অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

ভারতের বিপক্ষে ২-১ গোলে হার বাংলাদেশের

বাংলার খবর২৪.কম : sports_54969এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে গেলো বাংলাদেশের ক্ষুদে ফুটবলার।

পরপর দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচেও জয়ের জন্যই মাঠে নেমেছিলো সানজিদা-লিপিরা। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষেই জয়রথ থামল লাল-সবুজ জার্সিধারদের।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিলো স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন সানজিদা আক্তার। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশী মেয়েরা।

ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় রোজা দাস।

এরপর প্রথমার্ধে কোন দলই আর গোল করতে না পারায় ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দারুণ খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ এক সুযোগ সৃষ্টি করেছিলো বাংলাদেশ। কিন্তু অল্পের জন্য গোল করতে পারেননি টুর্নামেন্টের প্রতি ম্যাচেই গোল পাওয়া সানজিদা।

এরপর ম্যাচের ৬৪তম মিনিটে ঘটে সবচেয়ে বড় দুর্ঘটনাটি। মিডফিল্ডার মানছুরা নিজেদের ডি বক্সের সামান্য বাইরে থেকে বল ক্লিয়ার করতে গেলে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করে বসেন। অনিচ্ছাকৃত এ আঘাতের পরেও ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ফাউলের বাঁশি বাজান এবং মানছুরাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গেছে এই ক্ষুদে ফুটবলাররকে।

এই ফাউলের জন্য পাওয়া ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে যায় প্রতিপক্ষ ভারত। এরপর দশ জনের দল নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

ভারতের বিপক্ষে ২-১ গোলে হার বাংলাদেশের

আপডেট টাইম : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : sports_54969এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে গেলো বাংলাদেশের ক্ষুদে ফুটবলার।

পরপর দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচেও জয়ের জন্যই মাঠে নেমেছিলো সানজিদা-লিপিরা। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষেই জয়রথ থামল লাল-সবুজ জার্সিধারদের।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিলো স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন সানজিদা আক্তার। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশী মেয়েরা।

ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় রোজা দাস।

এরপর প্রথমার্ধে কোন দলই আর গোল করতে না পারায় ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দারুণ খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ এক সুযোগ সৃষ্টি করেছিলো বাংলাদেশ। কিন্তু অল্পের জন্য গোল করতে পারেননি টুর্নামেন্টের প্রতি ম্যাচেই গোল পাওয়া সানজিদা।

এরপর ম্যাচের ৬৪তম মিনিটে ঘটে সবচেয়ে বড় দুর্ঘটনাটি। মিডফিল্ডার মানছুরা নিজেদের ডি বক্সের সামান্য বাইরে থেকে বল ক্লিয়ার করতে গেলে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করে বসেন। অনিচ্ছাকৃত এ আঘাতের পরেও ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ফাউলের বাঁশি বাজান এবং মানছুরাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গেছে এই ক্ষুদে ফুটবলাররকে।

এই ফাউলের জন্য পাওয়া ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে যায় প্রতিপক্ষ ভারত। এরপর দশ জনের দল নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।