অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

সংসার চালাতে ভ্যান গাড়ি চালিয়ে ঝালমুড়ি বিক্রি করেন জামিলা।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: অভাবে স্বভাব বদলায় তাই নারী হয়েও অভাব কে দুর করতে নিজের সংসার চালাতে ঝাল মুড়ি বিক্রি করেই চলেছে লালমনিরহাটের জমিলা বেগম (৪০) এর সংসার। স্বামীর মৃত্যুর পরে সংসারের হাল ধরতে হয়েছে তাকেই । সামান্য পুঁজি নিয়ে নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রয় করতে শুধু ঝালমুড়ি বিক্রি করতে নারী হয়েও ছেলেদের মত ভ্যানগাড়ি চালাতে হয় স্বামী হারা বধূ জামিলা বেগম কে।

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার চামটাহাট বাজারে ভ্যানে ঝাল মুড়ি বিক্রি করতে দেখা মেলে জমিলা বেগমের।এছাড়াও বিভিন্ন গ্রামে কষ্ট করে ভ্যান চালিয়ে ঝাল মুড়ি বিক্রি করে এই সংগ্রামী নারী।
মদাতী ইউনিয়নের তালুক শাখাতী এলাকায় জমিলা বেগম এর বসবাস।

৪ শতক জমিতে জরার্জীন একটি বাড়িতে টেনেটুনে চলছিল জমিলা বেগম এর কষ্টের সংসার। স্বামীর মৃত্যু পর জমিলা বেগম এর সংসারে, নেমে আসে অন্ধকার ও অভাব অনাটন।জমিলার ছেলে জামিনুর (২১) কটকটির ফেরি কাজ করলেও তাতে চলছিল না সংসার। তবে হাল ছাড়েনি জমিলা বেগম।

অবশেষে স্বল্পপূজি নিয়ে জমিলা নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রি করতে। সকাল থেকে রাত পর্যন্ত নিজ এলাকার চামটাহাটে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন জীবন সংগ্রামী এই নারী যোদ্ধা। ঝালমুড়ি বিক্রি করে দিনে আয় ২০০ থেকে ২৫০ টাকা আর তাতেই কোনো মতে চলছে এই সংগ্রামী নারীর জীবন সংসার।

অসহায় জমিলা বেগম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমি ঝাল মুড়ি বিক্রি করি। অনেক কষ্ট হয় সংসার চালানোর জন্য। তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি অসহায়। তাই আমি রাত নেই দিন নেই রাস্তায় ঘুরি আর ঝাল মুড়ি বিক্রি করি। নানান মানুষের নানান কথা বলে আমি মনে কিছু নেই না, আমার ছেলে মেয়েদের জন্যই তো করি। যদি পারেন, আমারে সাহায্যের হাত বাড়ান আমারে কেউ একটা কর্মস্থানের ব্যাবস্থা করে দেন অসহায় ভ্যানচালিত ঝালমুড়ি ব্যাবসায়ী নারী জামিলা উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের কাছে একটি সরকারি ঘরের আকুতি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

সংসার চালাতে ভ্যান গাড়ি চালিয়ে ঝালমুড়ি বিক্রি করেন জামিলা।

আপডেট টাইম : ০৪:৪১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: অভাবে স্বভাব বদলায় তাই নারী হয়েও অভাব কে দুর করতে নিজের সংসার চালাতে ঝাল মুড়ি বিক্রি করেই চলেছে লালমনিরহাটের জমিলা বেগম (৪০) এর সংসার। স্বামীর মৃত্যুর পরে সংসারের হাল ধরতে হয়েছে তাকেই । সামান্য পুঁজি নিয়ে নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রয় করতে শুধু ঝালমুড়ি বিক্রি করতে নারী হয়েও ছেলেদের মত ভ্যানগাড়ি চালাতে হয় স্বামী হারা বধূ জামিলা বেগম কে।

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার চামটাহাট বাজারে ভ্যানে ঝাল মুড়ি বিক্রি করতে দেখা মেলে জমিলা বেগমের।এছাড়াও বিভিন্ন গ্রামে কষ্ট করে ভ্যান চালিয়ে ঝাল মুড়ি বিক্রি করে এই সংগ্রামী নারী।
মদাতী ইউনিয়নের তালুক শাখাতী এলাকায় জমিলা বেগম এর বসবাস।

৪ শতক জমিতে জরার্জীন একটি বাড়িতে টেনেটুনে চলছিল জমিলা বেগম এর কষ্টের সংসার। স্বামীর মৃত্যু পর জমিলা বেগম এর সংসারে, নেমে আসে অন্ধকার ও অভাব অনাটন।জমিলার ছেলে জামিনুর (২১) কটকটির ফেরি কাজ করলেও তাতে চলছিল না সংসার। তবে হাল ছাড়েনি জমিলা বেগম।

অবশেষে স্বল্পপূজি নিয়ে জমিলা নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রি করতে। সকাল থেকে রাত পর্যন্ত নিজ এলাকার চামটাহাটে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন জীবন সংগ্রামী এই নারী যোদ্ধা। ঝালমুড়ি বিক্রি করে দিনে আয় ২০০ থেকে ২৫০ টাকা আর তাতেই কোনো মতে চলছে এই সংগ্রামী নারীর জীবন সংসার।

অসহায় জমিলা বেগম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমি ঝাল মুড়ি বিক্রি করি। অনেক কষ্ট হয় সংসার চালানোর জন্য। তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি অসহায়। তাই আমি রাত নেই দিন নেই রাস্তায় ঘুরি আর ঝাল মুড়ি বিক্রি করি। নানান মানুষের নানান কথা বলে আমি মনে কিছু নেই না, আমার ছেলে মেয়েদের জন্যই তো করি। যদি পারেন, আমারে সাহায্যের হাত বাড়ান আমারে কেউ একটা কর্মস্থানের ব্যাবস্থা করে দেন অসহায় ভ্যানচালিত ঝালমুড়ি ব্যাবসায়ী নারী জামিলা উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের কাছে একটি সরকারি ঘরের আকুতি জানিয়েছেন।