পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে ২ সন্তানের জননী চাচির অনশন Logo গাজীপুর সিটির বড় দুর্নীতিবাজ কর্মকর্তা গোলাম কিবরিয়া Logo মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় Logo বদলগাছী ওরা ছাত্র সংগঠন (বসার) আয়োজনে কারাম উৎসব উদযাপিত হয়েছে Logo কিশোর-কিশোরীদের মাঝে পোশাক ও সনদ বিতরন Logo সুন্দরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে মালাকাররা Logo শাজাহানপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার প্রদান Logo শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট Logo মরহুম সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান Logo বানেশ্বর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এ কেমন নির্মম মা ? শিশুর জন্য কুকুরের ভালোবাসা (ভিডিওসহ)

বাংলার খবর২৪.কম atac_bengalinews24_38979ডেস্ক : শুধু শিশু নয়, সব মানুষের ‘ভালো বন্ধু’ কুকুর। বিশেষত, পোষা কুকুর। ঊনিশ শতকের প্রখ্যাত মার্কিন লেখক জোস বিলিংস বলেছিলেন, ‘কুকুরই পৃথিবীর একমাত্র প্রাণী যে, আপনাকে ভালোবাসে, আপনি নিজেকে যতটা ভালোবাসেন তার চেয়েও বেশি।’

শিশুটা না হয় একটু ভুলভাল কিছু করেছেই। তাই বলে তাকে জুতাপেটা করতে হবে?

প্রশ্নগুলো দুটো কুকুরের। এক মা তার শিশুকে জুতা দিয়ে মারছেন দেখে দুটো পোষা কুকুর ছুটে এসে বাধ সাধে। কোনোভাবেই শিশুটিকে মারতে দেবে না ওরা। দেয়নিও। যতবারই মা জুতা উঁচু করেছে, ততবারই একটা কুকুর মা ও শিশুর মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। আরেকটা পাশে থেকে ঘেউ ঘেউ করে বিরোধিতা করেছে।

ঘটনাটি কোন দেশের তা পরিষ্কার নয়, তবে তুরস্ক থেকে কেউ একজন ইন্টারনেটে এ সংক্রান্ত ভিডিওচিত্রটি আপলোড করেছেন।

ভিডিওচিত্রটি দেখে অবশ্য ধারণা করা যায়, এটি নিছকই একটা প্রতীকী বিষয়। ওই মা সত্যিকার অর্থে তার শিশুকে জুতাপেটা করছেন না। বরং জুতাপেটা করলে পোষা কুকুর দুটি কেমন প্রতিক্রিয়া দেখায়, সেটা যাচাই করতেই এই পরীক্ষা নিচ্ছেন তিনি।

ভিডিওচিত্রে দেখা যায়, সোফায় বসে শিশুর ওপর চড়াও হওয়ার ভান করছেন মা। ডান হাতে জুতা উঁচিয়ে শিশুকে মারতে উদ্যত হচ্ছেন। তখন একটি কুকুর সোফায় উঠে মাকে বারণ করছে। মা যদি জোর করছেন তো কুকুরটি আক্রমণের ভয় দেখাচ্ছে, দু-একবার আক্রমণও করেছে।

মা যখন জুতা নামিয়ে নিচ্ছেন, সোফা থেকে নেমে যাচ্ছে কুকুরটিও।

আবার জুতা উঁচালেই কুকুরটি তেড়ে আসছে কিনা- পরীক্ষা করতে মা ফের জুতা হাতে নেন। ঘরের কোণে দুই হাত দিয়ে মাথা ঢেকে রাখা শিশুটিকে মারতে উদ্যত হন। আবার কুকুর তেড়ে আসে।

একবার মাকে দেখা গেল, তিনি জুতা দিয়ে শিশুকে না মেরে সোফার উপর বাড়ি মারছেন। আর তাকাচ্ছেন কুকুরটি আসছে কিনা। সোফার পাশেই শিশুটি, তাই কুকুরটি বুঝতে পারেনি মায়ের এই অভিনয়। শিশুকে বাঁচাতে আবার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে কুকুরটি। সোফার নিচে থাকা কুকুরটিও রাগে টগবগ করতে থাকে।

সুত্র : নিউজ ডেস্ক

Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে ২ সন্তানের জননী চাচির অনশন

এ কেমন নির্মম মা ? শিশুর জন্য কুকুরের ভালোবাসা (ভিডিওসহ)

আপডেট টাইম : ০৩:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম atac_bengalinews24_38979ডেস্ক : শুধু শিশু নয়, সব মানুষের ‘ভালো বন্ধু’ কুকুর। বিশেষত, পোষা কুকুর। ঊনিশ শতকের প্রখ্যাত মার্কিন লেখক জোস বিলিংস বলেছিলেন, ‘কুকুরই পৃথিবীর একমাত্র প্রাণী যে, আপনাকে ভালোবাসে, আপনি নিজেকে যতটা ভালোবাসেন তার চেয়েও বেশি।’

শিশুটা না হয় একটু ভুলভাল কিছু করেছেই। তাই বলে তাকে জুতাপেটা করতে হবে?

প্রশ্নগুলো দুটো কুকুরের। এক মা তার শিশুকে জুতা দিয়ে মারছেন দেখে দুটো পোষা কুকুর ছুটে এসে বাধ সাধে। কোনোভাবেই শিশুটিকে মারতে দেবে না ওরা। দেয়নিও। যতবারই মা জুতা উঁচু করেছে, ততবারই একটা কুকুর মা ও শিশুর মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। আরেকটা পাশে থেকে ঘেউ ঘেউ করে বিরোধিতা করেছে।

ঘটনাটি কোন দেশের তা পরিষ্কার নয়, তবে তুরস্ক থেকে কেউ একজন ইন্টারনেটে এ সংক্রান্ত ভিডিওচিত্রটি আপলোড করেছেন।

ভিডিওচিত্রটি দেখে অবশ্য ধারণা করা যায়, এটি নিছকই একটা প্রতীকী বিষয়। ওই মা সত্যিকার অর্থে তার শিশুকে জুতাপেটা করছেন না। বরং জুতাপেটা করলে পোষা কুকুর দুটি কেমন প্রতিক্রিয়া দেখায়, সেটা যাচাই করতেই এই পরীক্ষা নিচ্ছেন তিনি।

ভিডিওচিত্রে দেখা যায়, সোফায় বসে শিশুর ওপর চড়াও হওয়ার ভান করছেন মা। ডান হাতে জুতা উঁচিয়ে শিশুকে মারতে উদ্যত হচ্ছেন। তখন একটি কুকুর সোফায় উঠে মাকে বারণ করছে। মা যদি জোর করছেন তো কুকুরটি আক্রমণের ভয় দেখাচ্ছে, দু-একবার আক্রমণও করেছে।

মা যখন জুতা নামিয়ে নিচ্ছেন, সোফা থেকে নেমে যাচ্ছে কুকুরটিও।

আবার জুতা উঁচালেই কুকুরটি তেড়ে আসছে কিনা- পরীক্ষা করতে মা ফের জুতা হাতে নেন। ঘরের কোণে দুই হাত দিয়ে মাথা ঢেকে রাখা শিশুটিকে মারতে উদ্যত হন। আবার কুকুর তেড়ে আসে।

একবার মাকে দেখা গেল, তিনি জুতা দিয়ে শিশুকে না মেরে সোফার উপর বাড়ি মারছেন। আর তাকাচ্ছেন কুকুরটি আসছে কিনা। সোফার পাশেই শিশুটি, তাই কুকুরটি বুঝতে পারেনি মায়ের এই অভিনয়। শিশুকে বাঁচাতে আবার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে কুকুরটি। সোফার নিচে থাকা কুকুরটিও রাগে টগবগ করতে থাকে।

সুত্র : নিউজ ডেস্ক