পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৪৫৪ কোটি ব্যয়ে ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষর

বাংলার খবর২৪.কম 1414507993: চট্টগ্রামে ৪৫৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রাম ক্লাবে মঙ্গলবার দুপুরে যৌথভাবে কার্যাদেশ পাওয়া চীনা প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কিনের (জেভি) সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে জানান চউক’র চেয়ারম্যান আবদুচ ছালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে আশা রাখি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১০ সেপ্টেম্বর একনেক, পরিকল্পনা কমিশন ও সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্প চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করার যে উদ্যোগ তা একধাপ এগিয়ে দেবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যান চলাচলের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

চউক চেয়ারম্যান আরও বলেন, ২০১৬ সালের জুনে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ফ্লাইওভার নির্মাণ হলে দেশের সার্বিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তবে প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, নগরীতে সাবলীলভাবে যানবাহন চলাচলের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সাতটি সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩ নম্বরে বলা হয়েছে, যানবাহনের চাপের ওপর সমীক্ষার ভিত্তিতে চউক দুই নম্বর গেট ও জিউসি মোড় অন্তর্ভুক্ত করে ফ্লাইওভার নির্মাণ বিবেচনা করা যেতে পারে। কিন্তু ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের মুরাদপুর-লালখান বাজার প্রস্তাবিত ফ্লাইওভারটি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যা পুনঃনিরীক্ষার দাবি রাখে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর, সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল, চসিক প্যানেল মেয়র মোহম্মদ হোসেন, চউক বোর্ড মেম্বার জসিম উদ্দিন ও টিপু সুলতান, চউক প্রধান প্রকৌশলী জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১০ সালের ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ও কদমতলীসহ পাঁচটি ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতোমধ্যে বহদ্দারহাট ফ্লাইওভার ও দেওয়ানহাট ওভারপাসের নির্মাণ কাজ শেষ হয়েছে। কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজও শেষ পর্যায়ে। পাঁচটি ফ্লাইওভারের মধ্যে বহদ্দারহাট ও কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করা হলেও মুরাদপুর মোড়, ষোলশহর ২ নম্বর গেট এবং জিইসি মোড়ের ফ্লাইওভার তিনটি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হয়।

মুরাদপুর মোড়ে ১৮০৪ ফুট লম্বা চার লেন, ষোলশহর ২ নম্বর গেট মোড়েও ১৮০৪ ফুট লম্বা চার লেন এবং জিইসি মোড়ে ১৮৫৩ ফুট লম্বা চার লেন ফ্লাইওভার নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১৫০ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নের আগে চউক ডিডিসি, এসএআরএম, ডিপিএম-জেভিকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

চট্টগ্রামে ৪৫৪ কোটি ব্যয়ে ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষর

আপডেট টাইম : ০৩:০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম 1414507993: চট্টগ্রামে ৪৫৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রাম ক্লাবে মঙ্গলবার দুপুরে যৌথভাবে কার্যাদেশ পাওয়া চীনা প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কিনের (জেভি) সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে জানান চউক’র চেয়ারম্যান আবদুচ ছালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে আশা রাখি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১০ সেপ্টেম্বর একনেক, পরিকল্পনা কমিশন ও সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্প চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করার যে উদ্যোগ তা একধাপ এগিয়ে দেবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যান চলাচলের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

চউক চেয়ারম্যান আরও বলেন, ২০১৬ সালের জুনে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ফ্লাইওভার নির্মাণ হলে দেশের সার্বিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তবে প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, নগরীতে সাবলীলভাবে যানবাহন চলাচলের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সাতটি সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩ নম্বরে বলা হয়েছে, যানবাহনের চাপের ওপর সমীক্ষার ভিত্তিতে চউক দুই নম্বর গেট ও জিউসি মোড় অন্তর্ভুক্ত করে ফ্লাইওভার নির্মাণ বিবেচনা করা যেতে পারে। কিন্তু ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের মুরাদপুর-লালখান বাজার প্রস্তাবিত ফ্লাইওভারটি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যা পুনঃনিরীক্ষার দাবি রাখে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর, সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল, চসিক প্যানেল মেয়র মোহম্মদ হোসেন, চউক বোর্ড মেম্বার জসিম উদ্দিন ও টিপু সুলতান, চউক প্রধান প্রকৌশলী জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১০ সালের ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ও কদমতলীসহ পাঁচটি ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতোমধ্যে বহদ্দারহাট ফ্লাইওভার ও দেওয়ানহাট ওভারপাসের নির্মাণ কাজ শেষ হয়েছে। কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজও শেষ পর্যায়ে। পাঁচটি ফ্লাইওভারের মধ্যে বহদ্দারহাট ও কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করা হলেও মুরাদপুর মোড়, ষোলশহর ২ নম্বর গেট এবং জিইসি মোড়ের ফ্লাইওভার তিনটি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হয়।

মুরাদপুর মোড়ে ১৮০৪ ফুট লম্বা চার লেন, ষোলশহর ২ নম্বর গেট মোড়েও ১৮০৪ ফুট লম্বা চার লেন এবং জিইসি মোড়ে ১৮৫৩ ফুট লম্বা চার লেন ফ্লাইওভার নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১৫০ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নের আগে চউক ডিডিসি, এসএআরএম, ডিপিএম-জেভিকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে।