অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

যেকোনো একটা পক্ষ নিতে হবে: তথ্যমন্ত্রী

বাংলার খবর২৪.কম,image_105937_0ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষতার নামে গণমাধ্যমকর্মীদের মুক্তিযোদ্ধা এবং রাজাকার, খুনী ও ভালো মানুষকে এক পাল্লায় মাপার সুযোগ নেই।

তিনি বলেন, “গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ থাকবেন। তবে গণমাধ্যম এবং গণতন্ত্রের সৈনিকদের স্বাধীনতা ও গণতন্ত্রের মতো কিছু বিষয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হয়। উপনিবেশ ও স্বাধীনতা, সামরিক শাসন ও গণতন্ত্র এখানে আপনাকে একটা পক্ষ নিতে হবে। এখানে মাঝখান দিয়ে হাঁটার কোনো জায়গা নেই। সুতরাং নিরপেক্ষতার নামে মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে উদাসীনতা বা অবহেলার জায়গা নেই।”

তথ্যমন্ত্রী আজ বিকেলে হোটেল সোনারগাঁয়ে ‘ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং গ্রামীণ ফোন লিমিটেডের হেড অব কমিউনিকেশনস মার্কাস এডাকটুসন। বক্তৃতা করেছেন জুরি বোর্ড চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী।

গণতন্ত্র ও গণমাধ্যম হাত ধরাধরি করে চলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “যারা রিপোর্টিংয়ে আছেন তারা এমন একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আছেন, তাদের রিপোর্টিংয়ের ওপর গণমাধ্যমের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। তারা প্রত্যেকটা ঘটনার সাক্ষী। তথ্য সংগ্রহের মাধ্যমে প্রত্যেকটা ঘটনার বিস্তারিত বিবরণ কিভাবে গণমাধ্যমে উপস্থাপন করবেন তা তাদের ওপরই নির্ভর করে। ”

তিনি বলেন, “আজকের গণমাধ্যম যে প্রেক্ষাপটে কাজ করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের সামরিক শাসন, সাম্প্রদায়িকতা ও উপনিবেশবাদ থেকে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি এবং এই উত্তোরণ পর্বে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মন্ত্রী বলেন, ‘উপনিবেশবাদ, সামরিক শাসন, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যমের সাহসী ভূমিকাকে আমি শ্রদ্ধা জানাই।’

তিনি বলেন, “রাজনৈতিক অঙ্গনের নেতা-নেত্রীরা যেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, হতচকিত হয়েছেন অথবা হতবিহবল হয়েছেন বা সিদ্ধান্তহীনতায় ভুগেছেন সেখানে গণমাধ্যম দেশ জাতি ও জনগণের দিকে তাকিয়ে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা রেখেছেন। তথ্যমন্ত্রী বলেন, ‘যেটুকু গণতন্ত্র আমরা ভোগ করছি তা অর্জন করার জন্য গণমাধ্যমকর্মীদের অবদানকে আমি স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি।’

হাসানুল হক ইনু বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের প্রতিচ্ছবি এবং গণতন্ত্রের আরেকটা পিঠ। সুতরাং গণমাধ্যমের ভূমিকার ওপর নির্ভর করে গণতন্ত্র কতটা এগুবে, নাকি এগুবে না। ”

তিনি বলেন, “গণতন্ত্র হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে আপনাদের কথা বলার স্বাধীনতা দেয় কিন্তু মিথ্যাচার করার অধিকার দেয় না। ঘটনা প্রকাশ করা বা সমালোচনা করার অধিকার দেয়, কিন্তু চরিত্র হননের অধিকার দেয় না। সুতরাং গণতন্ত্রের মতো আপনারা যে গণমাধ্যমে কাজ করছেন সেখানেও মিথ্যাচার, ইতিহাস বিকৃতি, অশ্লীলতা, কুসংস্কারের স্থান নেই। সচেতন না থাকলে গণমাধ্যম অন্ধকারে দিকে যায়। ”

তথ্যমন্ত্রী বলেন, “সাম্প্রদায়িকতার, দুর্নীতি ও জঙ্গিবাদের জঞ্জাল পেছনে ফেলে দেশ সামনের দিকে এগুচ্ছে।” এই এগুনোর পথে তিনি গণমাধ্যমের সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা কামনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ।

যেকোনো একটা পক্ষ নিতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম,image_105937_0ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষতার নামে গণমাধ্যমকর্মীদের মুক্তিযোদ্ধা এবং রাজাকার, খুনী ও ভালো মানুষকে এক পাল্লায় মাপার সুযোগ নেই।

তিনি বলেন, “গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ থাকবেন। তবে গণমাধ্যম এবং গণতন্ত্রের সৈনিকদের স্বাধীনতা ও গণতন্ত্রের মতো কিছু বিষয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হয়। উপনিবেশ ও স্বাধীনতা, সামরিক শাসন ও গণতন্ত্র এখানে আপনাকে একটা পক্ষ নিতে হবে। এখানে মাঝখান দিয়ে হাঁটার কোনো জায়গা নেই। সুতরাং নিরপেক্ষতার নামে মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে উদাসীনতা বা অবহেলার জায়গা নেই।”

তথ্যমন্ত্রী আজ বিকেলে হোটেল সোনারগাঁয়ে ‘ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং গ্রামীণ ফোন লিমিটেডের হেড অব কমিউনিকেশনস মার্কাস এডাকটুসন। বক্তৃতা করেছেন জুরি বোর্ড চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী।

গণতন্ত্র ও গণমাধ্যম হাত ধরাধরি করে চলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “যারা রিপোর্টিংয়ে আছেন তারা এমন একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আছেন, তাদের রিপোর্টিংয়ের ওপর গণমাধ্যমের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। তারা প্রত্যেকটা ঘটনার সাক্ষী। তথ্য সংগ্রহের মাধ্যমে প্রত্যেকটা ঘটনার বিস্তারিত বিবরণ কিভাবে গণমাধ্যমে উপস্থাপন করবেন তা তাদের ওপরই নির্ভর করে। ”

তিনি বলেন, “আজকের গণমাধ্যম যে প্রেক্ষাপটে কাজ করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের সামরিক শাসন, সাম্প্রদায়িকতা ও উপনিবেশবাদ থেকে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি এবং এই উত্তোরণ পর্বে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মন্ত্রী বলেন, ‘উপনিবেশবাদ, সামরিক শাসন, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যমের সাহসী ভূমিকাকে আমি শ্রদ্ধা জানাই।’

তিনি বলেন, “রাজনৈতিক অঙ্গনের নেতা-নেত্রীরা যেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, হতচকিত হয়েছেন অথবা হতবিহবল হয়েছেন বা সিদ্ধান্তহীনতায় ভুগেছেন সেখানে গণমাধ্যম দেশ জাতি ও জনগণের দিকে তাকিয়ে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা রেখেছেন। তথ্যমন্ত্রী বলেন, ‘যেটুকু গণতন্ত্র আমরা ভোগ করছি তা অর্জন করার জন্য গণমাধ্যমকর্মীদের অবদানকে আমি স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি।’

হাসানুল হক ইনু বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের প্রতিচ্ছবি এবং গণতন্ত্রের আরেকটা পিঠ। সুতরাং গণমাধ্যমের ভূমিকার ওপর নির্ভর করে গণতন্ত্র কতটা এগুবে, নাকি এগুবে না। ”

তিনি বলেন, “গণতন্ত্র হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে আপনাদের কথা বলার স্বাধীনতা দেয় কিন্তু মিথ্যাচার করার অধিকার দেয় না। ঘটনা প্রকাশ করা বা সমালোচনা করার অধিকার দেয়, কিন্তু চরিত্র হননের অধিকার দেয় না। সুতরাং গণতন্ত্রের মতো আপনারা যে গণমাধ্যমে কাজ করছেন সেখানেও মিথ্যাচার, ইতিহাস বিকৃতি, অশ্লীলতা, কুসংস্কারের স্থান নেই। সচেতন না থাকলে গণমাধ্যম অন্ধকারে দিকে যায়। ”

তথ্যমন্ত্রী বলেন, “সাম্প্রদায়িকতার, দুর্নীতি ও জঙ্গিবাদের জঞ্জাল পেছনে ফেলে দেশ সামনের দিকে এগুচ্ছে।” এই এগুনোর পথে তিনি গণমাধ্যমের সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা কামনা করেন।