পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

‘সংবিধান থেকে সংখ্যালঘু শব্দটি বাদ দেয়া প্রয়োজন’

বাংলার খবর২৪.কমimages_57117, ঢাকা: সংখ্যালঘু শব্দটি সংবিধান থেকে বাদ দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহাবুব হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু মানববধিকার প্রতিবেদন ২০১৪’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি), বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ (বিডিএমডাব্লিউ) এবং বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট (বিসিএইচআরডি) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মাহবুব বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ‘সংখ্যালঘু’ শব্দটি সংবিধান থেকে বাদ দেয়া প্রয়োজন। আর এই শব্দটি যেন কোনো সরকারই ব্যবহার না করতে পারে সেই ব্যবস্থা করা জরুরি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের সম-অধিকার দেয়া আছে। কিন্তু সংখ্যালঘুদের বিভিন্নভাবে নির্যাতন করে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটি নাগরিকই বাঙালি। আমরা সবাই মিলে এক জাতি যেখানে কেউ সংখ্যালঘু হতে পারে না।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বিডিএমডাব্লিউ’র সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষ। বক্তব্যে তিনি দেশের বিভিন্ন সময় ঘটে যাওয়া সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করে রবীন্দ্র ঘোষ বলেন, দুর্নীতি, পুলিশের অবহেলা, দায় হতে অব্যাহতি প্রদান ও ক্ষতিগ্রস্থের পক্ষে ন্যায়বিচারের সার্বিক অভাব তথ্যানুসন্ধানকৃত সকল ঘটনায় দেখা যায়।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে বক্তব্যে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এরমধ্যে অন্যতম কয়েকটি হল: মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক, যাতে করে আদালতের সামনে এই ধরনের লংঘনের দায়বদ্ধতা আনা যায় এবং ক্ষতিগ্রস্থদের জন্য ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা যায়।

জোরপূর্বক ধর্মান্তরকরণ, গুম, হত্যা, দখল, মিথ্যা মামলা, মন্দিরে হামলা, ভাঙচুর ও আগুন দিয়ে দখল ইত্যাদি বন্ধ করা হোক এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করত সংবিধান গণমুখী করা হোক।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিসিএইচআরডি’র নির্বাহী পরিচালক মো. মাহবুল হক, ড. চন্দন কুমার সরকার, ড. মনোরঞ্জন ঘোষ সামী, ড. বিবি চৌধুরী প্রমুখ।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

‘সংবিধান থেকে সংখ্যালঘু শব্দটি বাদ দেয়া প্রয়োজন’

আপডেট টাইম : ০৯:০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমimages_57117, ঢাকা: সংখ্যালঘু শব্দটি সংবিধান থেকে বাদ দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহাবুব হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু মানববধিকার প্রতিবেদন ২০১৪’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি), বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ (বিডিএমডাব্লিউ) এবং বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট (বিসিএইচআরডি) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মাহবুব বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ‘সংখ্যালঘু’ শব্দটি সংবিধান থেকে বাদ দেয়া প্রয়োজন। আর এই শব্দটি যেন কোনো সরকারই ব্যবহার না করতে পারে সেই ব্যবস্থা করা জরুরি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের সম-অধিকার দেয়া আছে। কিন্তু সংখ্যালঘুদের বিভিন্নভাবে নির্যাতন করে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটি নাগরিকই বাঙালি। আমরা সবাই মিলে এক জাতি যেখানে কেউ সংখ্যালঘু হতে পারে না।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বিডিএমডাব্লিউ’র সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষ। বক্তব্যে তিনি দেশের বিভিন্ন সময় ঘটে যাওয়া সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করে রবীন্দ্র ঘোষ বলেন, দুর্নীতি, পুলিশের অবহেলা, দায় হতে অব্যাহতি প্রদান ও ক্ষতিগ্রস্থের পক্ষে ন্যায়বিচারের সার্বিক অভাব তথ্যানুসন্ধানকৃত সকল ঘটনায় দেখা যায়।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে বক্তব্যে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এরমধ্যে অন্যতম কয়েকটি হল: মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক, যাতে করে আদালতের সামনে এই ধরনের লংঘনের দায়বদ্ধতা আনা যায় এবং ক্ষতিগ্রস্থদের জন্য ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা যায়।

জোরপূর্বক ধর্মান্তরকরণ, গুম, হত্যা, দখল, মিথ্যা মামলা, মন্দিরে হামলা, ভাঙচুর ও আগুন দিয়ে দখল ইত্যাদি বন্ধ করা হোক এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করত সংবিধান গণমুখী করা হোক।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিসিএইচআরডি’র নির্বাহী পরিচালক মো. মাহবুল হক, ড. চন্দন কুমার সরকার, ড. মনোরঞ্জন ঘোষ সামী, ড. বিবি চৌধুরী প্রমুখ।