অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

‘লাব্বাইক’ ধ্বনিতে মুসলিম উম্মার মহামিলন আজ

বাংলার খবর২৪.কম mokka_141515884_53594: ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্ন’নি’মাতা লাকা ওয়ালমুল্ক্’। অর্থাৎ—‘আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, তোমার কোনো অংশীদার নাই, সকল প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সকল রাজত্বও তোমার।’ এই মধুর ধ্বনিতে আজ পালতি হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বৃহত্তম মহামিলন পবিত্র হ্জ্ব। পবিত্র জুম্মাবারে প্রায় ২০ লাখ হাজীর তালবিয়া পাঠে মুখরিত হয়ে যাবে আরাফাত ময়দান।

আরাফাত ময়দানে হাজীদের উদ্দেশ্যে খুতবা পাঠ করবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেইখ। বাংলাদশেসহ পৃথিবীর বিভিন্ন দেশে আরাফাত ময়দানের হজ্বে অবস্থান, খুতবা এবং নামাজের দৃশ্য একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

আজ কাবা শরীফের গায়ে পরানো হবে নতুন গিলাফ। প্রতিবছর (৯ জিলহজ্ব) হজ্বের কার্যক্রম শুরু হয়। এই সে আরাফাত ময়দান যেখানে বিশ্বের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমত নামক স্থানে দাঁড়িয়ে বিদায় হজ্বের ভাষণ দিয়েছেন। যা মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ব ও শান্তি স্থাপনে আজো উজ্জলতম দৃষ্টান্ত হয়ে আছে। এখান থেকেই ইসলামের সুমহান ঝাণ্ডা ছড়িয়ে পড়েছে বিশ্বময়।

ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম হজ্ব। এই ধর্মীয় অনুষ্ঠানকে বিশ্ববাসীর ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে মনে করা হয়। বিশেষ করে মুসলিম উম্মাহকে শক্তিশালী করতে হজ্বের ভূমিকা অপরিসীম।

হজরত আবদুর রহমান বনি ইয়ামার আদ-দায়লি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাত ময়দানেই তো হজ্বের মূল আনুষ্ঠানিকতা। ইমাম শাওকানী (রহ.) এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আরাফাতে অবস্থানের জন্য নির্দিষ্ট দিন এই ময়দানে উপস্থিত থাকার সৌভাগ্য লাভ করতে পারবে তার হজ্ব হয়ে যাবে। ইমাম তিরমিযী (রহ.) এ প্রসঙ্গে বলেছেন, আরাফাত ময়দানে যে অবস্থান করতে পারল না, সে দুর্ভাগা। তার হজ্ব ব‍াতিল হিসেবে গণ্য হবে।

সবার অন্তরে ও মুখে উচ্চারিত হবে মহান আল্লাহর একত্ববাদ ও মহত্বের বানী। দু’দিনের মোহময় পৃথিবীর কথা ভুলে গিয়ে অনন্তকালের চিন্তায় মগ্ন হবেন সাদা পোষাকধারী আলোর পথের যাত্রীরা। মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ব্যাকুল হয়ে পড়বেন তারা। জীবনের পাপ-কালিমা মুছে পরিপূর্ণ নিষ্পাপ হতে তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যার দোয়া কবুল হবে তিনি হবেন বড়োই ভাগ্যবান।

নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ্ব করেছে, তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি। সে হয়ে যাবে একেবারে নিষ্পাপ, যেদিন তার মাতা তাকে প্রসব করেছিল। (বুখারী ১৪৪৯)।

পবিত্র মক্কা নগরী থেকে ১৫ কিলোমিটার দূরে দুই মাইল করে দৈর্ঘ্য ও প্রশস্ত বিশিষ্ট এক বিশাল সমতল মাঠ আরাফাতের ময়দান। শুক্রবার ৯জিলহজ্জ (সৌদি আরব সময়) ফজরের নামাজ মিনায় আদায় করার পর আরাফাত ময়দানে অবস্থান করবেন হাজীরা। এখানে থাকবেন সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্তরে পর যাবেন মুযদালিফায়। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন তারা। পুরো রাত সেখানেই অবস্থান করতে হবে।
শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন এখান থেকেই। মুযদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজীরা যাবেন মিনায়। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ন্যাড়া করে গোসল করবেন। সেলাইবিহীন দ’টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মদিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ সাতবার তাওয়াফ করবেন তারা। কাবার সামনে দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সায়ী’ (সাতবার দৌঁড়ানো) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, ততদিন বড়, মধ্যম, ছোট মোট ২১টি পাথর শয়তানকে মারবেন। আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরে যাবেন মক্কা-মদীনার মেহমানরা।

হজ্ব উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার ব্যবস্থা করেছে সৌদি সরকারসহ মুসলিম বিশ্বের নানা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

সকল ধরনের ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হতে বিশ্বের প্রায় ১৭২টি দেশের ২৫-৩০ লাখ ধর্ম প্রাণ মুসলমান প্রতিবছর হজ্ব পালনের লক্ষ্যে সৌদি গমন করেন। এ বছর বাংলাদশে থেকে পবিত্র হজ্বে গেছেন ৯৮ হাজাররে বেশি হাজী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫১০জন এবং বাকীরা গিয়েছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

এদিকে,পবিত্র হজ্ব পালন করতে এসে এ পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

‘লাব্বাইক’ ধ্বনিতে মুসলিম উম্মার মহামিলন আজ

আপডেট টাইম : ০৪:৫৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম mokka_141515884_53594: ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্ন’নি’মাতা লাকা ওয়ালমুল্ক্’। অর্থাৎ—‘আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, তোমার কোনো অংশীদার নাই, সকল প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সকল রাজত্বও তোমার।’ এই মধুর ধ্বনিতে আজ পালতি হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বৃহত্তম মহামিলন পবিত্র হ্জ্ব। পবিত্র জুম্মাবারে প্রায় ২০ লাখ হাজীর তালবিয়া পাঠে মুখরিত হয়ে যাবে আরাফাত ময়দান।

আরাফাত ময়দানে হাজীদের উদ্দেশ্যে খুতবা পাঠ করবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেইখ। বাংলাদশেসহ পৃথিবীর বিভিন্ন দেশে আরাফাত ময়দানের হজ্বে অবস্থান, খুতবা এবং নামাজের দৃশ্য একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

আজ কাবা শরীফের গায়ে পরানো হবে নতুন গিলাফ। প্রতিবছর (৯ জিলহজ্ব) হজ্বের কার্যক্রম শুরু হয়। এই সে আরাফাত ময়দান যেখানে বিশ্বের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমত নামক স্থানে দাঁড়িয়ে বিদায় হজ্বের ভাষণ দিয়েছেন। যা মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ব ও শান্তি স্থাপনে আজো উজ্জলতম দৃষ্টান্ত হয়ে আছে। এখান থেকেই ইসলামের সুমহান ঝাণ্ডা ছড়িয়ে পড়েছে বিশ্বময়।

ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম হজ্ব। এই ধর্মীয় অনুষ্ঠানকে বিশ্ববাসীর ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে মনে করা হয়। বিশেষ করে মুসলিম উম্মাহকে শক্তিশালী করতে হজ্বের ভূমিকা অপরিসীম।

হজরত আবদুর রহমান বনি ইয়ামার আদ-দায়লি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাত ময়দানেই তো হজ্বের মূল আনুষ্ঠানিকতা। ইমাম শাওকানী (রহ.) এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আরাফাতে অবস্থানের জন্য নির্দিষ্ট দিন এই ময়দানে উপস্থিত থাকার সৌভাগ্য লাভ করতে পারবে তার হজ্ব হয়ে যাবে। ইমাম তিরমিযী (রহ.) এ প্রসঙ্গে বলেছেন, আরাফাত ময়দানে যে অবস্থান করতে পারল না, সে দুর্ভাগা। তার হজ্ব ব‍াতিল হিসেবে গণ্য হবে।

সবার অন্তরে ও মুখে উচ্চারিত হবে মহান আল্লাহর একত্ববাদ ও মহত্বের বানী। দু’দিনের মোহময় পৃথিবীর কথা ভুলে গিয়ে অনন্তকালের চিন্তায় মগ্ন হবেন সাদা পোষাকধারী আলোর পথের যাত্রীরা। মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ব্যাকুল হয়ে পড়বেন তারা। জীবনের পাপ-কালিমা মুছে পরিপূর্ণ নিষ্পাপ হতে তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যার দোয়া কবুল হবে তিনি হবেন বড়োই ভাগ্যবান।

নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ্ব করেছে, তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি। সে হয়ে যাবে একেবারে নিষ্পাপ, যেদিন তার মাতা তাকে প্রসব করেছিল। (বুখারী ১৪৪৯)।

পবিত্র মক্কা নগরী থেকে ১৫ কিলোমিটার দূরে দুই মাইল করে দৈর্ঘ্য ও প্রশস্ত বিশিষ্ট এক বিশাল সমতল মাঠ আরাফাতের ময়দান। শুক্রবার ৯জিলহজ্জ (সৌদি আরব সময়) ফজরের নামাজ মিনায় আদায় করার পর আরাফাত ময়দানে অবস্থান করবেন হাজীরা। এখানে থাকবেন সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্তরে পর যাবেন মুযদালিফায়। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন তারা। পুরো রাত সেখানেই অবস্থান করতে হবে।
শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন এখান থেকেই। মুযদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজীরা যাবেন মিনায়। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ন্যাড়া করে গোসল করবেন। সেলাইবিহীন দ’টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মদিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ সাতবার তাওয়াফ করবেন তারা। কাবার সামনে দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সায়ী’ (সাতবার দৌঁড়ানো) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, ততদিন বড়, মধ্যম, ছোট মোট ২১টি পাথর শয়তানকে মারবেন। আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরে যাবেন মক্কা-মদীনার মেহমানরা।

হজ্ব উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার ব্যবস্থা করেছে সৌদি সরকারসহ মুসলিম বিশ্বের নানা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

সকল ধরনের ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হতে বিশ্বের প্রায় ১৭২টি দেশের ২৫-৩০ লাখ ধর্ম প্রাণ মুসলমান প্রতিবছর হজ্ব পালনের লক্ষ্যে সৌদি গমন করেন। এ বছর বাংলাদশে থেকে পবিত্র হজ্বে গেছেন ৯৮ হাজাররে বেশি হাজী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫১০জন এবং বাকীরা গিয়েছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

এদিকে,পবিত্র হজ্ব পালন করতে এসে এ পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।