পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ Logo বগুড়া সান্তাহার পৌর এলাকায় চলছে চুরি, ছিনতাই ও ডাকাতি’র ঘটনা Logo যশোরের শার্শা উপজেলায় উলাশীতে বিএনপির জরুরী কর্মী সমাবেশ Logo কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ীর কোরবান শেখের মৃত্যু বার্ষিকী আজ Logo রাজধানী ভাটারায় মোবাইল কোর্ট পরিচালনার করছে বিআরটিএ Logo মফস্বল সাংবাদিক এসোসিয়েশন’র চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও মহাসচিব তাজুল ইসলাম Logo ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগে বিআরটিএ মোবাইল কোর্ট অভিযান Logo ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ মোবাইল কোর্ট অভিযান Logo মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে কুমিল্লা -চট্টগ্রাম সড়কে কুমিল্লা বিআরটিএ অভিযান Logo বেড়েছে তিস্তার পানি খুলে দেয়া হয়েছে ৪৪ জল কপাট

শিরিন শারমিনকে উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাজ্য

ঢাকা: বাংলাদেশের সহিংস পরিস্থিতি এবং গণতন্ত্র চর্চার পরিবেশ সংকুচিত হয়ে আসার বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার সম্প্রতি যুক্তরাজ্য সফরে গেলে ৯ মার্চ দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ দপ্তরের মন্ত্রী হুগো সোয়ার তাঁর কাছে এই উদ্বেগের কথা জানান।

বাংলাদেশ সম্পর্কিত এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল বুধবার হুগো সোয়ার বাংলাদেশের স্পিকারের সঙ্গে তাঁর আলাপের প্রসঙ্গটি তুলে ধরেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শনের (সিপিএ) চেয়্যারম্যান হিসেবে শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্য সফর করেন। যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক দলীয় এমপি ডেভিড ওয়ার্ড সরকারের কাছে জানতে চান, বাংলাদেশের সাংবিধানিক সংকট মোকাবিলায় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর সরকার ও বিপক্ষ দলগুলোকে কী ধরনের সহায়তা দিচ্ছে?

জবাবে মন্ত্রী হুগো সোয়ার বাংলাদেশে চলমান সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার ঘটনায় যুক্তরাজ্যের গভীর উদ্বেগের কথা তুলে ধরে বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করে সহিংসতা বন্ধের জন্য তাঁরা দলগুলোর প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন। এ ছাড়া সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য দেশটি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উৎসাহিত করে যাচ্ছে বলে জানান তিনি।

এদিন অপর এক প্রশ্নের জবাবে দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ডেসমন্ড সোয়েন জানান, বাংলাদেশের ১ হাজার ৮০০ কারখানায় কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্য ৭০ লাখ পাউন্ডের বেশি সহায়তা দিচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

শিরিন শারমিনকে উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাজ্য

আপডেট টাইম : ০৭:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫

ঢাকা: বাংলাদেশের সহিংস পরিস্থিতি এবং গণতন্ত্র চর্চার পরিবেশ সংকুচিত হয়ে আসার বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার সম্প্রতি যুক্তরাজ্য সফরে গেলে ৯ মার্চ দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ দপ্তরের মন্ত্রী হুগো সোয়ার তাঁর কাছে এই উদ্বেগের কথা জানান।

বাংলাদেশ সম্পর্কিত এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল বুধবার হুগো সোয়ার বাংলাদেশের স্পিকারের সঙ্গে তাঁর আলাপের প্রসঙ্গটি তুলে ধরেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শনের (সিপিএ) চেয়্যারম্যান হিসেবে শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্য সফর করেন। যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক দলীয় এমপি ডেভিড ওয়ার্ড সরকারের কাছে জানতে চান, বাংলাদেশের সাংবিধানিক সংকট মোকাবিলায় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর সরকার ও বিপক্ষ দলগুলোকে কী ধরনের সহায়তা দিচ্ছে?

জবাবে মন্ত্রী হুগো সোয়ার বাংলাদেশে চলমান সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার ঘটনায় যুক্তরাজ্যের গভীর উদ্বেগের কথা তুলে ধরে বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করে সহিংসতা বন্ধের জন্য তাঁরা দলগুলোর প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন। এ ছাড়া সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য দেশটি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উৎসাহিত করে যাচ্ছে বলে জানান তিনি।

এদিন অপর এক প্রশ্নের জবাবে দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ডেসমন্ড সোয়েন জানান, বাংলাদেশের ১ হাজার ৮০০ কারখানায় কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্য ৭০ লাখ পাউন্ডের বেশি সহায়তা দিচ্ছে।