পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

পুরুষ হতে চান চেলসিয়া।

(কাশিফ দিপু) : clesiaশখের বসেই প্রায় ১৩ লাখ টাকা (১০ হাজার পাউন্ড) সার্জারিতে খরচ করে পুরুষ থেকে নারী হয়েছিলেন ম্যাথু। নাম পরিবর্তন করে চেলসিয়া অ্যাটনলি ধারণ করেন তিনি। কিন্তু নারীর জীবনের নানা বিড়ম্বনার কারনে সার্জারি করে ফের পুরুষ লিঙ্গে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত
করেছেন তিনি। নারী থেকে পুরুষ
লিঙ্গে ফিরে যেতে তাকে ফের
প্রায় ১৮ লাখ টাকা (১৪ হাজার
পাউন্ড) ব্যয় করতে হচ্ছে। চেলসিয়া যিনি জন্মগতভাবে একজন পুরুষ ছিলেন। তার নাম ছিল ম্যাথু। কিন্তু
নারী হওয়ার পর মেকআপ ও হিল
পড়তে পড়তে তিনি এ রকম বিরক্ত ও
ক্লান্ত। পোশাকে-
আশাকে নারী হলেও
বৈশিষ্ট্যগতভাবে তার মধ্যে নারীর
কোনো বিষয় লক্ষ্য করতে পারছেন
না তিনি।
তাই তিনি মনস্থির করেছেন, একজন
নারী চেয়ে পুরুষ হয়ে বেঁচে থাকাই
ভাল। এ ছাড়া নিজের
বেড়ে ওঠা ইংল্যান্ডের
ডার্বিশায়ারের চেস্টারফিল্ডও তার
পরিচয় নিদিষ্ট করতে পারছেন
না তিনি। এক রকম এ জন্য সংগ্রাম
করতে হচ্ছে তাকে।
বিখ্যাত মডেল
কেটি প্রাইজকে দেখে উদ্বুদ্ধ
হয়ে ছেলে থেকে মেয়ে হওয়ার
বাসনা তার মধ্যে প্রবল হয়ে ওঠে। এর
মাধ্যমে তিনি নিজেকে বিউটি কুইন
হিসেবে পরিণত করতে চেয়েছিলেন।
তাই চিকিৎসকদের কাছে ধন্না দেন
তিনি। অবশেষে ২০০৭ সালে সার্জারি করে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন। কিন্তু এর সাত বছর পর ফের পুরুষে ফিরে আসতে চাচ্ছেন তিনি।
দাতব্য প্রতিষ্ঠান থেকে সাহায্যপ্রাপ্ত চেলসিয়া একটি ম্যগাজিনকে জানান,
শুধু কৃত্রিম বেস্ট লাগালে আর
মেয়েদের পোশাক পড়লেই নারী হওয়া যায় না। এ জন্য আলাদা জিনগত কিছু উপাদান লাগে।
লন্ডনে বসবাসরত চেলসিয়া আরো জানান, আমার অভিষ্ট লক্ষ্য ছিল একজন নারী হওয়া কিন্তু কোনো ধরনের সার্জারিই আমাকে পুরোপুরি নারী করে তুলতে পারিনি। আমি এক রকম মিথ্যা নিয়ে বেঁচে আছি। আমি মেকআপ করি, হিল পরি কিন্তু এরপরও আমাকে যথার্থ নারী মনে হয় না। এ নিয়ে আমি দুশ্চিন্তাই থাকি, উদ্বিগ্নতা আমার নিত্যদিনের সঙ্গী। তাই এ থেকে আমি মুক্তি পেতে চাই। আমি জন্মগতভাবে পুরুষ ছিলাম আর সেটি নিয়েই বাঁচতে চাই।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

পুরুষ হতে চান চেলসিয়া।

আপডেট টাইম : ০৮:৩০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪

(কাশিফ দিপু) : clesiaশখের বসেই প্রায় ১৩ লাখ টাকা (১০ হাজার পাউন্ড) সার্জারিতে খরচ করে পুরুষ থেকে নারী হয়েছিলেন ম্যাথু। নাম পরিবর্তন করে চেলসিয়া অ্যাটনলি ধারণ করেন তিনি। কিন্তু নারীর জীবনের নানা বিড়ম্বনার কারনে সার্জারি করে ফের পুরুষ লিঙ্গে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত
করেছেন তিনি। নারী থেকে পুরুষ
লিঙ্গে ফিরে যেতে তাকে ফের
প্রায় ১৮ লাখ টাকা (১৪ হাজার
পাউন্ড) ব্যয় করতে হচ্ছে। চেলসিয়া যিনি জন্মগতভাবে একজন পুরুষ ছিলেন। তার নাম ছিল ম্যাথু। কিন্তু
নারী হওয়ার পর মেকআপ ও হিল
পড়তে পড়তে তিনি এ রকম বিরক্ত ও
ক্লান্ত। পোশাকে-
আশাকে নারী হলেও
বৈশিষ্ট্যগতভাবে তার মধ্যে নারীর
কোনো বিষয় লক্ষ্য করতে পারছেন
না তিনি।
তাই তিনি মনস্থির করেছেন, একজন
নারী চেয়ে পুরুষ হয়ে বেঁচে থাকাই
ভাল। এ ছাড়া নিজের
বেড়ে ওঠা ইংল্যান্ডের
ডার্বিশায়ারের চেস্টারফিল্ডও তার
পরিচয় নিদিষ্ট করতে পারছেন
না তিনি। এক রকম এ জন্য সংগ্রাম
করতে হচ্ছে তাকে।
বিখ্যাত মডেল
কেটি প্রাইজকে দেখে উদ্বুদ্ধ
হয়ে ছেলে থেকে মেয়ে হওয়ার
বাসনা তার মধ্যে প্রবল হয়ে ওঠে। এর
মাধ্যমে তিনি নিজেকে বিউটি কুইন
হিসেবে পরিণত করতে চেয়েছিলেন।
তাই চিকিৎসকদের কাছে ধন্না দেন
তিনি। অবশেষে ২০০৭ সালে সার্জারি করে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন। কিন্তু এর সাত বছর পর ফের পুরুষে ফিরে আসতে চাচ্ছেন তিনি।
দাতব্য প্রতিষ্ঠান থেকে সাহায্যপ্রাপ্ত চেলসিয়া একটি ম্যগাজিনকে জানান,
শুধু কৃত্রিম বেস্ট লাগালে আর
মেয়েদের পোশাক পড়লেই নারী হওয়া যায় না। এ জন্য আলাদা জিনগত কিছু উপাদান লাগে।
লন্ডনে বসবাসরত চেলসিয়া আরো জানান, আমার অভিষ্ট লক্ষ্য ছিল একজন নারী হওয়া কিন্তু কোনো ধরনের সার্জারিই আমাকে পুরোপুরি নারী করে তুলতে পারিনি। আমি এক রকম মিথ্যা নিয়ে বেঁচে আছি। আমি মেকআপ করি, হিল পরি কিন্তু এরপরও আমাকে যথার্থ নারী মনে হয় না। এ নিয়ে আমি দুশ্চিন্তাই থাকি, উদ্বিগ্নতা আমার নিত্যদিনের সঙ্গী। তাই এ থেকে আমি মুক্তি পেতে চাই। আমি জন্মগতভাবে পুরুষ ছিলাম আর সেটি নিয়েই বাঁচতে চাই।