পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

সন্তান জন্ম দিয়েই পালিয়ে গেলেন মা!

ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্তান জন্ম দিয়েই এক প্রসূতি ও তার মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে গতকাল শনিবার সন্ধ্যায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানান রাশিয়া বেগম (৫০) নামে এক নারী। পরে বিষয়টি সামনে আসে। শিশুটি বর্তমানে তার কাছে রক্ষিত আছে।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকেলে সাদিয়া বেগম (১৬) এক কিশোরীকে তার মা হাসপাতাল নিয়ে আসেন। ২-৩ দিন ধরে মেয়ের পায়খানা না হওয়ায় পেট ফুলে আছে বলে তিনি জানান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে ভর্তি নেন। কিছুক্ষণ পর হাসপাতালের এক নার্স দেখতে পান সাদিয়া সন্তান প্রসব করতে যাচ্ছেন। এ খবর শুনে তার মা জ্ঞান হারিয়ে ফেলেন।

জানা গেছে, সাদিয়া একটি কন্যা সন্তান প্রসব করেন। শিশুটিকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাতে কোনো এক সময় সন্তানকে হাসপাতালের সিঁড়িতে রেখে সাদিয়া ও তার মা পালিয়ে যান। রাশিয়া সিঁড়ি দিয়ে ওঠার সময় শিশুটিকে দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাদিয়াকে তার মা উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়ার পরিচয়ে ভর্তি করেন। কিন্তু তাদের দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ নিয়ে এমন কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কথা হলে রাশিয়া বেগম জানান, চারদিন আগে নিজের নাতিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তিনি। গতকাল এশার আজানের সময় তিনি শিশুটিকে সিঁড়ির উপর দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। বর্তমানে তিনি শিশুটিকে যত্ন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন আরা আশা জানান, গতকাল বিকেলে সাধার‌ণ ডেলিভারির মাধ্যমে সাদিয়া তার সন্তানের জন্ম দেন। শিশুটি ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছিল। কোনো এক সুযোগে তাকে হাসপাতালে রেখে তার মা ও নানি পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হয়।

ডা. শারমিন বলেন, ‘পুলিশ এখনো আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে লালন পালন করা হচ্ছে। শিশুটি সুস্থ রয়েছে।’

কলকলিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম জানান, বালিকান্দি গ্রামে খোঁজ করে ফারুক মিয়া নামে সাদিয়ার কোনো আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি। তারা হাসপাতালে মিথ্যা তথ্য দিয়েছেন বলে ধারণা করছেন তিনি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘শিশুটির বাবা মায়ের পরিচয় শনাক্তে কাজ করছি। এখানো সন্ধান পাওয়া যায়নি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

সন্তান জন্ম দিয়েই পালিয়ে গেলেন মা!

আপডেট টাইম : ০২:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্তান জন্ম দিয়েই এক প্রসূতি ও তার মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে গতকাল শনিবার সন্ধ্যায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানান রাশিয়া বেগম (৫০) নামে এক নারী। পরে বিষয়টি সামনে আসে। শিশুটি বর্তমানে তার কাছে রক্ষিত আছে।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকেলে সাদিয়া বেগম (১৬) এক কিশোরীকে তার মা হাসপাতাল নিয়ে আসেন। ২-৩ দিন ধরে মেয়ের পায়খানা না হওয়ায় পেট ফুলে আছে বলে তিনি জানান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে ভর্তি নেন। কিছুক্ষণ পর হাসপাতালের এক নার্স দেখতে পান সাদিয়া সন্তান প্রসব করতে যাচ্ছেন। এ খবর শুনে তার মা জ্ঞান হারিয়ে ফেলেন।

জানা গেছে, সাদিয়া একটি কন্যা সন্তান প্রসব করেন। শিশুটিকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাতে কোনো এক সময় সন্তানকে হাসপাতালের সিঁড়িতে রেখে সাদিয়া ও তার মা পালিয়ে যান। রাশিয়া সিঁড়ি দিয়ে ওঠার সময় শিশুটিকে দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাদিয়াকে তার মা উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়ার পরিচয়ে ভর্তি করেন। কিন্তু তাদের দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ নিয়ে এমন কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কথা হলে রাশিয়া বেগম জানান, চারদিন আগে নিজের নাতিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তিনি। গতকাল এশার আজানের সময় তিনি শিশুটিকে সিঁড়ির উপর দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। বর্তমানে তিনি শিশুটিকে যত্ন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন আরা আশা জানান, গতকাল বিকেলে সাধার‌ণ ডেলিভারির মাধ্যমে সাদিয়া তার সন্তানের জন্ম দেন। শিশুটি ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছিল। কোনো এক সুযোগে তাকে হাসপাতালে রেখে তার মা ও নানি পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হয়।

ডা. শারমিন বলেন, ‘পুলিশ এখনো আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে লালন পালন করা হচ্ছে। শিশুটি সুস্থ রয়েছে।’

কলকলিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম জানান, বালিকান্দি গ্রামে খোঁজ করে ফারুক মিয়া নামে সাদিয়ার কোনো আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি। তারা হাসপাতালে মিথ্যা তথ্য দিয়েছেন বলে ধারণা করছেন তিনি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘শিশুটির বাবা মায়ের পরিচয় শনাক্তে কাজ করছি। এখানো সন্ধান পাওয়া যায়নি।’