অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

পদোন্নতি পাচ্ছেন ৬০০ কর্মকর্তা তিন স্তরের এই পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের কাগজ যাচাই করে তালিকাও তৈরি করা হয়েছে।

ফারুক আহম্মেদ সুজন :10_96172_0 জনপ্রশাসনে তিন স্তরের প্রায় ৬০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এর মধ্যে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে দেড় শতাধিক কর্মকর্তা ও উপসচিব থেকে যুগ্ম সচিব পদে প্রায় দুই শতাধিক কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে আড়াইশ’ কর্মকর্তা রয়েছেন। এরই মধ্যে তিন স্তরের এই পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের কাগজ যাচাই করে তালিকাও তৈরি করা হয়েছে। শিগগিরই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকে এ তালিকা চূড়ান্ত শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে গেজেট জারি করা হবে। পদোন্নতি পাচ্ছেন ৬০০ কর্মকর্তা

ডিসেম্বর নাগাদ এ প্রক্রিয়া শেষ হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, তিন স্তরের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি রুটিন কাজ। যাদের যোগ্য মনে হবে, তাদেরই পদোন্নতি দেওয়া হবে। এ ক্ষেত্রে শুধু এসিআর নয়, কর্মকর্তাদের অতীতও পর্যালোচনা করা হবে।

সূত্র জানায়, সম্প্রতি এসএসবির এক বৈঠকে জনপ্রশাসনে তিন স্তরের পদোন্নতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। তিন স্তরের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে বিগত সময়ে বঞ্চিতদের মধ্যে কিছুসংখ্যক কর্মকর্তা এবার পদোন্নতির আওতায় আসছেন।

সরকার-সমর্থক হয়েও যারা বঞ্চিত হয়েছেন, তাদের অনেকেই এবার পদোন্নতি পাবেন। এর বাইরে অতিরিক্ত সচিব পদে ‘৮৫ ব্যাচকে বিবেচনায় আনা হচ্ছে। এই ব্যাচ থেকে মেধাবী ও দক্ষ কর্মকর্তা বিবেচনা করে প্রায় ১২৫ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে মেধাক্রম বিবেচিত হবে না। সঠিক সময়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে যাদের যোগ্যতা রয়েছে, এমন কিছু কর্মকর্তাকেই বিবেচনায় আনা হবে।

যুগ্ম সচিব পদে পদোন্নতিতে ‘৮৬ ব্যাচের বঞ্চিত কর্মকর্তা ছাড়াও নবম ও দশম ব্যাচের কর্মকর্তারা স্থান পাবেন। এ স্তরের পদোন্নতিতে ১১তম ব্যাচের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে তদবির করছেন। কিন্তু পদোন্নতির সঙ্গে সংশ্লিষ্ট বড় একটি অংশ তাদের এবার পদোন্নতির আওতায় আনার বিষয়টি বিবেচনায় আনতে নারাজ। তবে সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেলে এ ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির বিবেচনা করা হতে পারে। উপসচিব পর্যায়ে পদোন্নতিতে মূলত ২০তম ব্যাচকেই বিবেচনায় আনা হচ্ছে। এ ছাড়া কিছুসংখ্যক কর্মকর্তা এ স্তরের পদোন্নতির আওতায় আসবেন, যারা বিগত সময়ে বঞ্চিত হয়েছেন। অনেকেই পদোন্নতির আশায় মন্ত্রী-এমপিদের ডিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। অনেকে দলবদ্ধভাবে এসএসবির সদস্যের সঙ্গে দেখা করছেন।

পদ নেই পদোন্নতি: প্রশাসনে শূন্য পদ না থাকলেও এই পদোন্নতি দেওয়া হচ্ছে। প্রশাসনের অতিরিক্ত সচিব পদে ১৩০টি পদ থাকলেও বর্তমানের এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জন। এ পদে প্রায় ১০০ কর্মকর্তা আগের পদে এখনও কর্মরত রয়েছেন। নতুন পদ সৃষ্টি করে তাদের পদায়ন করা যায়নি। এর পরও আবার প্রায় দেড়শ’ কর্মকর্তাকে এ পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একইভাবে যুগ্ম সচিব পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা দ্বিগুণের বেশি দাঁড়িয়েছে। বর্তমানে যুগ্ম সচিব পদ রয়েছে ৪৩০টি। এর বিপরীতে কর্মকর্তা দাঁড়িয়েছেন ৯০৭ জন।এ পদে প্রায় আড়াইশ’ কর্মকর্তা আগের পদে এখনও কর্মরত রয়েছেন।

যুগ্ম সচিব হয়েও তারা কাজ করছেন উপসচিবের। এর পরও এ পদে আরও ২০০ কর্মকর্তাকে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে উপসচিবের অনুমোদিত পদ আছে ৮৩০টি। কিন্তু বর্তমানে উপসচিব আছেন এক হাজার ৩১৩ জন। এ পদে প্রায় ৫০০ কর্মকর্তা এখনও বাড়তি রয়েছেন। এর পরও আড়াইশ’ কর্মকর্তাকে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এ পদোন্নতির ফলে প্রশাসনে লেজেগোবরে অবস্থা সৃষ্টি হবে বলে প্রশাসন-সংশ্লিষ্টরা আশঙ্কা করেন।

নিচের স্তরে কম কর্মকর্তা: ওপরের স্তরে পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা মাত্রাতিরিক্ত হলেও নিচের স্তরের সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) পর্যায়ের এখনও অনেক পদ শূন্য। বর্তমানে সিনিয়র সহকারী সচিব আছেন এক হাজার ৪৩৪ জন। পদ রয়েছে এক হাজার ৮০০। সহকারী সচিব (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) আছেন এক হাজার ৯৫ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই পদে প্রয়োজন আরও ৭০০ থেকে ৮০০ কর্মকর্তা। নিচের স্তরে কর্মকর্তার অভাবে সহকারী কমিশনারের (এসিল্যান্ড) প্রায় অর্ধেক পদই ফাঁকা। বর্তমানে এসিল্যান্ডের মঞ্জুরিকৃত পদ আছে ৪৮৫।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ।

পদোন্নতি পাচ্ছেন ৬০০ কর্মকর্তা তিন স্তরের এই পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের কাগজ যাচাই করে তালিকাও তৈরি করা হয়েছে।

আপডেট টাইম : ০৮:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০১৪

ফারুক আহম্মেদ সুজন :10_96172_0 জনপ্রশাসনে তিন স্তরের প্রায় ৬০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এর মধ্যে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে দেড় শতাধিক কর্মকর্তা ও উপসচিব থেকে যুগ্ম সচিব পদে প্রায় দুই শতাধিক কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে আড়াইশ’ কর্মকর্তা রয়েছেন। এরই মধ্যে তিন স্তরের এই পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের কাগজ যাচাই করে তালিকাও তৈরি করা হয়েছে। শিগগিরই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকে এ তালিকা চূড়ান্ত শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে গেজেট জারি করা হবে। পদোন্নতি পাচ্ছেন ৬০০ কর্মকর্তা

ডিসেম্বর নাগাদ এ প্রক্রিয়া শেষ হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, তিন স্তরের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি রুটিন কাজ। যাদের যোগ্য মনে হবে, তাদেরই পদোন্নতি দেওয়া হবে। এ ক্ষেত্রে শুধু এসিআর নয়, কর্মকর্তাদের অতীতও পর্যালোচনা করা হবে।

সূত্র জানায়, সম্প্রতি এসএসবির এক বৈঠকে জনপ্রশাসনে তিন স্তরের পদোন্নতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। তিন স্তরের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে বিগত সময়ে বঞ্চিতদের মধ্যে কিছুসংখ্যক কর্মকর্তা এবার পদোন্নতির আওতায় আসছেন।

সরকার-সমর্থক হয়েও যারা বঞ্চিত হয়েছেন, তাদের অনেকেই এবার পদোন্নতি পাবেন। এর বাইরে অতিরিক্ত সচিব পদে ‘৮৫ ব্যাচকে বিবেচনায় আনা হচ্ছে। এই ব্যাচ থেকে মেধাবী ও দক্ষ কর্মকর্তা বিবেচনা করে প্রায় ১২৫ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে মেধাক্রম বিবেচিত হবে না। সঠিক সময়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে যাদের যোগ্যতা রয়েছে, এমন কিছু কর্মকর্তাকেই বিবেচনায় আনা হবে।

যুগ্ম সচিব পদে পদোন্নতিতে ‘৮৬ ব্যাচের বঞ্চিত কর্মকর্তা ছাড়াও নবম ও দশম ব্যাচের কর্মকর্তারা স্থান পাবেন। এ স্তরের পদোন্নতিতে ১১তম ব্যাচের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে তদবির করছেন। কিন্তু পদোন্নতির সঙ্গে সংশ্লিষ্ট বড় একটি অংশ তাদের এবার পদোন্নতির আওতায় আনার বিষয়টি বিবেচনায় আনতে নারাজ। তবে সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেলে এ ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির বিবেচনা করা হতে পারে। উপসচিব পর্যায়ে পদোন্নতিতে মূলত ২০তম ব্যাচকেই বিবেচনায় আনা হচ্ছে। এ ছাড়া কিছুসংখ্যক কর্মকর্তা এ স্তরের পদোন্নতির আওতায় আসবেন, যারা বিগত সময়ে বঞ্চিত হয়েছেন। অনেকেই পদোন্নতির আশায় মন্ত্রী-এমপিদের ডিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। অনেকে দলবদ্ধভাবে এসএসবির সদস্যের সঙ্গে দেখা করছেন।

পদ নেই পদোন্নতি: প্রশাসনে শূন্য পদ না থাকলেও এই পদোন্নতি দেওয়া হচ্ছে। প্রশাসনের অতিরিক্ত সচিব পদে ১৩০টি পদ থাকলেও বর্তমানের এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জন। এ পদে প্রায় ১০০ কর্মকর্তা আগের পদে এখনও কর্মরত রয়েছেন। নতুন পদ সৃষ্টি করে তাদের পদায়ন করা যায়নি। এর পরও আবার প্রায় দেড়শ’ কর্মকর্তাকে এ পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একইভাবে যুগ্ম সচিব পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা দ্বিগুণের বেশি দাঁড়িয়েছে। বর্তমানে যুগ্ম সচিব পদ রয়েছে ৪৩০টি। এর বিপরীতে কর্মকর্তা দাঁড়িয়েছেন ৯০৭ জন।এ পদে প্রায় আড়াইশ’ কর্মকর্তা আগের পদে এখনও কর্মরত রয়েছেন।

যুগ্ম সচিব হয়েও তারা কাজ করছেন উপসচিবের। এর পরও এ পদে আরও ২০০ কর্মকর্তাকে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে উপসচিবের অনুমোদিত পদ আছে ৮৩০টি। কিন্তু বর্তমানে উপসচিব আছেন এক হাজার ৩১৩ জন। এ পদে প্রায় ৫০০ কর্মকর্তা এখনও বাড়তি রয়েছেন। এর পরও আড়াইশ’ কর্মকর্তাকে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এ পদোন্নতির ফলে প্রশাসনে লেজেগোবরে অবস্থা সৃষ্টি হবে বলে প্রশাসন-সংশ্লিষ্টরা আশঙ্কা করেন।

নিচের স্তরে কম কর্মকর্তা: ওপরের স্তরে পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা মাত্রাতিরিক্ত হলেও নিচের স্তরের সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) পর্যায়ের এখনও অনেক পদ শূন্য। বর্তমানে সিনিয়র সহকারী সচিব আছেন এক হাজার ৪৩৪ জন। পদ রয়েছে এক হাজার ৮০০। সহকারী সচিব (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) আছেন এক হাজার ৯৫ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই পদে প্রয়োজন আরও ৭০০ থেকে ৮০০ কর্মকর্তা। নিচের স্তরে কর্মকর্তার অভাবে সহকারী কমিশনারের (এসিল্যান্ড) প্রায় অর্ধেক পদই ফাঁকা। বর্তমানে এসিল্যান্ডের মঞ্জুরিকৃত পদ আছে ৪৮৫।