অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

ট্যানারি স্থানান্তরে মালিকদের লিগ্যাল নোটিশ প্রদানের নির্দেশ

মো:দেলোয়ার হোসেন :images_57854 নির্ধারিত সময়ের মধ্যে হাজারিবাগের ট্যানারি স্থানান্তরের জন্য মালিকদের লিগ্যাল নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানদের নিয়ে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন।

আদালতের নির্দেশনা ও বিসিকের সঙ্গে ট্যানারি শিল্প উদ্যোক্তাদের সমঝোতার বিষয়টি উল্লেখ করে দ্রুত ট্যানারি স্থানান্তরের জন্য এ নোটিশ প্রদানের নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে যেসব ট্যানারি মালিক সাভারের চামড়া শিল্পনগরীতে নির্মাণ কাজ শুরু করেছেন, তাদেরকে আগামী সপ্তাহ থেকে ক্ষতিপূরণের টাকা দেয়া শুরু করতে বিসিকের প্রতি নির্দেশনা দেন মন্ত্রী।

সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার ২৮টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫শ’ ২৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত প্রকল্পগুলোর অনুকূলে ২শ’ ৭৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা অবমুক্ত করা হয়েছে।

সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহ্জালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে উল্লেখ করে সভায় জানানো হয়, এ পর্যন্ত এই প্রকল্পের শতকরা ৯১ দশমিক ৩৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

সভায় সকলের জন্য আয়োডিনযুক্ত ভোজ্য লবণ নিশ্চিত করতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেয়া হয়। এ লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে অধিকহারে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়। একইসঙ্গে ১৯৮৯ সালের আয়োডিনযুক্ত ভোজ্য লবণ আইন আধুনিকায়নেরও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় শিল্পমন্ত্রী কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে শাহজালাল সার কারখানাসহ কোনো প্রকল্প নির্ধারিত সময় সীমার মধ্যে বুঝে নিতে না পারলে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে উদ্ভূত যে কোনো সমস্যা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন।

সভায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা এবং কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ট্যানারি স্থানান্তরে মালিকদের লিগ্যাল নোটিশ প্রদানের নির্দেশ

আপডেট টাইম : ০১:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪

মো:দেলোয়ার হোসেন :images_57854 নির্ধারিত সময়ের মধ্যে হাজারিবাগের ট্যানারি স্থানান্তরের জন্য মালিকদের লিগ্যাল নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানদের নিয়ে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন।

আদালতের নির্দেশনা ও বিসিকের সঙ্গে ট্যানারি শিল্প উদ্যোক্তাদের সমঝোতার বিষয়টি উল্লেখ করে দ্রুত ট্যানারি স্থানান্তরের জন্য এ নোটিশ প্রদানের নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে যেসব ট্যানারি মালিক সাভারের চামড়া শিল্পনগরীতে নির্মাণ কাজ শুরু করেছেন, তাদেরকে আগামী সপ্তাহ থেকে ক্ষতিপূরণের টাকা দেয়া শুরু করতে বিসিকের প্রতি নির্দেশনা দেন মন্ত্রী।

সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার ২৮টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫শ’ ২৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত প্রকল্পগুলোর অনুকূলে ২শ’ ৭৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা অবমুক্ত করা হয়েছে।

সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহ্জালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে উল্লেখ করে সভায় জানানো হয়, এ পর্যন্ত এই প্রকল্পের শতকরা ৯১ দশমিক ৩৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

সভায় সকলের জন্য আয়োডিনযুক্ত ভোজ্য লবণ নিশ্চিত করতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেয়া হয়। এ লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে অধিকহারে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়। একইসঙ্গে ১৯৮৯ সালের আয়োডিনযুক্ত ভোজ্য লবণ আইন আধুনিকায়নেরও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় শিল্পমন্ত্রী কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে শাহজালাল সার কারখানাসহ কোনো প্রকল্প নির্ধারিত সময় সীমার মধ্যে বুঝে নিতে না পারলে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে উদ্ভূত যে কোনো সমস্যা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন।

সভায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা এবং কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।