অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

লকডাউন: তিনদিনে ২০০ মাইল হেঁটে বাড়ির কাছে গিয়ে মৃত্যু

ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে ভারতজুড়ে লকডাউন চলছে। লকডাউনে কাজ না থাকায় ১২ বছর বয়সী এক কিশোরী অন্য সঙ্গীদের সাথে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। ২০০ মাইলের বেশি পথ পায়ে হেঁটে বাড়ির কাছাকাছি এসে পৌঁছায়ও। কিন্তু বাড়ি থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার।
জামলো মাদকাম নামের ওই কিশোরী দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের পিরুর নামক গ্রামে মরিচ ক্ষেতে কাজ করতো। গত ১৫ এপ্রিল বোন জামাই ও আরও ১১ জনসহ সেখান থেকে মধ্য ভারতের রাজ্য ছত্তিশগড়ের উদ্দেশে রওয়ানা দেয় মাদকাম। লকডাউনের কারণে কাজ আর যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়।
ভারতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ২১ দিনের লকডাউন ঘোষণা করে মোদি সরকার। তা শেষ হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এরপর কবে লকডাউন প্রত্যাহার হবে তা নিয়ে সংশয়ে পড়েই জামলো মাদকাম বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়।

মাদকামের নিজ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. বি আর পূজারি বলেন, ‌‘তেলেঙ্গানা থেকে রওয়ানা দেওয়ার তিনদিনের মাথায় তারা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই জামলো মাদকাম মারা যায়। মাদকামের সঙ্গী বাকি ১১ পরিযায়ী শ্রমিককে সরকারি তত্ত্বাবধানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

ডা. পূজারি বলেন, ‘পুলিশি বাঁধা ও তল্লাশি এড়াতে তারা গত তিনদিন ধরেই পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে বাড়ির পথে আসছিল। পেটের সমস্যা ও বমি করার কারণে যেদিন মৃত্যু হয় সেদিন সকালে কিছুই খায়নি বলে আমরা তার সঙ্গীদের কাছ থেকে জানতে পেরেছি। দেহে পানি স্বল্পতা ও অতিরিক্ত ক্লান্তিতে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।
মাদকামের নমুনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের কোনো উপস্থিতি শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ডা. পূজারি। এছাড়া তার বাকি ১১ জন সঙ্গীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফল এখনো আসেনি।
প্রসঙ্গত, ভারতে লকডাউন ঘোষণার পরপরই এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া মানুষের পায়ে হেঁটে বাড়ি ফেরার ঢল নামে। কেননা লাখ লাখ এসব পরিযায়ী শ্রমিক তাদের কাজ হারিয়েছেন। সরকার আচমকা লকডাউন ঘোষণা করায় এছাড়া বাড়ি ফেরার কোনো উপায় ছিল না তাদের কাছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

লকডাউন: তিনদিনে ২০০ মাইল হেঁটে বাড়ির কাছে গিয়ে মৃত্যু

আপডেট টাইম : ১১:০০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে ভারতজুড়ে লকডাউন চলছে। লকডাউনে কাজ না থাকায় ১২ বছর বয়সী এক কিশোরী অন্য সঙ্গীদের সাথে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। ২০০ মাইলের বেশি পথ পায়ে হেঁটে বাড়ির কাছাকাছি এসে পৌঁছায়ও। কিন্তু বাড়ি থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার।
জামলো মাদকাম নামের ওই কিশোরী দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের পিরুর নামক গ্রামে মরিচ ক্ষেতে কাজ করতো। গত ১৫ এপ্রিল বোন জামাই ও আরও ১১ জনসহ সেখান থেকে মধ্য ভারতের রাজ্য ছত্তিশগড়ের উদ্দেশে রওয়ানা দেয় মাদকাম। লকডাউনের কারণে কাজ আর যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়।
ভারতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ২১ দিনের লকডাউন ঘোষণা করে মোদি সরকার। তা শেষ হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এরপর কবে লকডাউন প্রত্যাহার হবে তা নিয়ে সংশয়ে পড়েই জামলো মাদকাম বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়।

মাদকামের নিজ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. বি আর পূজারি বলেন, ‌‘তেলেঙ্গানা থেকে রওয়ানা দেওয়ার তিনদিনের মাথায় তারা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই জামলো মাদকাম মারা যায়। মাদকামের সঙ্গী বাকি ১১ পরিযায়ী শ্রমিককে সরকারি তত্ত্বাবধানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

ডা. পূজারি বলেন, ‘পুলিশি বাঁধা ও তল্লাশি এড়াতে তারা গত তিনদিন ধরেই পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে বাড়ির পথে আসছিল। পেটের সমস্যা ও বমি করার কারণে যেদিন মৃত্যু হয় সেদিন সকালে কিছুই খায়নি বলে আমরা তার সঙ্গীদের কাছ থেকে জানতে পেরেছি। দেহে পানি স্বল্পতা ও অতিরিক্ত ক্লান্তিতে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।
মাদকামের নমুনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের কোনো উপস্থিতি শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ডা. পূজারি। এছাড়া তার বাকি ১১ জন সঙ্গীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফল এখনো আসেনি।
প্রসঙ্গত, ভারতে লকডাউন ঘোষণার পরপরই এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া মানুষের পায়ে হেঁটে বাড়ি ফেরার ঢল নামে। কেননা লাখ লাখ এসব পরিযায়ী শ্রমিক তাদের কাজ হারিয়েছেন। সরকার আচমকা লকডাউন ঘোষণা করায় এছাড়া বাড়ি ফেরার কোনো উপায় ছিল না তাদের কাছে।