অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

পিনাক-৬ দূর্ঘটনায় পাঁচদিন পর জীবিত উদ্ধার!

500x350_98a81ffe5cd860c8abfebce840d80827_87129_1মুন্সীগঞ্জ: যেখানে পিনাক-৬ উদ্ধার করতে পারছে না সেখানে পাঁচ দিনের মাথায় জীবিত যাত্রী উদ্ধারের ঘটনা নিয়ে তোলপাড় মাওয়াঘাট। কিন্তু এই নাটকীয়তার অবসান হতে বেশি সময় লাগেনি।

লঞ্চডুবির পঞ্চম দিনে মো. সারোয়ার হোসেন (২৮) নামে একজনকে জীবিত উদ্ধারে মাওয়া এলাকায় তোলপাড় শুরু হয়। তবে এই নাটক এবার টেকেনি।

সারোয়ারের দাবি আমলে নেয়ার সুযোগ ছিল না উপস্থিত সাংবাদিকদেরও। কারণ তার পরিধেয় বস্ত্র পরিস্কার ছিল। তার দাঁড়ি-গোফ সদ্য সেলুনে গিয়ে পরিষ্কার করে এসেছে এমন।

সারোয়ারের ভাষ্যমতে তার বাড়ি শিবচরে। অর্থাৎ মাওয়া ঘাটের ওপারে। সে চারদিন পর মাওয়া ঘাটে এসে বলছে আমি শিবচরে পিনাক-৬ পানিতে ডুবে যাওয়ার সময় ভাগ্যক্রমে বেঁচে যাই।

আমাকে লঞ্চডুবির দিন সীবোর্ডে উদ্ধার করে শিবচরে ফেলে আসে। শিবচরে আমি পানি খেয়ে বেঁচে আছি। অচেতন অবস্থায় পড়ে ছিলাম। পরে জ্ঞান ফিরলে আমি শিবচর পদ্মার চরে এলোমেলোভাবে ঘোরাফিরা করতেছিলাম। এখান থেকে উদ্ধার করে মাওয়া ঘাটে নিয়ে আসা হয় আমাকে।

সারোয়ার আরো জানান, ভাবী রোকসানা মোল্লা (২০) ও ভাই মামুন হাওলাদার (৩৬) এখনো নিখোঁজ রয়েছে। তাদের খোঁজেই আমি বের হয়েছি।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। সারোয়ারের জীবিত উদ্ধার এটি বিশ্বাসযোগ্য নয়।

সহকারী পুলিশ সুপার ট্রাফিক মনিরুজ্জামান ফকির জানান, নাটকের নায়ক সারোয়ারকে আটক করে কট্রোল রুমে রাখা হয়েছে। তার আসল নাম রাসেল, পিতা- আলাউদ্দিন, বাড়ি- মাদারীপুরের কোকরাইল।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

পিনাক-৬ দূর্ঘটনায় পাঁচদিন পর জীবিত উদ্ধার!

আপডেট টাইম : ০৫:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০১৪

500x350_98a81ffe5cd860c8abfebce840d80827_87129_1মুন্সীগঞ্জ: যেখানে পিনাক-৬ উদ্ধার করতে পারছে না সেখানে পাঁচ দিনের মাথায় জীবিত যাত্রী উদ্ধারের ঘটনা নিয়ে তোলপাড় মাওয়াঘাট। কিন্তু এই নাটকীয়তার অবসান হতে বেশি সময় লাগেনি।

লঞ্চডুবির পঞ্চম দিনে মো. সারোয়ার হোসেন (২৮) নামে একজনকে জীবিত উদ্ধারে মাওয়া এলাকায় তোলপাড় শুরু হয়। তবে এই নাটক এবার টেকেনি।

সারোয়ারের দাবি আমলে নেয়ার সুযোগ ছিল না উপস্থিত সাংবাদিকদেরও। কারণ তার পরিধেয় বস্ত্র পরিস্কার ছিল। তার দাঁড়ি-গোফ সদ্য সেলুনে গিয়ে পরিষ্কার করে এসেছে এমন।

সারোয়ারের ভাষ্যমতে তার বাড়ি শিবচরে। অর্থাৎ মাওয়া ঘাটের ওপারে। সে চারদিন পর মাওয়া ঘাটে এসে বলছে আমি শিবচরে পিনাক-৬ পানিতে ডুবে যাওয়ার সময় ভাগ্যক্রমে বেঁচে যাই।

আমাকে লঞ্চডুবির দিন সীবোর্ডে উদ্ধার করে শিবচরে ফেলে আসে। শিবচরে আমি পানি খেয়ে বেঁচে আছি। অচেতন অবস্থায় পড়ে ছিলাম। পরে জ্ঞান ফিরলে আমি শিবচর পদ্মার চরে এলোমেলোভাবে ঘোরাফিরা করতেছিলাম। এখান থেকে উদ্ধার করে মাওয়া ঘাটে নিয়ে আসা হয় আমাকে।

সারোয়ার আরো জানান, ভাবী রোকসানা মোল্লা (২০) ও ভাই মামুন হাওলাদার (৩৬) এখনো নিখোঁজ রয়েছে। তাদের খোঁজেই আমি বের হয়েছি।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। সারোয়ারের জীবিত উদ্ধার এটি বিশ্বাসযোগ্য নয়।

সহকারী পুলিশ সুপার ট্রাফিক মনিরুজ্জামান ফকির জানান, নাটকের নায়ক সারোয়ারকে আটক করে কট্রোল রুমে রাখা হয়েছে। তার আসল নাম রাসেল, পিতা- আলাউদ্দিন, বাড়ি- মাদারীপুরের কোকরাইল।