পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

পুলিশকে গুলি করে যুবলীগ নেতা গুলিবিদ্ধ!

ফারুক আহম্মেদ সুজন :pallob_57540 শেখ ফেরদৌস ইসলাম পল্লব (৩৪)। তিনি রাজধানীর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

রোববার ভোর রাতে রাজধানীর কলাবাগান থানাধীন ভূতের গলি জামে মসজিদের সামনের সড়কে পুলিশের সঙ্গে ওই যুবলীগ নেতার ‘বন্ধুকযুদ্ধ’ হয়। কলাবাগান থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্ধুকযুদ্ধে অংশগ্রহণকারী কলাবাগান থানার এসআই শহীদুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল পুলিশের টহল গাড়ি অতিক্রম করে যায়। পুলিশ মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে কিছু দূর সামনে গিয়ে সেটি দাঁড়ায়।

এসময় পুলিশ তার পরিচয় জানতে চাইলে মোটরসাইকেল আরোহী উল্টো পুলিশের পরিচয় জানতে চান। পুলিশ পরিচয় দিলে মোটরসাইকেল আরোহীও নিজেকে পুলিশ বলে দাবি করেন। পুলিশ প্রমাণ দেখতে চাইলে মোটরসাইকেল আরোহী পুলিশকে পিস্তল দেখান। এরপর তিনি খুব দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে মিরপুর এলাকার দিকে চলে যান।

এসময় এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশ দল তার পিছু নেয়। তিনি ঘটনাটি ফোন করে কলাবাগান থানায় জানান। এরপর এসআই শহীদুল ইসলাম পুলিশের আরেকটি টিম নিয়ে মোটরসাইকেল আরোহীর পিছু নেন। এক পর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই যুবলীগ নেতা মোটরসাইকেল নিয়ে মিরপুরের মনিপুর এলাকার একটি গলিতে ঢুকে পড়েন।

কিছুক্ষণ পর তিনি আবার সেন্ট্রাল রোড দিয়ে কলাবাগান এলাকার দিকে আসতে থাকেন। পুলিশ তাকে আবার ধাওয়া দিলে তিনি সেন্ট্রাল রোড থেকে কলাবাগান ভূতের গলিতে ঢুকে পড়েন। পুলিশও তার পিছু নিয়ে ওই গলিতে ঢোকে। তিনি ভূতের গলি জামে মসজিদের পাশে গিয়ে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করেন। এসময় পুলিশও তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে যায়। গোলাগুলির এক পর্যায়ে তার পায়ে একটি গুলি লাগলে তিনি একটু দূরে দৌঁড়ে গিয়ে মাটিতে পড়ে যান। এরপর পুলিশ তাকে আটক করে। আটকের সময় তার কাছে ১৬টি বুলেট, দুটি ম্যাগাজিন ও একটি ৭.৬২ পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকৃত ব্যক্তির নাম ফেরদৌস ইসলাম পল্লব। রাজধানীর মিরপুর থানাধীন মধ্যমনিপুর এলাকার ৩৩৮ বাসায় পরিবার নিয়ে বসবাস করেন পল্লব।

এদিকে মনিপুর গিয়ে জানা গেছে, গুলিবিদ্ধ পল্লব নগরীর ১৩ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি। ফেরদৌস এলাকায় ডিস ও ওয়েলডিংয়ের ব্যবসা করেন। এছাড়াও তিনি রাজনীতি করেন। ওই এলাকার বিভিন্ন দেয়ালে সাটানো পোস্টারেও তার রাজনীতির পরিচয় পাওয়া যায়। তার পিতার নাম গিয়াস উদ্দিন। তবে পল্লবের ওই বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাসাটি তালা বদ্ধ অবস্থায় ছিল।

স্থানীয়রা জানায়, মণিপুরের এ বাসায় শুধু পল্লব এবং তার স্ত্রী থাকেন। তার স্ত্রী মণিপুর স্কুলের শিক্ষিকা। আর ফেরদৌসের বাবা-মা থাকেন অন্য একটি বাসায়।

এসআই শহিদুল ইসলাম অভিযোগ করেন, ব্যবসা ও রাজনীতির পাশাপাশি ফেরদৌস ওই এলাকায় বিভিন্ন অপরাধজনিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর থানায় মামলা রয়েছে। সে কোনো গোপন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত এবং একটা সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে রয়েছে।

তবে পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছেন গুলিবিদ্ধ পল্লব। তিনি বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। পুরান ঢাকায় কাজ শেষ করে বাসায় ফিরছিলাম। এক বন্ধুকে নামিয়ে দিয়ে কলাবাগান হয়েই যাচ্ছিলাম। প্রথমে পুলিশ আমাকে থামতে বলে। এরপর টাকা দাবি করে। টাকা না দিয়ে যেতে চাইলে তারা আমাকে দুই পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। আমার লাইসেন্স করা পিস্তল ও তিন রাউন্ড গুলি তারা ছিনিয়ে নেয়।’

এদিকে অস্ত্রের ব্যপারে এসআই শহিদুল ইসলাম বলেন, ‘সোমবার রাত পর্যন্ত সে অস্ত্রের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।’

এ ব্যাপারে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল জানান, ফেরদৌস মিরপুর এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে।

এছাড়াও রোববারের ঘটনায় তার বিরুদ্ধে কলাবাগান থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

পুলিশকে গুলি করে যুবলীগ নেতা গুলিবিদ্ধ!

আপডেট টাইম : ০২:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪

ফারুক আহম্মেদ সুজন :pallob_57540 শেখ ফেরদৌস ইসলাম পল্লব (৩৪)। তিনি রাজধানীর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

রোববার ভোর রাতে রাজধানীর কলাবাগান থানাধীন ভূতের গলি জামে মসজিদের সামনের সড়কে পুলিশের সঙ্গে ওই যুবলীগ নেতার ‘বন্ধুকযুদ্ধ’ হয়। কলাবাগান থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্ধুকযুদ্ধে অংশগ্রহণকারী কলাবাগান থানার এসআই শহীদুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল পুলিশের টহল গাড়ি অতিক্রম করে যায়। পুলিশ মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে কিছু দূর সামনে গিয়ে সেটি দাঁড়ায়।

এসময় পুলিশ তার পরিচয় জানতে চাইলে মোটরসাইকেল আরোহী উল্টো পুলিশের পরিচয় জানতে চান। পুলিশ পরিচয় দিলে মোটরসাইকেল আরোহীও নিজেকে পুলিশ বলে দাবি করেন। পুলিশ প্রমাণ দেখতে চাইলে মোটরসাইকেল আরোহী পুলিশকে পিস্তল দেখান। এরপর তিনি খুব দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে মিরপুর এলাকার দিকে চলে যান।

এসময় এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশ দল তার পিছু নেয়। তিনি ঘটনাটি ফোন করে কলাবাগান থানায় জানান। এরপর এসআই শহীদুল ইসলাম পুলিশের আরেকটি টিম নিয়ে মোটরসাইকেল আরোহীর পিছু নেন। এক পর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই যুবলীগ নেতা মোটরসাইকেল নিয়ে মিরপুরের মনিপুর এলাকার একটি গলিতে ঢুকে পড়েন।

কিছুক্ষণ পর তিনি আবার সেন্ট্রাল রোড দিয়ে কলাবাগান এলাকার দিকে আসতে থাকেন। পুলিশ তাকে আবার ধাওয়া দিলে তিনি সেন্ট্রাল রোড থেকে কলাবাগান ভূতের গলিতে ঢুকে পড়েন। পুলিশও তার পিছু নিয়ে ওই গলিতে ঢোকে। তিনি ভূতের গলি জামে মসজিদের পাশে গিয়ে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করেন। এসময় পুলিশও তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে যায়। গোলাগুলির এক পর্যায়ে তার পায়ে একটি গুলি লাগলে তিনি একটু দূরে দৌঁড়ে গিয়ে মাটিতে পড়ে যান। এরপর পুলিশ তাকে আটক করে। আটকের সময় তার কাছে ১৬টি বুলেট, দুটি ম্যাগাজিন ও একটি ৭.৬২ পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকৃত ব্যক্তির নাম ফেরদৌস ইসলাম পল্লব। রাজধানীর মিরপুর থানাধীন মধ্যমনিপুর এলাকার ৩৩৮ বাসায় পরিবার নিয়ে বসবাস করেন পল্লব।

এদিকে মনিপুর গিয়ে জানা গেছে, গুলিবিদ্ধ পল্লব নগরীর ১৩ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি। ফেরদৌস এলাকায় ডিস ও ওয়েলডিংয়ের ব্যবসা করেন। এছাড়াও তিনি রাজনীতি করেন। ওই এলাকার বিভিন্ন দেয়ালে সাটানো পোস্টারেও তার রাজনীতির পরিচয় পাওয়া যায়। তার পিতার নাম গিয়াস উদ্দিন। তবে পল্লবের ওই বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাসাটি তালা বদ্ধ অবস্থায় ছিল।

স্থানীয়রা জানায়, মণিপুরের এ বাসায় শুধু পল্লব এবং তার স্ত্রী থাকেন। তার স্ত্রী মণিপুর স্কুলের শিক্ষিকা। আর ফেরদৌসের বাবা-মা থাকেন অন্য একটি বাসায়।

এসআই শহিদুল ইসলাম অভিযোগ করেন, ব্যবসা ও রাজনীতির পাশাপাশি ফেরদৌস ওই এলাকায় বিভিন্ন অপরাধজনিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর থানায় মামলা রয়েছে। সে কোনো গোপন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত এবং একটা সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে রয়েছে।

তবে পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছেন গুলিবিদ্ধ পল্লব। তিনি বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। পুরান ঢাকায় কাজ শেষ করে বাসায় ফিরছিলাম। এক বন্ধুকে নামিয়ে দিয়ে কলাবাগান হয়েই যাচ্ছিলাম। প্রথমে পুলিশ আমাকে থামতে বলে। এরপর টাকা দাবি করে। টাকা না দিয়ে যেতে চাইলে তারা আমাকে দুই পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। আমার লাইসেন্স করা পিস্তল ও তিন রাউন্ড গুলি তারা ছিনিয়ে নেয়।’

এদিকে অস্ত্রের ব্যপারে এসআই শহিদুল ইসলাম বলেন, ‘সোমবার রাত পর্যন্ত সে অস্ত্রের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।’

এ ব্যাপারে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল জানান, ফেরদৌস মিরপুর এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে।

এছাড়াও রোববারের ঘটনায় তার বিরুদ্ধে কলাবাগান থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।