে।
কেবল চুরি কিংবা প্রতারণা নয়, এখন অপহরণ-ছিনতাইয়ের মতো দুর্ধর্ষ অপরাধে জড়িয়ে পড়েছে নারী। প্রেম-ভালোবাসা, বিয়ে কিংবা পরকীয়ার ফাঁদে ফেলে কৌশলে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে যাচ্ছে একশ্রেণীর সংঘবদ্ধ নারী। চাহিদামতো টাকা আদায় করতে কোনো কোনো ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ব্যবহারও করছে তারা। এ কর্মকাণ্ডে প্রথম পর্যায়েই ভূমিকা রাখছে চক্রের বেশকিছু সুন্দরী শিক্ষিতা তরুণী। তারা টার্গেট হিসেবে বেছে নিচ্ছে ‘ভদ্র-শিক্ষিত’ শ্রেণীর বিত্তশালীদের। অনেক সময় নারী চক্রের সদস্যরা টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে কৌশলে আপত্তিকর ছবি-ভিডিও দৃশ্য ধারণ করছে। ইন্টারনেটে সেই ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে তারা। এছাড়া সরাসরি অস্ত্রের মুখে টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। এ চক্রে কিছু পুরুষ থাকলেও মূলত কর্মকান্ড নিয়ন্ত্রণ করছে নারীরা। তথ্যানুসন্ধানে এমনই চাঞ্চল্যকর কিছু ঘটনা বেরিয়ে এসেছে। এক্ষেত্রে প্রায় অভিন্ন তথ্য জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। তাদের মতে, চক্রগুলো রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ আরও কিছু অঞ্চলে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকার অন্তত অর্ধশত পয়েন্টে তাদের তৎপরতার খবর রয়েছে পুলিশ ও র‌্যাবের কাছে।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, প্রেম বা বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে নারী চক্রের অপহরণের ঘটনাগুলো অনেক বেড়েছে। প্রেম-বিয়ে কিংবা পরকীয়ার ফাঁদে ফেলে একশ্রেণীর মহিলা অপরাধী চক্র নানা রকম তৎপরতা চালাচ্ছে। সম্প্রতি র‌্যাবের কাছে এ ধরনের অভিযোগ অনেক আসছে। এসব বিষয়ে র‌্যাবের গোয়েন্দারা নজরদারির পাশাপাশি যেসব অভিযোগ আসছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।