পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

এক বছরে যত অস্ত্র-মাদক-চোরাই গাড়ি উদ্ধার ডিএমপির

ডেস্কঃ চলতি বছর অপরাধদমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ ১৩২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ২১৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ১৩৫টি মামলা রুজু হয়েছে।

এই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৬ হাজার ৫২৯ জন গ্রেফতার হয়েছেন। তাদের বিরুদ্ধে ১১ হাজার ১১৬টি মামলা রুজু হয়েছে। এছাড়া ৩৮৬টি চোরাই গাড়ি উদ্ধারসহ ৩১০টি মামলায় ১৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকের মধ্যে রয়েছে- ৩৭টি বিদেশি পিস্তল, ১৯টি বিদেশি রিভলবার, ৩১টি দেশি পিস্তল, ৪টি দেশি রিভলভার, ৩টি শটগান, ৬টি ওয়ান শুটারগান, কাটা রাইফেল ৩টি, পাইপগান ৪টি, এসবিবিএল ১টি, ২৪টি অন্যান্য অস্ত্র, ৭৮৯ রাউন্ড গুলি, ২৯টি ম্যাগজিন, ১২৫টি কার্তুজ, ৪২টি ককটেল, ৩ হাজার ৩৪৩টি পটকা, একবস্তা তুফান চকলেট, সানরাইজ ৬ পিস, কালার কালেকশন ৫ প্যাকেট, কালার কটি ২ প্যাকেট, ললিপপ ২ প্যাকেট, ট্যাংগু ১ প্যাকেট, তুফান চকলেট ৯ প্যাকেট, কোবরা ৪৫ প্যাকেট ও গান পাউডার ২৯০ গ্রাম।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৩ হাজার ৯০০ কেজি ৩৫৯ গ্রাম গাঁজা, ৪৯ কেজি ৪৪৭ গ্রাম হেরোইন, ২৮ লাখ ২ হাজার ৪৯৫ পিস ইয়াবা, ৪২ হাজার ৭১২ ক্যান বিয়ার, ৬৪ হাজার ৭৫৬ বোতল ফেনসিডিল, বিদেশি মদ ২ হাজার ৮৭০ বোতল ১৭৪ লিটার, অ্যাস্পুল ইনজেকশন ৭ হাজার ৭৪৩ পিস, চোলাই মদ ৫ হাজার ৯৫২ লিটার, দেশি মদ ৩ হাজার ৩৭২ বোতল, কোকেন ১ কেজি, ওয়াস ১০০ লিটার ৫৫০ গ্রাম, এমফিটামিন ১২ কেজি ৯৩০ গ্রাম, মিথাইল ৬২৭ লিটার, আইসোপ্রপানন ২১৫ লিটার, ট্যাপেন্ডটাইন্ড ট্যাবলেট ৩৬ হাজার ৭৬০ পিস, ব্রফেনরফিন ইনজেকশন ১ হাজার ৯৮০ পিস ও ন্যালবুফিন হাইড্রোক্লোরাইড ২৬ মিলিলিটার।
উদ্ধারকৃত চোরাই গাড়ির মধ্যে রয়েছে- ১১টি বাস, ২০টি ট্রাক/কাভার্ডভ্যান, ৭২টি প্রাইভেটকার, ৫৩টি জিপ/পিকআপ, ২৯টি বেবি ট্যাক্সিসিএনজি, ৬টি ট্যাম্পু/লেগুনা, ১৭৭টি মোটরসাইকেল ও মাইক্রোবাস ১৮টি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

এক বছরে যত অস্ত্র-মাদক-চোরাই গাড়ি উদ্ধার ডিএমপির

আপডেট টাইম : ১২:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

ডেস্কঃ চলতি বছর অপরাধদমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ ১৩২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ২১৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ১৩৫টি মামলা রুজু হয়েছে।

এই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৬ হাজার ৫২৯ জন গ্রেফতার হয়েছেন। তাদের বিরুদ্ধে ১১ হাজার ১১৬টি মামলা রুজু হয়েছে। এছাড়া ৩৮৬টি চোরাই গাড়ি উদ্ধারসহ ৩১০টি মামলায় ১৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকের মধ্যে রয়েছে- ৩৭টি বিদেশি পিস্তল, ১৯টি বিদেশি রিভলবার, ৩১টি দেশি পিস্তল, ৪টি দেশি রিভলভার, ৩টি শটগান, ৬টি ওয়ান শুটারগান, কাটা রাইফেল ৩টি, পাইপগান ৪টি, এসবিবিএল ১টি, ২৪টি অন্যান্য অস্ত্র, ৭৮৯ রাউন্ড গুলি, ২৯টি ম্যাগজিন, ১২৫টি কার্তুজ, ৪২টি ককটেল, ৩ হাজার ৩৪৩টি পটকা, একবস্তা তুফান চকলেট, সানরাইজ ৬ পিস, কালার কালেকশন ৫ প্যাকেট, কালার কটি ২ প্যাকেট, ললিপপ ২ প্যাকেট, ট্যাংগু ১ প্যাকেট, তুফান চকলেট ৯ প্যাকেট, কোবরা ৪৫ প্যাকেট ও গান পাউডার ২৯০ গ্রাম।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৩ হাজার ৯০০ কেজি ৩৫৯ গ্রাম গাঁজা, ৪৯ কেজি ৪৪৭ গ্রাম হেরোইন, ২৮ লাখ ২ হাজার ৪৯৫ পিস ইয়াবা, ৪২ হাজার ৭১২ ক্যান বিয়ার, ৬৪ হাজার ৭৫৬ বোতল ফেনসিডিল, বিদেশি মদ ২ হাজার ৮৭০ বোতল ১৭৪ লিটার, অ্যাস্পুল ইনজেকশন ৭ হাজার ৭৪৩ পিস, চোলাই মদ ৫ হাজার ৯৫২ লিটার, দেশি মদ ৩ হাজার ৩৭২ বোতল, কোকেন ১ কেজি, ওয়াস ১০০ লিটার ৫৫০ গ্রাম, এমফিটামিন ১২ কেজি ৯৩০ গ্রাম, মিথাইল ৬২৭ লিটার, আইসোপ্রপানন ২১৫ লিটার, ট্যাপেন্ডটাইন্ড ট্যাবলেট ৩৬ হাজার ৭৬০ পিস, ব্রফেনরফিন ইনজেকশন ১ হাজার ৯৮০ পিস ও ন্যালবুফিন হাইড্রোক্লোরাইড ২৬ মিলিলিটার।
উদ্ধারকৃত চোরাই গাড়ির মধ্যে রয়েছে- ১১টি বাস, ২০টি ট্রাক/কাভার্ডভ্যান, ৭২টি প্রাইভেটকার, ৫৩টি জিপ/পিকআপ, ২৯টি বেবি ট্যাক্সিসিএনজি, ৬টি ট্যাম্পু/লেগুনা, ১৭৭টি মোটরসাইকেল ও মাইক্রোবাস ১৮টি।