অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বড়পুকুরিয়ায় ৩শ’ মে. টন কয়লা লোপাট : বরখাস্ত ৫

বাংলার খবর২৪.কম : দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৩শ’ মেট্রিক টন কয়লা লোপাটের ঘটনায় ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন খনি কর্তৃপক্ষ।

বরখাস্তকৃতরা হলেন- বিসিএমসিএল খনির জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারি, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ও ডিএম (সেল্স) কামরুল ইসলাম, আউট সোর্সিং কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ এবং পিয়ন রবিউল ইসলাম।

সোমবার বিকেলে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সাভারের জিরানীবাজার এলাকার মাসুম আলী নামে এক ব্যবসায়ী রবিন ট্রের্ডাসের অনুকূলে ৩শ’ মেট্রিক টন কয়লার ভুয়া কাগজ-পত্র নিয়ে গত ১৫ মে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক, ফুলবাড়ী শাখায় ৯ হাজার ২০০ (সরকারি বিক্রয় মূল্য) টাকা প্রতি টন হিসেবে মোট কয়লার মূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা জমা দানের জাল/ভুয়া একটি মুড়ি ও ব্যাংক প্রত্যায়ন পত্র/সার্টিফিকেট করে এদিন বিকেলেই আনুমানিক ৩টার দিকে আবেদনের সঙ্গে তা খনির কয়লা বিক্রয় শাখায় জমা দেয়। সেদিন বিকেলে রহস্যজনকভাবে কাগজ-পত্র জমা হওয়ার ১ ঘণ্টার মধ্যে কয়লা ডেলিভারির জন্য অর্ডার হয়ে যায়। শুক্রবার ও শনিবার বিকেল ৩টার মধ্যে সরকারি ছুটির এ ২ দিনে ১৭টি ট্রাকে করে ৩শ’ মে. টন কয়লা ডেলিভারি হয়। গেটে কয়লা ডেলিভারি থেকে শুরু করে সকল কাগজ পত্রে রবিন ট্রেডার্সের প্রপাইটার মাসুম আলী সই স্বাক্ষর করেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে খনি কর্তৃপক্ষের কাছে ঘটনাটি ফাঁস হলেও রহস্যজনক কারণে তা চাপা পড়ে যায়।

শেষে খনির অভ্যন্তরীণ নিরীক্ষণে ব্যাংক হিসাবের সঙ্গে টাকার গড়মিল ধরা পড়লে গত ২০ আগস্ট ৩০০ মেট্রিক টন কয়লার রহস্য উদঘাটনের জন্য জিএম (প্রশাসন) একেএম সিরাজুল ইসলামকে আহ্বায়ক, জিএম এটিএম নুরুজ্জামান চৌধুরী ও ডিজিএম সাইফুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গোপনে ও প্রকাশ্য বিভিন্নভাবে অনুসন্ধান করেন। এরমধ্যে কর্তৃপক্ষ গত ২৬ আগস্ট পার্বতীপুর মডেল থানার বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন। পরে কর্তৃপক্ষ আউট সোর্সিং কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও নুসআত ট্রেডার্সের স্বত্বাধিকারী আরাফাত রহমানকে আসামি করে খনির ডিএম (প্রশাসন) মাসুদুর রহমান বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে খনি কর্তৃপক্ষ আউট সোর্সিং কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও পিয়ন রবিউল ইসলাম এবং বিসিএমসিএল খনির জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ও ডিএম (সেল্স) কামরুল ইসলামকে সোমবার বিকেলে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

এ নিয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, ৩০০ মেট্রিক টন কয়লার মূল্য পরিশোধ করেছে। আপাতত বিসিএমসিএল’র তিন কর্মকর্তাকে সকল কাজ কর্ম থেকে বিরত রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

বড়পুকুরিয়ায় ৩শ’ মে. টন কয়লা লোপাট : বরখাস্ত ৫

আপডেট টাইম : ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম : দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৩শ’ মেট্রিক টন কয়লা লোপাটের ঘটনায় ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন খনি কর্তৃপক্ষ।

বরখাস্তকৃতরা হলেন- বিসিএমসিএল খনির জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারি, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ও ডিএম (সেল্স) কামরুল ইসলাম, আউট সোর্সিং কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ এবং পিয়ন রবিউল ইসলাম।

সোমবার বিকেলে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সাভারের জিরানীবাজার এলাকার মাসুম আলী নামে এক ব্যবসায়ী রবিন ট্রের্ডাসের অনুকূলে ৩শ’ মেট্রিক টন কয়লার ভুয়া কাগজ-পত্র নিয়ে গত ১৫ মে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক, ফুলবাড়ী শাখায় ৯ হাজার ২০০ (সরকারি বিক্রয় মূল্য) টাকা প্রতি টন হিসেবে মোট কয়লার মূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা জমা দানের জাল/ভুয়া একটি মুড়ি ও ব্যাংক প্রত্যায়ন পত্র/সার্টিফিকেট করে এদিন বিকেলেই আনুমানিক ৩টার দিকে আবেদনের সঙ্গে তা খনির কয়লা বিক্রয় শাখায় জমা দেয়। সেদিন বিকেলে রহস্যজনকভাবে কাগজ-পত্র জমা হওয়ার ১ ঘণ্টার মধ্যে কয়লা ডেলিভারির জন্য অর্ডার হয়ে যায়। শুক্রবার ও শনিবার বিকেল ৩টার মধ্যে সরকারি ছুটির এ ২ দিনে ১৭টি ট্রাকে করে ৩শ’ মে. টন কয়লা ডেলিভারি হয়। গেটে কয়লা ডেলিভারি থেকে শুরু করে সকল কাগজ পত্রে রবিন ট্রেডার্সের প্রপাইটার মাসুম আলী সই স্বাক্ষর করেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে খনি কর্তৃপক্ষের কাছে ঘটনাটি ফাঁস হলেও রহস্যজনক কারণে তা চাপা পড়ে যায়।

শেষে খনির অভ্যন্তরীণ নিরীক্ষণে ব্যাংক হিসাবের সঙ্গে টাকার গড়মিল ধরা পড়লে গত ২০ আগস্ট ৩০০ মেট্রিক টন কয়লার রহস্য উদঘাটনের জন্য জিএম (প্রশাসন) একেএম সিরাজুল ইসলামকে আহ্বায়ক, জিএম এটিএম নুরুজ্জামান চৌধুরী ও ডিজিএম সাইফুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গোপনে ও প্রকাশ্য বিভিন্নভাবে অনুসন্ধান করেন। এরমধ্যে কর্তৃপক্ষ গত ২৬ আগস্ট পার্বতীপুর মডেল থানার বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন। পরে কর্তৃপক্ষ আউট সোর্সিং কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও নুসআত ট্রেডার্সের স্বত্বাধিকারী আরাফাত রহমানকে আসামি করে খনির ডিএম (প্রশাসন) মাসুদুর রহমান বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে খনি কর্তৃপক্ষ আউট সোর্সিং কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও পিয়ন রবিউল ইসলাম এবং বিসিএমসিএল খনির জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ও ডিএম (সেল্স) কামরুল ইসলামকে সোমবার বিকেলে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

এ নিয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, ৩০০ মেট্রিক টন কয়লার মূল্য পরিশোধ করেছে। আপাতত বিসিএমসিএল’র তিন কর্মকর্তাকে সকল কাজ কর্ম থেকে বিরত রাখা হয়েছে।