অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

মুক্তিযোদ্ধা সনদে সন্দেহ একাধিক সচিবের তথ্যানুসন্ধানে দুদক

বাংলার খবর২৪.কমff-m_91913_55056 : আরও পাঁচ সচিব, দুই যুগ্ম সচিব ও এক অতিরিক্ত সচিবসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক।

সোমবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শীর্ষ এই কর্মকর্তাদের কারও কারও বিরুদ্ধে বাবা-ভাইসহ আত্মীয়-স্বজনের নামে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। সম্প্রতি তিন সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়ার পর এসব তথ্য বেরিয়ে আসছে।

মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া আলোচিত সচিবরাই নন, চাকরির শেষ সময়ে এসে ঊর্ধ্বতন অনেক সরকারি কর্মকর্তাই চাকরির মেয়াদ বাড়ানো এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার জন্য অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন, তাদের অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা তো দূরের কথা, মুক্তিযুদ্ধের সময় তাদের যুদ্ধে যাওয়ার বয়সই হয়নি।

যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন-প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব মো. শাহাবউল্লাহ, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর শফিক আলম মেহেদী, ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান, ওএসডি যুগ্ম সচিব জাকির হোসেন, ওএসডি যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং ওএসডি অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন।

যারাই যখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন, তারাই নিয়েছেন মুক্তিযোদ্ধার সনদ। তাদের মধ্যে রয়েছেন ফিরোজ কিবরিয়া, উজ্জ্বল বিকাশ দত্ত, মিজানুর রহমান ও কে এইচ মাসুদ সিদ্দিকী। এই সচিবদের বেশিরভাগের বিরুদ্ধেই অসত্য তথ্য দিয়ে সনদ নেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে ওই পাঁচ সচিবসহ অন্য কর্মকর্তা সবাই অসত্য তথ্য দিয়ে সনদ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তারা সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন দাবি করে বলেন, যাবতীয় তথ্যপ্রমাণ দিয়ে তারা মুক্তিযোদ্ধা সনদ পেয়েছেন। তবে কোন সেক্টরে তারা যুদ্ধ করেছেন, কেউ কেউ সে বিষয়ে স্পষ্ট করে বলতে পারেননি। এই কর্মকর্তাদের কেউই চাকরিতে যোগদানের সময় নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেননি। এমনকি চাকরির প্রায় ৩০ বছরেও তারা মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নেননি। চাকরির বয়সসীমা বাড়ানোর ঘোষণার পরই তারা এই সনদ নিয়েছেন। নিজেদের নামে সনদ নেওয়ার পাশাপাশি ঊর্ধ্বতন এই সরকারি কর্মকর্তাদের কারও কারও বিরুদ্ধে বাবা, ভাইসহ আত্মীয়-স্বজনের নামে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। আত্মীয়-স্বজনকে মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ২০০১ সালের পর থেকে অনেকেই অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। তাদের সবাইকেই আবার যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হবে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে উপজেলা পর্যায় থেকে যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হবে। তবে সরকারের উচ্চ পর্যায়ের যারা ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, তারা ভুয়া প্রতিপন্ন হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার বয়সসীমা দুই বছর বাড়িয়ে যেদিন ৫৯ বছর করা হয়, সেদিন থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহের হিড়িক পড়ে যায়। বর্তমানে মুক্তিযোদ্ধারা ৬০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরি করতে পারেন। অন্যদের চাকরি থেকে অবসর নিতে হয় ৫৯ বছর বয়সেই। ক্যাডার বা নন-ক্যাডার উভয় চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ কোটা রয়েছে। শুধু সরকারি চাকরিতে নয়, চাকরির বাইরেও নানা ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা নিজে এবং তাদের সন্তান ও নাতি-নাতনিরা পর্যন্ত নানা ধরনের সুযোগ পাচ্ছেন। গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি- বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেনের নাম মুক্তিবার্তায় নেই। এমনকি ২০১৩ সালের মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানেও নাম ছিল না তার। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন পিছিয়ে ২০১৪ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের নতুন যে তফসিল ঘোষণা করা হয়, সেখানে ভোটার হিসেবে কাজী আখতার তালিকাভুক্ত হন বলে জানা যায়। কুষ্টিয়ার একজন এমপির সুপারিশের কারণেই মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পান কাজী আখতার।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

মুক্তিযোদ্ধা সনদে সন্দেহ একাধিক সচিবের তথ্যানুসন্ধানে দুদক

আপডেট টাইম : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কমff-m_91913_55056 : আরও পাঁচ সচিব, দুই যুগ্ম সচিব ও এক অতিরিক্ত সচিবসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক।

সোমবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শীর্ষ এই কর্মকর্তাদের কারও কারও বিরুদ্ধে বাবা-ভাইসহ আত্মীয়-স্বজনের নামে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। সম্প্রতি তিন সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়ার পর এসব তথ্য বেরিয়ে আসছে।

মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া আলোচিত সচিবরাই নন, চাকরির শেষ সময়ে এসে ঊর্ধ্বতন অনেক সরকারি কর্মকর্তাই চাকরির মেয়াদ বাড়ানো এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার জন্য অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন, তাদের অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা তো দূরের কথা, মুক্তিযুদ্ধের সময় তাদের যুদ্ধে যাওয়ার বয়সই হয়নি।

যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন-প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব মো. শাহাবউল্লাহ, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর শফিক আলম মেহেদী, ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান, ওএসডি যুগ্ম সচিব জাকির হোসেন, ওএসডি যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং ওএসডি অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন।

যারাই যখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন, তারাই নিয়েছেন মুক্তিযোদ্ধার সনদ। তাদের মধ্যে রয়েছেন ফিরোজ কিবরিয়া, উজ্জ্বল বিকাশ দত্ত, মিজানুর রহমান ও কে এইচ মাসুদ সিদ্দিকী। এই সচিবদের বেশিরভাগের বিরুদ্ধেই অসত্য তথ্য দিয়ে সনদ নেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে ওই পাঁচ সচিবসহ অন্য কর্মকর্তা সবাই অসত্য তথ্য দিয়ে সনদ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তারা সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন দাবি করে বলেন, যাবতীয় তথ্যপ্রমাণ দিয়ে তারা মুক্তিযোদ্ধা সনদ পেয়েছেন। তবে কোন সেক্টরে তারা যুদ্ধ করেছেন, কেউ কেউ সে বিষয়ে স্পষ্ট করে বলতে পারেননি। এই কর্মকর্তাদের কেউই চাকরিতে যোগদানের সময় নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেননি। এমনকি চাকরির প্রায় ৩০ বছরেও তারা মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নেননি। চাকরির বয়সসীমা বাড়ানোর ঘোষণার পরই তারা এই সনদ নিয়েছেন। নিজেদের নামে সনদ নেওয়ার পাশাপাশি ঊর্ধ্বতন এই সরকারি কর্মকর্তাদের কারও কারও বিরুদ্ধে বাবা, ভাইসহ আত্মীয়-স্বজনের নামে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। আত্মীয়-স্বজনকে মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ২০০১ সালের পর থেকে অনেকেই অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। তাদের সবাইকেই আবার যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হবে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে উপজেলা পর্যায় থেকে যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হবে। তবে সরকারের উচ্চ পর্যায়ের যারা ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, তারা ভুয়া প্রতিপন্ন হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার বয়সসীমা দুই বছর বাড়িয়ে যেদিন ৫৯ বছর করা হয়, সেদিন থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহের হিড়িক পড়ে যায়। বর্তমানে মুক্তিযোদ্ধারা ৬০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরি করতে পারেন। অন্যদের চাকরি থেকে অবসর নিতে হয় ৫৯ বছর বয়সেই। ক্যাডার বা নন-ক্যাডার উভয় চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ কোটা রয়েছে। শুধু সরকারি চাকরিতে নয়, চাকরির বাইরেও নানা ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা নিজে এবং তাদের সন্তান ও নাতি-নাতনিরা পর্যন্ত নানা ধরনের সুযোগ পাচ্ছেন। গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি- বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেনের নাম মুক্তিবার্তায় নেই। এমনকি ২০১৩ সালের মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানেও নাম ছিল না তার। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন পিছিয়ে ২০১৪ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের নতুন যে তফসিল ঘোষণা করা হয়, সেখানে ভোটার হিসেবে কাজী আখতার তালিকাভুক্ত হন বলে জানা যায়। কুষ্টিয়ার একজন এমপির সুপারিশের কারণেই মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পান কাজী আখতার।