অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

ছেলের নির্যাতনে ঘরছাড়া বাবা-মাকে বাড়ি ফেরাল পুলিশ!

ডেস্কঃ রংপুরের পীরগাছায় মাদক কারবারি ছেলের নির্যাতনে পাঁচ মাস ধরে ঘর ছেড়ে পালিয়ে বেড়ানো অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আলহাজ আব্দুস সাত্তার ও তার স্ত্রী রোকেয়া বেগমকে বাড়িতে উঠিয়ে দিল পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের সহায়তায় এই দম্পতির নিরাপত্তার জন্য দুজন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক নিয়োগ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিট পুলিশকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।
তিনি জানান, অভিযুক্ত ছেলে মামুনুল ইসলাম শান্তকে ধরার জন্য সব চেষ্টা করা হচ্ছে। কিন্তু পুলিশকে ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করে গ্রেফতার এড়ালেও শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

পুলিশ ও ভুক্তভোগী দম্পতি জানান, গত ২৪ জুলাই থেকে ছেলের ভয়ে নিজ বাড়িতে যেতে পারছিলেন না তারা। তাদের ছেলে মামুনুর ইসলাম শান্তর (২৭) বিরুদ্ধে পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং আদালতে বাবার দায়ের করা সিআর মামলায় ওয়ারেন্ট থাকলেও পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতার করতে পারছে না। ফলে অসহায় বাবা-মা প্রতিকার চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন।
জানা গেছে, উপজেলার মকরমপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আলহাজ আব্দুস সাত্তারের দুই ছেলে ও ছয় মেয়ের মধ্যে বড় ছেলে প্রবাসী। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মামুনুর ইসলাম শান্তকে নিয়ে চলছিল তাদের সংসার। গত দুই বছর থেকে শান্ত অসামাজিক কার্যকালাপে জড়িয়ে পড়েন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া একের পর এক বিয়ে ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন শান্ত। এ নিয়ে বাবা কাজী আব্দুস সাত্তার ও মা রোকেয়া বেগম প্রতিবাদ করলেই শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন। বাবা-মাকে নির্যাতন করে বাড়িতে গড়েন মাদকের আখড়া।

গত ১৬ মে বৃদ্ধ বাবা-মাকে হাত-পা বেঁধে বদ্ধ ঘরে আগুন লাগিয়ে পুড়ে মারার চেষ্টা করলে এলাকাবাসী পুলিশে খবর দিয়ে তাদের উদ্ধার করে। কিছুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। ওই মামলায় জামিনে ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন শান্ত। বাবা-মার ওপর শুরু করেন অমানুষিক নির্যাতন। একপর্যায়ে গত ২৪ জুলাই বৃদ্ধ বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করলে কৌশলে পালিয়ে যান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ না হওয়ায় আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেন আব্দুস সাত্তার। পরে মাদক ও বাবার করা মামলায় শান্তর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। ফলে দীর্ঘ পাঁচ মাস ধরে মাদক কারবারি ছেলের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। বুধবার সবার সহায়তায় তাদের নিজ বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।
শান্তর মা রোকেয়া বেগম বলেন, এমন ছেলে পেটে ধরেছিলাম যে, তার হাতে মারপিট খেয়ে পালিয়ে বেড়াচ্ছি। ও ছেলে নামের কলঙ্ক।
বাবা কাজী আব্দুস সাত্তার বলেন, বৃদ্ধ বয়সে আমরা অন্যের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি। ছেলে ভয়ভীতি দেখাচ্ছে মেরে ফেলার। বাড়ির জমি, গাছপালা, গরু বিক্রি করে তিনি মাদকের ব্যবসা করছেন। আমরা তার বিচার চাই।
পরীগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

ছেলের নির্যাতনে ঘরছাড়া বাবা-মাকে বাড়ি ফেরাল পুলিশ!

আপডেট টাইম : ০২:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১

ডেস্কঃ রংপুরের পীরগাছায় মাদক কারবারি ছেলের নির্যাতনে পাঁচ মাস ধরে ঘর ছেড়ে পালিয়ে বেড়ানো অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আলহাজ আব্দুস সাত্তার ও তার স্ত্রী রোকেয়া বেগমকে বাড়িতে উঠিয়ে দিল পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের সহায়তায় এই দম্পতির নিরাপত্তার জন্য দুজন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক নিয়োগ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিট পুলিশকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।
তিনি জানান, অভিযুক্ত ছেলে মামুনুল ইসলাম শান্তকে ধরার জন্য সব চেষ্টা করা হচ্ছে। কিন্তু পুলিশকে ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করে গ্রেফতার এড়ালেও শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

পুলিশ ও ভুক্তভোগী দম্পতি জানান, গত ২৪ জুলাই থেকে ছেলের ভয়ে নিজ বাড়িতে যেতে পারছিলেন না তারা। তাদের ছেলে মামুনুর ইসলাম শান্তর (২৭) বিরুদ্ধে পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং আদালতে বাবার দায়ের করা সিআর মামলায় ওয়ারেন্ট থাকলেও পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতার করতে পারছে না। ফলে অসহায় বাবা-মা প্রতিকার চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন।
জানা গেছে, উপজেলার মকরমপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আলহাজ আব্দুস সাত্তারের দুই ছেলে ও ছয় মেয়ের মধ্যে বড় ছেলে প্রবাসী। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মামুনুর ইসলাম শান্তকে নিয়ে চলছিল তাদের সংসার। গত দুই বছর থেকে শান্ত অসামাজিক কার্যকালাপে জড়িয়ে পড়েন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া একের পর এক বিয়ে ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন শান্ত। এ নিয়ে বাবা কাজী আব্দুস সাত্তার ও মা রোকেয়া বেগম প্রতিবাদ করলেই শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন। বাবা-মাকে নির্যাতন করে বাড়িতে গড়েন মাদকের আখড়া।

গত ১৬ মে বৃদ্ধ বাবা-মাকে হাত-পা বেঁধে বদ্ধ ঘরে আগুন লাগিয়ে পুড়ে মারার চেষ্টা করলে এলাকাবাসী পুলিশে খবর দিয়ে তাদের উদ্ধার করে। কিছুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। ওই মামলায় জামিনে ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন শান্ত। বাবা-মার ওপর শুরু করেন অমানুষিক নির্যাতন। একপর্যায়ে গত ২৪ জুলাই বৃদ্ধ বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করলে কৌশলে পালিয়ে যান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ না হওয়ায় আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেন আব্দুস সাত্তার। পরে মাদক ও বাবার করা মামলায় শান্তর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। ফলে দীর্ঘ পাঁচ মাস ধরে মাদক কারবারি ছেলের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। বুধবার সবার সহায়তায় তাদের নিজ বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।
শান্তর মা রোকেয়া বেগম বলেন, এমন ছেলে পেটে ধরেছিলাম যে, তার হাতে মারপিট খেয়ে পালিয়ে বেড়াচ্ছি। ও ছেলে নামের কলঙ্ক।
বাবা কাজী আব্দুস সাত্তার বলেন, বৃদ্ধ বয়সে আমরা অন্যের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি। ছেলে ভয়ভীতি দেখাচ্ছে মেরে ফেলার। বাড়ির জমি, গাছপালা, গরু বিক্রি করে তিনি মাদকের ব্যবসা করছেন। আমরা তার বিচার চাই।
পরীগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।