অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

নিজ নামে গাড়ি থাকলেই দিতে হবে পরিবারের সবার সম্পদের হিসাব

ফারুক আহমেদ সুজন: আগামী সেপ্টেম্বর থেকে এনবিআরের আয়কর বিভাগ ডিজিটাল উপায়ে করদাতার তথ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। অনেক গাড়ি মালিকের বিরুদ্ধেই আয়-ব্যয় ও জীবনযাত্রা নির্বাহের মধ্যে সমন্বয় না থাকায় স্ত্রী বা সন্তানদের নামে সম্পদ লুকিয়ে রাখার অভিযোগ থাকে। ফলে কর কর্মকর্তাদের কাছে করদাতা ও তার পরিবারের প্রকৃত সম্পদের তথ্য বা হিসাব থাকে না। এই সমস্যা সমাধানে এবার গাড়ি মালিকদের পরিবারের সকল সদস্যের সম্পদের হিসাব চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ, গাড়িমালিকের নিজের এবং স্বামী বা স্ত্রীয়ের পাশাপাশি নাবালক সন্তান বা পোষ্যদের নামে থাকা সব ধরনের সম্পদ ও দায়ের বিবরণী জানাতে হবে এনবিআরকে।

আগামী সেপ্টেম্বর থেকে এনবিআরের আয়কর বিভাগ ডিজিটাল উপায়ে করদাতার তথ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

ধনী করদাতাদের জন্য বার্ষিক আয়-ব্যয়ের পাশাপাশি কাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে, সে সম্পর্কে তিনটি শর্ত আরোপ করেছে এনবিআর। সেগুলো হলো-

– করদাতার মোট সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার অধিক হতে হবে।

– একটি মোটরগাড়ির মালিক হতে হবে।

– সিটি করপোরেশন এলাকায় গৃহ-সম্পত্তিতে বিনিয়োগ বা অ্যাপার্টমেন্ট থাকতে হবে।

উল্লিখিত যেকোনো একটি শর্ত পূরণ করলেই বাধ্যতামূলকভাবে নিজের, স্ত্রী বা স্বামীর, নাবালক সন্তান বা পোষ্যদের নামে কোথায় কী সম্পদ আছে, তা জানিয়ে আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণীও জমা দিতে হবে করদাতাকে।

প্রতি বছর গড়ে ১৫ থেকে ২০ হাজার নতুন ব্যক্তিগত গাড়ি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) নিবন্ধিত হয়। সে কারণে বিআরটিএর সার্ভার থেকে গাড়ি নিবন্ধনের যাবতীয় তথ্য সংগ্রহ করবে এনবিআর। যেহেতু কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া গাড়ি নিবন্ধন করা সম্ভব না, তাই টিআইএনধারী ব্যক্তিদের মধ্যে কারা কারা গাড়ি কিনছেন তা সহজেই বের করতে পারবে এনবিআর। ফলে কোনো গাড়ি মালিক তার পরিবারের সব সদস্যের সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন কি-না, তা সহজেই জানা যাবে।

অনাবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি নয় এমন করদাতারা শুধু বাংলাদেশের স্থাবর সম্পদের বিবরণী দাখিল করবেন। অন্যদিকে, কোনো করদাতার ৪ লাখ টাকার বেশি বার্ষিক করযোগ্য আয় থাকলে তার জীবনযাত্রার মান–সম্পর্কিত ব্যয় বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। এনবিআরের আইটি ১০বিবি বা আইটি ১০বিবি ২০১৬ ফরম পূরণ করে এ তথ্য জানাতে হবে। সেখানে করদাতার সন্তানের বিভিন্ন খাতের ব্যয়ের তথ্যও দিতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

নিজ নামে গাড়ি থাকলেই দিতে হবে পরিবারের সবার সম্পদের হিসাব

আপডেট টাইম : ০৪:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

ফারুক আহমেদ সুজন: আগামী সেপ্টেম্বর থেকে এনবিআরের আয়কর বিভাগ ডিজিটাল উপায়ে করদাতার তথ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। অনেক গাড়ি মালিকের বিরুদ্ধেই আয়-ব্যয় ও জীবনযাত্রা নির্বাহের মধ্যে সমন্বয় না থাকায় স্ত্রী বা সন্তানদের নামে সম্পদ লুকিয়ে রাখার অভিযোগ থাকে। ফলে কর কর্মকর্তাদের কাছে করদাতা ও তার পরিবারের প্রকৃত সম্পদের তথ্য বা হিসাব থাকে না। এই সমস্যা সমাধানে এবার গাড়ি মালিকদের পরিবারের সকল সদস্যের সম্পদের হিসাব চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ, গাড়িমালিকের নিজের এবং স্বামী বা স্ত্রীয়ের পাশাপাশি নাবালক সন্তান বা পোষ্যদের নামে থাকা সব ধরনের সম্পদ ও দায়ের বিবরণী জানাতে হবে এনবিআরকে।

আগামী সেপ্টেম্বর থেকে এনবিআরের আয়কর বিভাগ ডিজিটাল উপায়ে করদাতার তথ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

ধনী করদাতাদের জন্য বার্ষিক আয়-ব্যয়ের পাশাপাশি কাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে, সে সম্পর্কে তিনটি শর্ত আরোপ করেছে এনবিআর। সেগুলো হলো-

– করদাতার মোট সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার অধিক হতে হবে।

– একটি মোটরগাড়ির মালিক হতে হবে।

– সিটি করপোরেশন এলাকায় গৃহ-সম্পত্তিতে বিনিয়োগ বা অ্যাপার্টমেন্ট থাকতে হবে।

উল্লিখিত যেকোনো একটি শর্ত পূরণ করলেই বাধ্যতামূলকভাবে নিজের, স্ত্রী বা স্বামীর, নাবালক সন্তান বা পোষ্যদের নামে কোথায় কী সম্পদ আছে, তা জানিয়ে আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণীও জমা দিতে হবে করদাতাকে।

প্রতি বছর গড়ে ১৫ থেকে ২০ হাজার নতুন ব্যক্তিগত গাড়ি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) নিবন্ধিত হয়। সে কারণে বিআরটিএর সার্ভার থেকে গাড়ি নিবন্ধনের যাবতীয় তথ্য সংগ্রহ করবে এনবিআর। যেহেতু কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া গাড়ি নিবন্ধন করা সম্ভব না, তাই টিআইএনধারী ব্যক্তিদের মধ্যে কারা কারা গাড়ি কিনছেন তা সহজেই বের করতে পারবে এনবিআর। ফলে কোনো গাড়ি মালিক তার পরিবারের সব সদস্যের সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন কি-না, তা সহজেই জানা যাবে।

অনাবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি নয় এমন করদাতারা শুধু বাংলাদেশের স্থাবর সম্পদের বিবরণী দাখিল করবেন। অন্যদিকে, কোনো করদাতার ৪ লাখ টাকার বেশি বার্ষিক করযোগ্য আয় থাকলে তার জীবনযাত্রার মান–সম্পর্কিত ব্যয় বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। এনবিআরের আইটি ১০বিবি বা আইটি ১০বিবি ২০১৬ ফরম পূরণ করে এ তথ্য জানাতে হবে। সেখানে করদাতার সন্তানের বিভিন্ন খাতের ব্যয়ের তথ্যও দিতে হবে।