অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

মানবিক পুলিশ এর সাব- ইন্সপেক্টর আব্দুর রহমান

ফেসবুক ওয়াল থেকে নেওয়া…….
আজ ০১/০৭/২০২১ ভাগীনা শহিদুলের সৌদি আরবের ফ্লাইট। সকাল ৯ টার সময় বিমানবন্দরে থাকতে হবে। আমরা ধানমন্ডির ৩২ এ আছি। কোন গাড়ি পাচ্ছিলাম না।পরে পুলিশ কে সব বললাম পুলিশ ও চেষ্টা করে ব্যর্থ হল। সে বললো আপনারা ফার্মগেটে যান ওখানে পেতে পারেন।

কি আর করার ফার্মগেটে চলে এলাম।এখানে ও কোন গাড়ি পাচ্ছি না। অনেকক্ষণ চেষ্টা করলাম কোন গাড়ি পাচ্ছিলাম না।

হটাৎ দেখি এক পুলিশ মোটরসাইকেল নিয়ে আসতেছে মনে হল এস আই ।পুলিশ ভাইকে থামিয়ে সব বললাম। পুলিশ ভাই বললো ওকে উঠেন। আমি বললাম স্যরি স্যার বুঝি নাই। সে বলে আমার মোটরবাইকে উঠেন। প্রথমে বুঝতে পারি নাই কি বলে এইসব। পরে আমরা দুজন অনেক কষ্টে উঠলাম।

পুলিশ ভাই অনেক গতিতে গাড়ি চালিয়ে ১০-১২ মিনিেট বিমানবন্দরে নামিয়ে দিলো।গাড়ি থেকে নেমে আমার মুখে কোন কথা আসতেছে না। হা করে তাকিয়ে আছি উনার দিকে। পুলিশ ভাই বললো কি হয়েছে আপনার। আমি বললাম আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই ভাষা খুঁজে পাচ্ছি না। ভাই বললেন এইটা আমাদের দায়িত্ব্য।

কিন্তু আমরা অনেকেই সঠিক দায়িত্ব্য পালন করি না। আমি বললাম ঠিক বলছেন ভাই।জিজ্ঞেস করলাম কোন থানায় আছেন। পুলিশ ভাই উত্তরা থানা।ভাই এর নাম আব্দুর রহমান। বললাম ভাই একটা সেল্ফি প্লিজ। বললে ওকে,আমি আজ মুগ্ধ।

**আল্লাহ ভালো রাখুক এমন পরোপকার ভাইদের কে*

বিদেশ গমনকারী এক ভাইয়ের মামার ওয়াল থেকে নেওয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

মানবিক পুলিশ এর সাব- ইন্সপেক্টর আব্দুর রহমান

আপডেট টাইম : ১১:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

ফেসবুক ওয়াল থেকে নেওয়া…….
আজ ০১/০৭/২০২১ ভাগীনা শহিদুলের সৌদি আরবের ফ্লাইট। সকাল ৯ টার সময় বিমানবন্দরে থাকতে হবে। আমরা ধানমন্ডির ৩২ এ আছি। কোন গাড়ি পাচ্ছিলাম না।পরে পুলিশ কে সব বললাম পুলিশ ও চেষ্টা করে ব্যর্থ হল। সে বললো আপনারা ফার্মগেটে যান ওখানে পেতে পারেন।

কি আর করার ফার্মগেটে চলে এলাম।এখানে ও কোন গাড়ি পাচ্ছি না। অনেকক্ষণ চেষ্টা করলাম কোন গাড়ি পাচ্ছিলাম না।

হটাৎ দেখি এক পুলিশ মোটরসাইকেল নিয়ে আসতেছে মনে হল এস আই ।পুলিশ ভাইকে থামিয়ে সব বললাম। পুলিশ ভাই বললো ওকে উঠেন। আমি বললাম স্যরি স্যার বুঝি নাই। সে বলে আমার মোটরবাইকে উঠেন। প্রথমে বুঝতে পারি নাই কি বলে এইসব। পরে আমরা দুজন অনেক কষ্টে উঠলাম।

পুলিশ ভাই অনেক গতিতে গাড়ি চালিয়ে ১০-১২ মিনিেট বিমানবন্দরে নামিয়ে দিলো।গাড়ি থেকে নেমে আমার মুখে কোন কথা আসতেছে না। হা করে তাকিয়ে আছি উনার দিকে। পুলিশ ভাই বললো কি হয়েছে আপনার। আমি বললাম আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই ভাষা খুঁজে পাচ্ছি না। ভাই বললেন এইটা আমাদের দায়িত্ব্য।

কিন্তু আমরা অনেকেই সঠিক দায়িত্ব্য পালন করি না। আমি বললাম ঠিক বলছেন ভাই।জিজ্ঞেস করলাম কোন থানায় আছেন। পুলিশ ভাই উত্তরা থানা।ভাই এর নাম আব্দুর রহমান। বললাম ভাই একটা সেল্ফি প্লিজ। বললে ওকে,আমি আজ মুগ্ধ।

**আল্লাহ ভালো রাখুক এমন পরোপকার ভাইদের কে*

বিদেশ গমনকারী এক ভাইয়ের মামার ওয়াল থেকে নেওয়া।