অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

শাহরুখই বলিউডের কিং: সালমান

বিনোদন ডেস্ক,ঢাকা: বলিউডে এখন তার হিট ছবির লাইন লেগে রয়েছে। বক্স অফিসকে একের পর এক একশো কোটির ক্লাবের ছবি উপহার দিচ্ছেন সালমান খান, কিন্তু তার কাছ থেকে যখন এক সাংবাদিক জানতে চান, তিনি কি নিজেকে এখন বলিউডের রাজা বলে মনে করেন? দ্বিতীয়বার না ভেবে সাল্লু মিঞার উত্তর, আপনারা আপনাদের মতো যা খুশি ভাবতেই পারেন, তবে বলিউডে রাজার জায়গাটা অনেক আগে থেকেই একজনের দখলে রয়েছে। আর তিনিই একমাত্র বলিউডের রাজা (শাহরুখের দিকেই ইঙ্গিত)সালমানের।

সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেন, তার কি কোনও সমস্যা আছে এই বিষয় নিয়ে যে রাজার মুকুটটা অন্য একজনের দখলে রয়েছে। তৎক্ষণাত সালমান ভাই জানান, একেবারেই নয়।

তখন তার কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজেকে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কোনও জায়গায় রেখেছেন, সালমান দাবাং খানের সবিনয় উত্তর- অনেক পেছনে! তার কথায় এইমুহূর্তে তিনি কোনও স্থানেই নেই কার্যত।

ঈদে মুক্তিপ্রাপ্ত সলমনের ছবি ‘কিক’ এইমুহূর্তে যা ব্যবসা করছে তাতে সিনেব্যবসায়ীদের ধারণা এই ছবি খুব শিগগিরই দু’শ কোটির ক্লাব ছাপিয়ে যাবে। খারাপ সমালোচনার ঝড় সামলেও কিক এখনও অবধি ১৪৭.৭ কোটি টাকা ঘরে তুলেছে, আর ব্যবসার বিষয় সালমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু’শ কোটি কেন, তিনি আশা করেন এই ছবি তিন’শ, চার’শ বা পাঁচ’শ কোটিরও ব্যবসা করতে পারে।

সম্প্রতি কানাঘুষোয় একটি খবর শোনা যাচ্ছে যে, প্রযোজক-পরিচালক কারাণ জোহর তাঁর পরবর্তী ছবির জন্যে সালমান এবং আমির দুজনকেই ১৫০ কোটি টাকা করে দিচ্ছেন। এবিষয়ে সালমানের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট ভাষায় জানান, বলিউডের কোনও ছবি যেখানে তিনশো কোটির ব্যবসা করতে পারছে না, সেখানে তারা কিভাবে এই পারিশ্রমিক পেতে পারেন? এইধরণের খবর অত্যন্ত বিরক্তিকর, বক্তব্য সালমানের।

কারান জোহরকেও এব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও প্রশ্নটি এড়িয়ে যান।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

শাহরুখই বলিউডের কিং: সালমান

আপডেট টাইম : ০৬:৪৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪

বিনোদন ডেস্ক,ঢাকা: বলিউডে এখন তার হিট ছবির লাইন লেগে রয়েছে। বক্স অফিসকে একের পর এক একশো কোটির ক্লাবের ছবি উপহার দিচ্ছেন সালমান খান, কিন্তু তার কাছ থেকে যখন এক সাংবাদিক জানতে চান, তিনি কি নিজেকে এখন বলিউডের রাজা বলে মনে করেন? দ্বিতীয়বার না ভেবে সাল্লু মিঞার উত্তর, আপনারা আপনাদের মতো যা খুশি ভাবতেই পারেন, তবে বলিউডে রাজার জায়গাটা অনেক আগে থেকেই একজনের দখলে রয়েছে। আর তিনিই একমাত্র বলিউডের রাজা (শাহরুখের দিকেই ইঙ্গিত)সালমানের।

সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেন, তার কি কোনও সমস্যা আছে এই বিষয় নিয়ে যে রাজার মুকুটটা অন্য একজনের দখলে রয়েছে। তৎক্ষণাত সালমান ভাই জানান, একেবারেই নয়।

তখন তার কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজেকে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কোনও জায়গায় রেখেছেন, সালমান দাবাং খানের সবিনয় উত্তর- অনেক পেছনে! তার কথায় এইমুহূর্তে তিনি কোনও স্থানেই নেই কার্যত।

ঈদে মুক্তিপ্রাপ্ত সলমনের ছবি ‘কিক’ এইমুহূর্তে যা ব্যবসা করছে তাতে সিনেব্যবসায়ীদের ধারণা এই ছবি খুব শিগগিরই দু’শ কোটির ক্লাব ছাপিয়ে যাবে। খারাপ সমালোচনার ঝড় সামলেও কিক এখনও অবধি ১৪৭.৭ কোটি টাকা ঘরে তুলেছে, আর ব্যবসার বিষয় সালমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু’শ কোটি কেন, তিনি আশা করেন এই ছবি তিন’শ, চার’শ বা পাঁচ’শ কোটিরও ব্যবসা করতে পারে।

সম্প্রতি কানাঘুষোয় একটি খবর শোনা যাচ্ছে যে, প্রযোজক-পরিচালক কারাণ জোহর তাঁর পরবর্তী ছবির জন্যে সালমান এবং আমির দুজনকেই ১৫০ কোটি টাকা করে দিচ্ছেন। এবিষয়ে সালমানের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট ভাষায় জানান, বলিউডের কোনও ছবি যেখানে তিনশো কোটির ব্যবসা করতে পারছে না, সেখানে তারা কিভাবে এই পারিশ্রমিক পেতে পারেন? এইধরণের খবর অত্যন্ত বিরক্তিকর, বক্তব্য সালমানের।

কারান জোহরকেও এব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও প্রশ্নটি এড়িয়ে যান।