অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে সড়ক দুর্ঘটনা বেড়েছে, এক মাস না যেতেই মৃত্যু হয়েছে ৭ জনের।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাট বুড়িমারি গামী মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না ,বেপরোয়া ট্রাকের কারনে গত এক মাসে ০৭ জনের প্রান ঝড়েছে এই মহাসড়কে, ফিটনেস বিহীন ওভারলোড ট্রাক ও অনুমোদনহীন যানবাহন চলছে , নিয়ন্ত্রন নেই ট্রাফিক বিভাগের।

লালমনিরহাট জেলার বুড়িমারি শুল্ক বন্দর ঘিরে প্রতিদিন ভারী পন্য বোঝাই ৫০০ ট্রাক চলাচল করে,এদের বেশীর ভাগ ফিটনেস বিহীন, বেপরোয়া ভাবে এবং ওভার লোড নিয়ে ট্রাকগুলো চলাচল করায় গতি নিয়ন্ত্রনে থাকে না এ কারনে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

বুড়িমারি স্থল বন্দর থেকে ১২০ কিঃমিঃ তিস্তা সড়ক সেতু, এক লেনের সড়ক হওয়ায় সড়কের উপর মাত্রা অতিরিক্ত চাপ বেড়েছে।বেপরোয়া গতির ভাড়ী যানবাহন চলাচলের কারনে প্রতি নিয়ত এ দুর্ঘটনা ঘটে চলেছে।

১৫ টন পন্যের অনুমোদন থাকলেও পাথর বোঝাই ট্রাক গুলো ৩০ টন পন্য নিয়ে চলচল করছে তাই ওভারলোড থাকায় ট্রাকের গতি নিয়ন্ত্রনে থাকে না,পাশাপাশি অনুমোদন বিহীন অবৈধ যান ভটভটি,গরুটানা নসিমন,ধীর গতির অটো রিক্সা,ইজিবাইক চলাচল করায় সড়ক হয়ে পড়েছে অনিরাপদ।ফিটনেস বিহীন যানবাহন নিয়ন্ত্রন করার জন্য ট্রাফিক বিভাগের যে কার্যকারী ভুমিকা থাকার কথা তা অনেকটাই নেই।

টোকেন স্লিপ দিয়ে চলাচল করায় ওভার লোড নিয়ে ট্রাক চলছে বেপরোয়া গতিতে।ট্রাফিক পুলিশের লোক দেখানো অভিযান চলে মটর সাইকেলের উপর, এমন অভিযোগ ভুক্ত ভোগী দের। ফেব্রয়ারী মাসে বুড়িমারি থেকে তিস্তা সেতু পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনায় প্রান ঝড়েছে ০৭জনের। আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকায় গত ১৫ই ফেব্রুয়ারী পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম(৪২)নামে যুবকের মৃত্যু হয়,১৮ ফেব্রুয়ারী রাতে পাটগ্রাম উপজেলার চৈতার বাজার এলাকায় শহিদার রহমান(৫৫) নামের ব্যাক্তি মটর সাইকেলের ধাক্কায় মৃত্যুবরন করেন,তার লাশ পরেরদিন উদ্ধার করে পুলিশ।

১৯ ফেব্রুয়ারী পাটগ্রাম উপজেলার উফারমারা এলাকায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক আমিনুল রহমান (৩০)পিষ্ঠ হন, ২৫শে ফেব্রুয়ারী রবিবার শহড়ের পুলিশ লাইন সড়কে পাথর বোঝাই ট্রাকে পিষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ মৃত্যুবরন করে,তার একদিন পরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক ফরিদুল (৩৫) নিহত হয়,২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাক এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মাস্টার্স পরিক্ষার্থী সোহেল রানা (২৫) নিহত হয় ১লা মার্চ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটো রিক্সা থেকে নামার সময় মটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন মসজিদের ইমাম সোলায়মান আলী(৭০),প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাডপাতালে পাঠায়,বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী মৃত্যুবরন করে।

লালমনিরহাট জেলার সচেতন নাগরিকরা বলছেন

তিস্তা সেতু থেকে বুড়িমারি স্থল বন্দর মুখী ১২০ কিলোমিটার সড়কটি এক লেন হওয়ায় যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ বেড়েছে, স্থল বন্দর থেকে প্রতিদিন ৫ শতাধিক পাথর বোঝাই ট্রাক ওভার লোড নিয়ে চলাচল করে এই সড়কে,অতিরিক্ত পন্য বোঝাই ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে মহাসড়ক,ফলে সড়কে দুর্ঘটনা বেড়েছে এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।যতদ্রুত এই সড়কটি চার লেনে উন্নতি, ফিটনেস বিহিন ট্রাক চলাচলে ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রন সহ মহাসড়কে ধীর গতির যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা জরুরী হয়ে পড়েছে বলে জানান।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে সড়ক দুর্ঘটনা বেড়েছে, এক মাস না যেতেই মৃত্যু হয়েছে ৭ জনের।

আপডেট টাইম : ০১:০২:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাট বুড়িমারি গামী মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না ,বেপরোয়া ট্রাকের কারনে গত এক মাসে ০৭ জনের প্রান ঝড়েছে এই মহাসড়কে, ফিটনেস বিহীন ওভারলোড ট্রাক ও অনুমোদনহীন যানবাহন চলছে , নিয়ন্ত্রন নেই ট্রাফিক বিভাগের।

লালমনিরহাট জেলার বুড়িমারি শুল্ক বন্দর ঘিরে প্রতিদিন ভারী পন্য বোঝাই ৫০০ ট্রাক চলাচল করে,এদের বেশীর ভাগ ফিটনেস বিহীন, বেপরোয়া ভাবে এবং ওভার লোড নিয়ে ট্রাকগুলো চলাচল করায় গতি নিয়ন্ত্রনে থাকে না এ কারনে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

বুড়িমারি স্থল বন্দর থেকে ১২০ কিঃমিঃ তিস্তা সড়ক সেতু, এক লেনের সড়ক হওয়ায় সড়কের উপর মাত্রা অতিরিক্ত চাপ বেড়েছে।বেপরোয়া গতির ভাড়ী যানবাহন চলাচলের কারনে প্রতি নিয়ত এ দুর্ঘটনা ঘটে চলেছে।

১৫ টন পন্যের অনুমোদন থাকলেও পাথর বোঝাই ট্রাক গুলো ৩০ টন পন্য নিয়ে চলচল করছে তাই ওভারলোড থাকায় ট্রাকের গতি নিয়ন্ত্রনে থাকে না,পাশাপাশি অনুমোদন বিহীন অবৈধ যান ভটভটি,গরুটানা নসিমন,ধীর গতির অটো রিক্সা,ইজিবাইক চলাচল করায় সড়ক হয়ে পড়েছে অনিরাপদ।ফিটনেস বিহীন যানবাহন নিয়ন্ত্রন করার জন্য ট্রাফিক বিভাগের যে কার্যকারী ভুমিকা থাকার কথা তা অনেকটাই নেই।

টোকেন স্লিপ দিয়ে চলাচল করায় ওভার লোড নিয়ে ট্রাক চলছে বেপরোয়া গতিতে।ট্রাফিক পুলিশের লোক দেখানো অভিযান চলে মটর সাইকেলের উপর, এমন অভিযোগ ভুক্ত ভোগী দের। ফেব্রয়ারী মাসে বুড়িমারি থেকে তিস্তা সেতু পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনায় প্রান ঝড়েছে ০৭জনের। আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকায় গত ১৫ই ফেব্রুয়ারী পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম(৪২)নামে যুবকের মৃত্যু হয়,১৮ ফেব্রুয়ারী রাতে পাটগ্রাম উপজেলার চৈতার বাজার এলাকায় শহিদার রহমান(৫৫) নামের ব্যাক্তি মটর সাইকেলের ধাক্কায় মৃত্যুবরন করেন,তার লাশ পরেরদিন উদ্ধার করে পুলিশ।

১৯ ফেব্রুয়ারী পাটগ্রাম উপজেলার উফারমারা এলাকায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক আমিনুল রহমান (৩০)পিষ্ঠ হন, ২৫শে ফেব্রুয়ারী রবিবার শহড়ের পুলিশ লাইন সড়কে পাথর বোঝাই ট্রাকে পিষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ মৃত্যুবরন করে,তার একদিন পরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক ফরিদুল (৩৫) নিহত হয়,২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাক এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মাস্টার্স পরিক্ষার্থী সোহেল রানা (২৫) নিহত হয় ১লা মার্চ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটো রিক্সা থেকে নামার সময় মটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন মসজিদের ইমাম সোলায়মান আলী(৭০),প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাডপাতালে পাঠায়,বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী মৃত্যুবরন করে।

লালমনিরহাট জেলার সচেতন নাগরিকরা বলছেন

তিস্তা সেতু থেকে বুড়িমারি স্থল বন্দর মুখী ১২০ কিলোমিটার সড়কটি এক লেন হওয়ায় যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ বেড়েছে, স্থল বন্দর থেকে প্রতিদিন ৫ শতাধিক পাথর বোঝাই ট্রাক ওভার লোড নিয়ে চলাচল করে এই সড়কে,অতিরিক্ত পন্য বোঝাই ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে মহাসড়ক,ফলে সড়কে দুর্ঘটনা বেড়েছে এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।যতদ্রুত এই সড়কটি চার লেনে উন্নতি, ফিটনেস বিহিন ট্রাক চলাচলে ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রন সহ মহাসড়কে ধীর গতির যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা জরুরী হয়ে পড়েছে বলে জানান।