পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি Logo বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম । Logo নরসিংদী সদর ও কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্ট পরিচালনা Logo বগুড়ায় মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

সংসার চালাতে ভ্যান গাড়ি চালিয়ে ঝালমুড়ি বিক্রি করেন জামিলা।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: অভাবে স্বভাব বদলায় তাই নারী হয়েও অভাব কে দুর করতে নিজের সংসার চালাতে ঝাল মুড়ি বিক্রি করেই চলেছে লালমনিরহাটের জমিলা বেগম (৪০) এর সংসার। স্বামীর মৃত্যুর পরে সংসারের হাল ধরতে হয়েছে তাকেই । সামান্য পুঁজি নিয়ে নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রয় করতে শুধু ঝালমুড়ি বিক্রি করতে নারী হয়েও ছেলেদের মত ভ্যানগাড়ি চালাতে হয় স্বামী হারা বধূ জামিলা বেগম কে।

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার চামটাহাট বাজারে ভ্যানে ঝাল মুড়ি বিক্রি করতে দেখা মেলে জমিলা বেগমের।এছাড়াও বিভিন্ন গ্রামে কষ্ট করে ভ্যান চালিয়ে ঝাল মুড়ি বিক্রি করে এই সংগ্রামী নারী।
মদাতী ইউনিয়নের তালুক শাখাতী এলাকায় জমিলা বেগম এর বসবাস।

৪ শতক জমিতে জরার্জীন একটি বাড়িতে টেনেটুনে চলছিল জমিলা বেগম এর কষ্টের সংসার। স্বামীর মৃত্যু পর জমিলা বেগম এর সংসারে, নেমে আসে অন্ধকার ও অভাব অনাটন।জমিলার ছেলে জামিনুর (২১) কটকটির ফেরি কাজ করলেও তাতে চলছিল না সংসার। তবে হাল ছাড়েনি জমিলা বেগম।

অবশেষে স্বল্পপূজি নিয়ে জমিলা নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রি করতে। সকাল থেকে রাত পর্যন্ত নিজ এলাকার চামটাহাটে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন জীবন সংগ্রামী এই নারী যোদ্ধা। ঝালমুড়ি বিক্রি করে দিনে আয় ২০০ থেকে ২৫০ টাকা আর তাতেই কোনো মতে চলছে এই সংগ্রামী নারীর জীবন সংসার।

অসহায় জমিলা বেগম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমি ঝাল মুড়ি বিক্রি করি। অনেক কষ্ট হয় সংসার চালানোর জন্য। তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি অসহায়। তাই আমি রাত নেই দিন নেই রাস্তায় ঘুরি আর ঝাল মুড়ি বিক্রি করি। নানান মানুষের নানান কথা বলে আমি মনে কিছু নেই না, আমার ছেলে মেয়েদের জন্যই তো করি। যদি পারেন, আমারে সাহায্যের হাত বাড়ান আমারে কেউ একটা কর্মস্থানের ব্যাবস্থা করে দেন অসহায় ভ্যানচালিত ঝালমুড়ি ব্যাবসায়ী নারী জামিলা উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের কাছে একটি সরকারি ঘরের আকুতি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ

সংসার চালাতে ভ্যান গাড়ি চালিয়ে ঝালমুড়ি বিক্রি করেন জামিলা।

আপডেট টাইম : ০৪:৪১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: অভাবে স্বভাব বদলায় তাই নারী হয়েও অভাব কে দুর করতে নিজের সংসার চালাতে ঝাল মুড়ি বিক্রি করেই চলেছে লালমনিরহাটের জমিলা বেগম (৪০) এর সংসার। স্বামীর মৃত্যুর পরে সংসারের হাল ধরতে হয়েছে তাকেই । সামান্য পুঁজি নিয়ে নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রয় করতে শুধু ঝালমুড়ি বিক্রি করতে নারী হয়েও ছেলেদের মত ভ্যানগাড়ি চালাতে হয় স্বামী হারা বধূ জামিলা বেগম কে।

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার চামটাহাট বাজারে ভ্যানে ঝাল মুড়ি বিক্রি করতে দেখা মেলে জমিলা বেগমের।এছাড়াও বিভিন্ন গ্রামে কষ্ট করে ভ্যান চালিয়ে ঝাল মুড়ি বিক্রি করে এই সংগ্রামী নারী।
মদাতী ইউনিয়নের তালুক শাখাতী এলাকায় জমিলা বেগম এর বসবাস।

৪ শতক জমিতে জরার্জীন একটি বাড়িতে টেনেটুনে চলছিল জমিলা বেগম এর কষ্টের সংসার। স্বামীর মৃত্যু পর জমিলা বেগম এর সংসারে, নেমে আসে অন্ধকার ও অভাব অনাটন।জমিলার ছেলে জামিনুর (২১) কটকটির ফেরি কাজ করলেও তাতে চলছিল না সংসার। তবে হাল ছাড়েনি জমিলা বেগম।

অবশেষে স্বল্পপূজি নিয়ে জমিলা নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রি করতে। সকাল থেকে রাত পর্যন্ত নিজ এলাকার চামটাহাটে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন জীবন সংগ্রামী এই নারী যোদ্ধা। ঝালমুড়ি বিক্রি করে দিনে আয় ২০০ থেকে ২৫০ টাকা আর তাতেই কোনো মতে চলছে এই সংগ্রামী নারীর জীবন সংসার।

অসহায় জমিলা বেগম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমি ঝাল মুড়ি বিক্রি করি। অনেক কষ্ট হয় সংসার চালানোর জন্য। তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি অসহায়। তাই আমি রাত নেই দিন নেই রাস্তায় ঘুরি আর ঝাল মুড়ি বিক্রি করি। নানান মানুষের নানান কথা বলে আমি মনে কিছু নেই না, আমার ছেলে মেয়েদের জন্যই তো করি। যদি পারেন, আমারে সাহায্যের হাত বাড়ান আমারে কেউ একটা কর্মস্থানের ব্যাবস্থা করে দেন অসহায় ভ্যানচালিত ঝালমুড়ি ব্যাবসায়ী নারী জামিলা উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের কাছে একটি সরকারি ঘরের আকুতি জানিয়েছেন।