পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

মালেশিয়ায় পাঠানোর নামে মানুষ পাচারকারী চক্রে আক্রান্ত নরশিংদী বাসী

খালেদ হোসেন সিফাত :500x350_dd47ffaf6e38e5236c07fa9eb87d4d5e_plane নরশিংদীর পল্লী এলাকাগুলোতে অনেক দরিদ্র পরিবারের বাস। তাই এসকল খেটে খাওয়া মানুষগুলোর সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে পেটের দায়। আর এই দুর্বলতাকে পুঁজি করে একটি চক্র তাদের সর্বশান্ত করছে। তাদের দেখানো হচ্ছে মালেশিয়া যেয়ে সেখানে অধিক আয়ের লোভ। স্থানীয়রা জানান, এই চক্রটি বর্তমানে বিশাল আকারে ছড়িয়ে পরেছে নরশিংদী জেলার সর্বত্র। এই চক্রের সদস্যরা এই হত-দরিদ্র পরিবারের যুবকদদের অতি সাবধানতার সাথে মিষ্টি কথায় প্রলোভিত করে। তার পর তাদের মালেশিয়ার নাম করে পাচার করে দেয়া হয় অন্য কোনো দেশে। সম্প্রতি এই চক্র আরেকটি দলকে পাচার করে যাদের উদ্ধার করে হয় থাইল্যান্ড এর এক দুর্গম অঞ্চলে। তারা প্রায় দীর্ঘ সাত দিন গাছের পাতা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে। এক পরিসংখ্যানে দেখা যায় গত এক বছর এ বাংলাদেশের মানুষ পাচারকৃত মোট সংখ্যার প্রায় দেড় হাজার মানুষ নরশিংদীর অধিবাসী। তাছাড়া স্থানীয়দের কাছে আরো জানা যায় সম্প্রতি মোট ছয় জন যুবক এ ফাদে পা দিয়ে মৃত্যুবরণ করে। স্থানীয় থানার ওসি কে এই বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়ায় তিনি জানান, নিদৃষ্ট প্রমাণ এর অভাবে এই চক্রের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ নিতে পারছেনা পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

মালেশিয়ায় পাঠানোর নামে মানুষ পাচারকারী চক্রে আক্রান্ত নরশিংদী বাসী

আপডেট টাইম : ০৫:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪

খালেদ হোসেন সিফাত :500x350_dd47ffaf6e38e5236c07fa9eb87d4d5e_plane নরশিংদীর পল্লী এলাকাগুলোতে অনেক দরিদ্র পরিবারের বাস। তাই এসকল খেটে খাওয়া মানুষগুলোর সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে পেটের দায়। আর এই দুর্বলতাকে পুঁজি করে একটি চক্র তাদের সর্বশান্ত করছে। তাদের দেখানো হচ্ছে মালেশিয়া যেয়ে সেখানে অধিক আয়ের লোভ। স্থানীয়রা জানান, এই চক্রটি বর্তমানে বিশাল আকারে ছড়িয়ে পরেছে নরশিংদী জেলার সর্বত্র। এই চক্রের সদস্যরা এই হত-দরিদ্র পরিবারের যুবকদদের অতি সাবধানতার সাথে মিষ্টি কথায় প্রলোভিত করে। তার পর তাদের মালেশিয়ার নাম করে পাচার করে দেয়া হয় অন্য কোনো দেশে। সম্প্রতি এই চক্র আরেকটি দলকে পাচার করে যাদের উদ্ধার করে হয় থাইল্যান্ড এর এক দুর্গম অঞ্চলে। তারা প্রায় দীর্ঘ সাত দিন গাছের পাতা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে। এক পরিসংখ্যানে দেখা যায় গত এক বছর এ বাংলাদেশের মানুষ পাচারকৃত মোট সংখ্যার প্রায় দেড় হাজার মানুষ নরশিংদীর অধিবাসী। তাছাড়া স্থানীয়দের কাছে আরো জানা যায় সম্প্রতি মোট ছয় জন যুবক এ ফাদে পা দিয়ে মৃত্যুবরণ করে। স্থানীয় থানার ওসি কে এই বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়ায় তিনি জানান, নিদৃষ্ট প্রমাণ এর অভাবে এই চক্রের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ নিতে পারছেনা পুলিশ।