পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

পদ্মায় লঞ্চডুবি নতুন কৌশলে খোঁজা হচ্ছে পিনাক-৬

বাংলার খবর২৪.কমimages_47007: মাওয়ার পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চডুবি ঘটনায় ৬ দিনের মাথায় নতুন কৌশল অবলম্বন করেছে উদ্ধারকারী দল।

শনিবার সকাল থেকে ‘গ্রাফনল’ ব্যবহার করে নদীর তলদেশ সন্ধান করা হচ্ছে বলে জানান নৌবাহিনীর প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন নজরুল ইসলাম।

তিনি জানান, এ পর্যন্ত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পিনাক-৬ অনুসন্ধানে। সর্বশেষ এবং সর্বাধুনিক জাহাজ জরিপ-১০ ও কান্ডারি-২ রয়েছে এ উদ্ধার কাজে। এর মধ্যে আছে সাইড স্ক্যান সোনার তাছাড়াও এ বহরে আছে ‘তিস্তা’, ‘সন্ধান’, ‘আইটি ৯৭’ ও ‘ব-দ্বীপ’ এর মতো অভিযানের যান।

তিনি জানান, ‘গ্রাফনল’ বেঁধে স্রোতের অনুকুলে নদীর তলদেশের সাথে সংযুক্ত করা হয়েছে। এর ফলে স্রোত যেদিকে যাবে গ্রাফনলসহ কান্ডারী-২ দুর্ঘটনা এলাকা থেকে ভাটির দিকে এগিয়ে যাচ্ছে এবং ডুবে যাওয়ার পর লঞ্চটির ওজন, আয়তন ও পরিধি হিসেব করে এবং স্রোতের তোরে লঞ্চটি কোথায় গিয়ে পড়তে পারে এরুপ সম্ভাব্য কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ওই চিহ্নিত এলাকায় জরিপ-১০ কাজ করছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, নতুন এ পদ্ধতি অবলম্বনে আশানুরূপ ফল আসবে বলে ধারণা করা যাচ্ছে। কারণ লঞ্চটি যদি স্রোতের তোরে ভেসে যায় তাহলে এ পদ্ধতি কার্যকর।

তিনি আরও বলেন- এ অনুসন্ধান বহরে আছে ‘তিস্তা’, ‘সন্ধান’, ‘আইটি ৯৭’ ও ‘ব-দ্বীপ’ এই চারটি জাহাজ বিভিন্ন এলাকায় সাইড স্ক্যান সোনার দিয়ে সন্ধান চালাচ্ছে। নদীর তলদেশ ১০ মিটার থেকে ৪৬ মিটার পর্যন্ত গভীরতায় নিখাঁদ সন্ধান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

পদ্মায় লঞ্চডুবি নতুন কৌশলে খোঁজা হচ্ছে পিনাক-৬

আপডেট টাইম : ০৮:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কমimages_47007: মাওয়ার পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চডুবি ঘটনায় ৬ দিনের মাথায় নতুন কৌশল অবলম্বন করেছে উদ্ধারকারী দল।

শনিবার সকাল থেকে ‘গ্রাফনল’ ব্যবহার করে নদীর তলদেশ সন্ধান করা হচ্ছে বলে জানান নৌবাহিনীর প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন নজরুল ইসলাম।

তিনি জানান, এ পর্যন্ত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পিনাক-৬ অনুসন্ধানে। সর্বশেষ এবং সর্বাধুনিক জাহাজ জরিপ-১০ ও কান্ডারি-২ রয়েছে এ উদ্ধার কাজে। এর মধ্যে আছে সাইড স্ক্যান সোনার তাছাড়াও এ বহরে আছে ‘তিস্তা’, ‘সন্ধান’, ‘আইটি ৯৭’ ও ‘ব-দ্বীপ’ এর মতো অভিযানের যান।

তিনি জানান, ‘গ্রাফনল’ বেঁধে স্রোতের অনুকুলে নদীর তলদেশের সাথে সংযুক্ত করা হয়েছে। এর ফলে স্রোত যেদিকে যাবে গ্রাফনলসহ কান্ডারী-২ দুর্ঘটনা এলাকা থেকে ভাটির দিকে এগিয়ে যাচ্ছে এবং ডুবে যাওয়ার পর লঞ্চটির ওজন, আয়তন ও পরিধি হিসেব করে এবং স্রোতের তোরে লঞ্চটি কোথায় গিয়ে পড়তে পারে এরুপ সম্ভাব্য কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ওই চিহ্নিত এলাকায় জরিপ-১০ কাজ করছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, নতুন এ পদ্ধতি অবলম্বনে আশানুরূপ ফল আসবে বলে ধারণা করা যাচ্ছে। কারণ লঞ্চটি যদি স্রোতের তোরে ভেসে যায় তাহলে এ পদ্ধতি কার্যকর।

তিনি আরও বলেন- এ অনুসন্ধান বহরে আছে ‘তিস্তা’, ‘সন্ধান’, ‘আইটি ৯৭’ ও ‘ব-দ্বীপ’ এই চারটি জাহাজ বিভিন্ন এলাকায় সাইড স্ক্যান সোনার দিয়ে সন্ধান চালাচ্ছে। নদীর তলদেশ ১০ মিটার থেকে ৪৬ মিটার পর্যন্ত গভীরতায় নিখাঁদ সন্ধান চলছে।