পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

বৃহস্পতিবারও হরতাল দিয়েছে জামায়াত

বাংলার খবর২৪.কম index_56479 : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনিসহ আটক সকল জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ হরতাল আহ্বান করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে যে প্রহসনের আয়োজন করেছে, দেশে-বিদেশে তার কোন গ্রহণযোগ্যতা নেই। সরকারের মন্ত্রী ও দলীয় নেতাদের বক্তব্যে প্রতীয়মান হয় যে, আদালতের বিচার কার্যক্রম সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। সরকারি পৃষ্ঠপোকতায় শাহবাগে গণজাগরণ মঞ্চ স্থাপিত হওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রী ‘গণজাগরণ মঞ্চের দাবি বিবেচনায় নিয়ে রায় দেয়ার’ জন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানান। ২০১৩ সালে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী মিশরে সফরে গিয়ে আল্লামা সাঈদী ও আব্দুল কাদের মোল্লার মামলায় রায়ের দিন ও তারিখ ঘোষণা করে বক্তব্য দেন। বিচার কার্যক্রম সম্পন্ন হবার পূর্বেই সরকার ফাঁসিতে ঝুলানোর ঘোষণা দেন।

তিনি আরো বলেন, মাওলানা নিজামীর রায় ঘোষণার পর সরকারের আইনমন্ত্রী প্রকাশ্যভাবে বক্তব্য রেখেছেন ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগে বহাল রেখে দ্রুত তা কার্যকরের ব্যবস্থা করা হবে। আপিল বিভাগে কোন মামলার রায় বহাল থাকবে কী থাকবে না তা বলার এখতিয়ার আইনমন্ত্রীর নেই। সরকারের ও আইনমন্ত্রীর বক্তব্যে আবারো প্রমাণ হল, সরকারের সিদ্ধান্তেই বিচার কার্যক্রম চলছে।

মকবুল আহমেদ বলেন, সরকারের প্রতিহিংসামূলক এসব কর্মকা- জনগণ মানেনা। সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে মীর কাসেম আলীকে হত্যার যে পরিকল্পনা সরকার করেছে জনগণ গণতান্ত্রিক উপায়ে তার মোকাবেলা করবে।

এসময় হরতালসহ নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয় :

১. জামায়াত নেতৃবৃন্দকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কামারুজ্জামানসহ আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঘোষিত ২ ও ৩ নভেম্বর রবি ও সোমবারের শান্তিপূর্ণ হরতাল অব্যাহত থাকবে।

২. ৪ নভেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষ্যে আলোচনা এবং জামায়াত নেতৃবৃন্দের মুক্তির জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠান।

৩. মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্র ও সরকারের সীমাহীন ব্যর্থতায় ১ নভেম্বর দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে ৫ নভেম্বর বুধবার দেশব্যাপী বিক্ষোভ।

৪. মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।

তবে এম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

বৃহস্পতিবারও হরতাল দিয়েছে জামায়াত

আপডেট টাইম : ১০:০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম index_56479 : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনিসহ আটক সকল জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ হরতাল আহ্বান করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে যে প্রহসনের আয়োজন করেছে, দেশে-বিদেশে তার কোন গ্রহণযোগ্যতা নেই। সরকারের মন্ত্রী ও দলীয় নেতাদের বক্তব্যে প্রতীয়মান হয় যে, আদালতের বিচার কার্যক্রম সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। সরকারি পৃষ্ঠপোকতায় শাহবাগে গণজাগরণ মঞ্চ স্থাপিত হওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রী ‘গণজাগরণ মঞ্চের দাবি বিবেচনায় নিয়ে রায় দেয়ার’ জন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানান। ২০১৩ সালে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী মিশরে সফরে গিয়ে আল্লামা সাঈদী ও আব্দুল কাদের মোল্লার মামলায় রায়ের দিন ও তারিখ ঘোষণা করে বক্তব্য দেন। বিচার কার্যক্রম সম্পন্ন হবার পূর্বেই সরকার ফাঁসিতে ঝুলানোর ঘোষণা দেন।

তিনি আরো বলেন, মাওলানা নিজামীর রায় ঘোষণার পর সরকারের আইনমন্ত্রী প্রকাশ্যভাবে বক্তব্য রেখেছেন ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগে বহাল রেখে দ্রুত তা কার্যকরের ব্যবস্থা করা হবে। আপিল বিভাগে কোন মামলার রায় বহাল থাকবে কী থাকবে না তা বলার এখতিয়ার আইনমন্ত্রীর নেই। সরকারের ও আইনমন্ত্রীর বক্তব্যে আবারো প্রমাণ হল, সরকারের সিদ্ধান্তেই বিচার কার্যক্রম চলছে।

মকবুল আহমেদ বলেন, সরকারের প্রতিহিংসামূলক এসব কর্মকা- জনগণ মানেনা। সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে মীর কাসেম আলীকে হত্যার যে পরিকল্পনা সরকার করেছে জনগণ গণতান্ত্রিক উপায়ে তার মোকাবেলা করবে।

এসময় হরতালসহ নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয় :

১. জামায়াত নেতৃবৃন্দকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কামারুজ্জামানসহ আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঘোষিত ২ ও ৩ নভেম্বর রবি ও সোমবারের শান্তিপূর্ণ হরতাল অব্যাহত থাকবে।

২. ৪ নভেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষ্যে আলোচনা এবং জামায়াত নেতৃবৃন্দের মুক্তির জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠান।

৩. মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্র ও সরকারের সীমাহীন ব্যর্থতায় ১ নভেম্বর দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে ৫ নভেম্বর বুধবার দেশব্যাপী বিক্ষোভ।

৪. মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।

তবে এম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।