অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

আঁচলের লুঙ্গি ধরে টানাটানি!

বাংলার খবর২৪.কম gunda-1lungi-dance-mp3-song-gunda-the-terrorist-bangla-movie-ft-achollungi-dance-video-song-gunda-the-terrorist-movie: ঢালিউডে এতদিন বাপ্পি চৌধুরীকে সবাই ভদ্র ছেলে হিসেবেই জানতো। কিন্তু হঠাৎ করে যেন তার চরিত্রে কালি পড়লো। এফডিসিতে আওয়াজ উঠলো, আঁচলের লুঙ্গি নিয়ে টানাটানি করেছেন বাপ্পি। এ কথায় সায় দিল আঁচলও। ব্যস্ত এফডিসিতে বাপ্পি এখন ‘লুঙ্গি টানা’ নায়ক।
অবশ্য এতে নাকি বাপ্পির কোন অপরাধ নেই বলে জানিয়েছেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। তিনি জানান, আসলে তার নতুন সিনেমা ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’র শ্যুটিং করতে গিয়েই এ লুঙ্গি টানাটানি। ছবিটিতে একটি আইটেম গানের সঙ্গে লুঙ্গি ডান্স দিয়েছেন বাপ্পি ও আঁচল।
জানা গেছে, বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজও শেষ। এখন ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীগ্রই এটি সেন্সরবোর্ডে জমা পড়বে।
পরিচালক জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় ১২ আগস্ট থেকে শুরু হয় সিনেমার শুটিং। শুধুমাত্র গান ও অ্যাকশন দৃশ্য ধারণের জন্য টানা ১৫ দিন কক্সবাজারে শুটিং করেছে এ সিনেমার ইউনিট। সেখানে তিনটি গানের দৃশ্যায়ন হয়েছে। অবশেষে ১৩ সেপ্টেম্বর এক মাসের মাথায় চলচ্চিত্রটির শুটিং শেষ হয়।
সিনেমাটির গল্পে দেখা যাবে, নায়ক বাপ্পির ওপর যখন শত্রুরা আক্রমণ করে তখন, ভালোবাসার মানুষটিকে বাঁচাতে বসে থাকেননি আঁচল। বাপ্পি-আঁচল মিলে লড়তে থাকেন শত্রুদের সঙ্গে। অবশেষে বাপ্পি মিশা সওদাগরকে গলা টিপে হত্যা করেন। এর মাধ্যমেই শেষ হয় আঁচল-বাপ্পি জুটির গুন্ডা : দ্য টেরোরিস্ট সিনেমার গল্প।

আঁচল জানান, এক মাসের মধ্যেই শেষ হলো এ সিনেমার শুটিং। খুব ভালো লাগছে। টানা শুটিং হওয়াতে একটু চাপ হলেও গেট আপ থেকে শুরু করে নিজের চরিত্রের মধ্যে মনোযোগ রাখতে কোনো সমস্যা হয়নি।
বাপ্পি বলেন, এ সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শেষ করেছি। আমাদের পুরো শুটিং টিম মন দিয়ে কাজ করেছে। এ কাজের প্রতি আমি আলাদাভাবে নজর দিয়েছি। এর গল্পটা একটু ভিন্ন।
গুন্ডা : দ্য টেরোরিস্ট সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন হালের আলোচিত জুটি আঁচল আঁখি ও বাপ্পি চৌধুরী। এতে আরো অভিনয় করছেন তানভীর তনু ও অমৃতা খান। এই ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন বাপ্পি ও আঁচল।
উল্লেখ্য, এর আগে আঁচল ও বাপ্পি একসঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এগুলো হলো- জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, আজব প্রেম।
সূত্র : টক্কিজবিডি ডটকম।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

আঁচলের লুঙ্গি ধরে টানাটানি!

আপডেট টাইম : ০২:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম gunda-1lungi-dance-mp3-song-gunda-the-terrorist-bangla-movie-ft-achollungi-dance-video-song-gunda-the-terrorist-movie: ঢালিউডে এতদিন বাপ্পি চৌধুরীকে সবাই ভদ্র ছেলে হিসেবেই জানতো। কিন্তু হঠাৎ করে যেন তার চরিত্রে কালি পড়লো। এফডিসিতে আওয়াজ উঠলো, আঁচলের লুঙ্গি নিয়ে টানাটানি করেছেন বাপ্পি। এ কথায় সায় দিল আঁচলও। ব্যস্ত এফডিসিতে বাপ্পি এখন ‘লুঙ্গি টানা’ নায়ক।
অবশ্য এতে নাকি বাপ্পির কোন অপরাধ নেই বলে জানিয়েছেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। তিনি জানান, আসলে তার নতুন সিনেমা ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’র শ্যুটিং করতে গিয়েই এ লুঙ্গি টানাটানি। ছবিটিতে একটি আইটেম গানের সঙ্গে লুঙ্গি ডান্স দিয়েছেন বাপ্পি ও আঁচল।
জানা গেছে, বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজও শেষ। এখন ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীগ্রই এটি সেন্সরবোর্ডে জমা পড়বে।
পরিচালক জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় ১২ আগস্ট থেকে শুরু হয় সিনেমার শুটিং। শুধুমাত্র গান ও অ্যাকশন দৃশ্য ধারণের জন্য টানা ১৫ দিন কক্সবাজারে শুটিং করেছে এ সিনেমার ইউনিট। সেখানে তিনটি গানের দৃশ্যায়ন হয়েছে। অবশেষে ১৩ সেপ্টেম্বর এক মাসের মাথায় চলচ্চিত্রটির শুটিং শেষ হয়।
সিনেমাটির গল্পে দেখা যাবে, নায়ক বাপ্পির ওপর যখন শত্রুরা আক্রমণ করে তখন, ভালোবাসার মানুষটিকে বাঁচাতে বসে থাকেননি আঁচল। বাপ্পি-আঁচল মিলে লড়তে থাকেন শত্রুদের সঙ্গে। অবশেষে বাপ্পি মিশা সওদাগরকে গলা টিপে হত্যা করেন। এর মাধ্যমেই শেষ হয় আঁচল-বাপ্পি জুটির গুন্ডা : দ্য টেরোরিস্ট সিনেমার গল্প।

আঁচল জানান, এক মাসের মধ্যেই শেষ হলো এ সিনেমার শুটিং। খুব ভালো লাগছে। টানা শুটিং হওয়াতে একটু চাপ হলেও গেট আপ থেকে শুরু করে নিজের চরিত্রের মধ্যে মনোযোগ রাখতে কোনো সমস্যা হয়নি।
বাপ্পি বলেন, এ সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শেষ করেছি। আমাদের পুরো শুটিং টিম মন দিয়ে কাজ করেছে। এ কাজের প্রতি আমি আলাদাভাবে নজর দিয়েছি। এর গল্পটা একটু ভিন্ন।
গুন্ডা : দ্য টেরোরিস্ট সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন হালের আলোচিত জুটি আঁচল আঁখি ও বাপ্পি চৌধুরী। এতে আরো অভিনয় করছেন তানভীর তনু ও অমৃতা খান। এই ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন বাপ্পি ও আঁচল।
উল্লেখ্য, এর আগে আঁচল ও বাপ্পি একসঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এগুলো হলো- জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, আজব প্রেম।
সূত্র : টক্কিজবিডি ডটকম।