অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের Logo ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

খালেদা জিয়াকে কোন সময় এত উত্তেজিত হতে দেখা যায়নি

বাংলার খবর২৪.কম : khaleda jia_56425বৃস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সঙ্গে মত বিনিময়কালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকের শুরুতেই নেতাদের ওপর চরম ক্ষোভ প্রকাম করেন। বিগত কোনো সময় তাকে এত উত্তেজিত দেখা যায়নি। তার এমন আচরণ দেখে নেতারা কোনো কথা বলতেই সাহস পাননি। খালেদ জিয়া সবার কাছে জানতে চান, ৮ নভেম্বর সমাবেশের অনুমতি না দেয়ার পরও কেন জোরালো প্রতিবাদ করা হয়নি। এ সময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, আপনি মহানগরের দায়িত্ব পাওয়ার পর কি করছেন। কোনো কাজই করছেন না। সমাবেশের অনুমতি না পাওয়ার পর মহানগরীর পক্ষ থেকে কেন জোরালো প্রতিবাদ হয়নি। এ সময় আব্বাস বলেন, ম্যাডাম দীর্ঘদিন ধরে মহানগর কমিটি নেই। সেগুলো গোছাতে সময় লাগছে। এ কথার বলার পর খালেদা জিয়া আব্বাসকে থামিয়ে দিয়ে বলেন, রাখুন এসব কথা। কি কাজ করছেন তা আমি জানি। দ্রুত মহানগরের কমিটি শেষ করার নির্দেশ দেন তিনি।
বৈঠকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা, দল পুনর্গঠন ও আন্দোলনের কৌশল নিয়ে কোনো সুচিন্তিত মতামত না দেয়া, ৮ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার অনুমতি না দেয়ার পরও জোরালো প্রতিবাদ না করাসহ নানা কারণে নেতাদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় খালেদা জিয়া বলেন, আন্দোলনে আপনাদের কাউকে রাজপথে দেখা যায় না। ভবিষ্যতে আন্দোলনে রাজপথে আপনারা না নামলেও আমি একাই নামব। বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দল পুনর্গঠন ও আন্দোলনের কৌশল নির্ধারণে সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন খালেদা জিয়া। সোমবার উপদেষ্টা ও পরেরদিন ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিকে সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের সিদ্ধান্ত আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে দলীয় একটি সূত্র জানায়।
সূত্র জানায়,
খালেদা জিয়া বলেন, বিগত সরকারবিরোধী আন্দোলন ৫ জানুয়ারির নির্বাচনের পর স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। আপনারা তো কেউ বলেননি আন্দোলন স্থগিত করা ঠিক হবে না। ভবিষ্যতে এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবেন কিনা সবার কাছে জানতে চান তিনি। বিদেশীরা আমাকে বলেন, আপনারা তো রাজপথে আন্দোলন জোরালো করতে পারছেন না। এ সময় বৈঠকে উপস্থিত সবাই আগামী দিনে আন্দোলনে রাজপথে থাকার প্রতিশ্র“তি দেন। খালেদা জিয়া উত্তরে বলেন, যতই প্রতিশ্রুতি দেন জানি আপনারা নামবেন না। আপনারা না নামলেও আমি নিজেই নামব।
তিনি ক্ষুব্ধ হয়ে সবার উদ্দেশে বলেন, সরকার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। কই আপনারা তো সেগুলো জনগণের সামনে তথ্য-প্রমাণসহ জানাতে পারছেন না। কর্মসূচির ব্যাপারে কেউ কেউ ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তাব করলে খালেদা জিয়া বলেন, দেশের মানুষ আন্দোলন চায়। সরকারের বিদায় চায়। ঢাকার বাইরের জনসভাগুলো শেষ হলে আমাদের নতুন করে আন্দোলনের রোডম্যাপ তৈরি করতে হবে। ঢাকা মহানগর এখনও মহাসমাবেশ করার মতো প্রস্তুত নয়। বড়জোর গণসংযোগ করা যেতে পারে।
রাত সাড়ে ৯টায় শুরু হয়ে বৈঠকটি চলে প্রায় দেড় ঘণ্টা। খালেদা জিয়ার সভাপতিত্বে এ সময় স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
এদিকে ১৫ সেপ্টেম্বর নিজের বই প্রকাশ করার পর এই প্রথম ব্যারিস্টার মওদুদ আহমেদ দলীয় কোনো সভায় অংশ নিলেন। ওই বইয়ে খালেদা জিয়া ও বিএনপি নিয়ে নেতিবাচক লেখার কারণে দলের নেতাকর্মীরা তার ওপর চরম ক্ষুব্ধ হন। খালেদা জিয়া নিজেই মওদুদকে দলের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানাতে নির্দেশ দেন। এ বাস্তবতায় মওদুদ আহমদ গতকালের সভায় অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নেন। কিন্তু তার এমন সিদ্ধান্ত জানার পর খালেদা জিয়া তাকে সভায় আসতে বলেন। পরে তিনি সভায় যোগ দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত

খালেদা জিয়াকে কোন সময় এত উত্তেজিত হতে দেখা যায়নি

আপডেট টাইম : ০৬:০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম : khaleda jia_56425বৃস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সঙ্গে মত বিনিময়কালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকের শুরুতেই নেতাদের ওপর চরম ক্ষোভ প্রকাম করেন। বিগত কোনো সময় তাকে এত উত্তেজিত দেখা যায়নি। তার এমন আচরণ দেখে নেতারা কোনো কথা বলতেই সাহস পাননি। খালেদ জিয়া সবার কাছে জানতে চান, ৮ নভেম্বর সমাবেশের অনুমতি না দেয়ার পরও কেন জোরালো প্রতিবাদ করা হয়নি। এ সময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, আপনি মহানগরের দায়িত্ব পাওয়ার পর কি করছেন। কোনো কাজই করছেন না। সমাবেশের অনুমতি না পাওয়ার পর মহানগরীর পক্ষ থেকে কেন জোরালো প্রতিবাদ হয়নি। এ সময় আব্বাস বলেন, ম্যাডাম দীর্ঘদিন ধরে মহানগর কমিটি নেই। সেগুলো গোছাতে সময় লাগছে। এ কথার বলার পর খালেদা জিয়া আব্বাসকে থামিয়ে দিয়ে বলেন, রাখুন এসব কথা। কি কাজ করছেন তা আমি জানি। দ্রুত মহানগরের কমিটি শেষ করার নির্দেশ দেন তিনি।
বৈঠকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা, দল পুনর্গঠন ও আন্দোলনের কৌশল নিয়ে কোনো সুচিন্তিত মতামত না দেয়া, ৮ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার অনুমতি না দেয়ার পরও জোরালো প্রতিবাদ না করাসহ নানা কারণে নেতাদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় খালেদা জিয়া বলেন, আন্দোলনে আপনাদের কাউকে রাজপথে দেখা যায় না। ভবিষ্যতে আন্দোলনে রাজপথে আপনারা না নামলেও আমি একাই নামব। বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দল পুনর্গঠন ও আন্দোলনের কৌশল নির্ধারণে সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন খালেদা জিয়া। সোমবার উপদেষ্টা ও পরেরদিন ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিকে সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের সিদ্ধান্ত আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে দলীয় একটি সূত্র জানায়।
সূত্র জানায়,
খালেদা জিয়া বলেন, বিগত সরকারবিরোধী আন্দোলন ৫ জানুয়ারির নির্বাচনের পর স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। আপনারা তো কেউ বলেননি আন্দোলন স্থগিত করা ঠিক হবে না। ভবিষ্যতে এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবেন কিনা সবার কাছে জানতে চান তিনি। বিদেশীরা আমাকে বলেন, আপনারা তো রাজপথে আন্দোলন জোরালো করতে পারছেন না। এ সময় বৈঠকে উপস্থিত সবাই আগামী দিনে আন্দোলনে রাজপথে থাকার প্রতিশ্র“তি দেন। খালেদা জিয়া উত্তরে বলেন, যতই প্রতিশ্রুতি দেন জানি আপনারা নামবেন না। আপনারা না নামলেও আমি নিজেই নামব।
তিনি ক্ষুব্ধ হয়ে সবার উদ্দেশে বলেন, সরকার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। কই আপনারা তো সেগুলো জনগণের সামনে তথ্য-প্রমাণসহ জানাতে পারছেন না। কর্মসূচির ব্যাপারে কেউ কেউ ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তাব করলে খালেদা জিয়া বলেন, দেশের মানুষ আন্দোলন চায়। সরকারের বিদায় চায়। ঢাকার বাইরের জনসভাগুলো শেষ হলে আমাদের নতুন করে আন্দোলনের রোডম্যাপ তৈরি করতে হবে। ঢাকা মহানগর এখনও মহাসমাবেশ করার মতো প্রস্তুত নয়। বড়জোর গণসংযোগ করা যেতে পারে।
রাত সাড়ে ৯টায় শুরু হয়ে বৈঠকটি চলে প্রায় দেড় ঘণ্টা। খালেদা জিয়ার সভাপতিত্বে এ সময় স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
এদিকে ১৫ সেপ্টেম্বর নিজের বই প্রকাশ করার পর এই প্রথম ব্যারিস্টার মওদুদ আহমেদ দলীয় কোনো সভায় অংশ নিলেন। ওই বইয়ে খালেদা জিয়া ও বিএনপি নিয়ে নেতিবাচক লেখার কারণে দলের নেতাকর্মীরা তার ওপর চরম ক্ষুব্ধ হন। খালেদা জিয়া নিজেই মওদুদকে দলের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানাতে নির্দেশ দেন। এ বাস্তবতায় মওদুদ আহমদ গতকালের সভায় অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নেন। কিন্তু তার এমন সিদ্ধান্ত জানার পর খালেদা জিয়া তাকে সভায় আসতে বলেন। পরে তিনি সভায় যোগ দেন।