অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’ Logo সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির Logo জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Logo ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার Logo ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করলে কঠোরভাবে দমন করা হবে-বগুড়া বিএনপি Logo নওগাঁয় আরপিএ’র ফ্রি মেডিকেল ক্যাম্প; দেওয়া হয়েছে গাছের চারা Logo ভোলায় ভুল চিকিৎসার অভিযোগে কমিউনিটি চিকিৎসক গ্রেপ্তার Logo রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা Logo জামাতের সমাবেশ উপলক্ষে রাজশাহীতে ব্যপক প্রস্তুতি

সালাহ উদ্দিনের দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে

ঢাকা : সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সালাহ উদ্দিনকে সুস্থ্য শরীরে খুঁজে বের করে দেওয়া। তারা ব্যর্থ হলে তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে নার্সেস এসোসিয়েশ অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত আজকের প্রেক্ষাপট গুম, খুন-অপহরণ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, সালাহ উদ্দিনকে অপহরণসহ নির্দলীয় তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।

খন্দকার মাহবুব বলেন, শেখ হাসিনার সময়ই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাকেও খুঁজে বের করতে পারেনি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে পারছে না। সালাহ উদ্দিনকে খুঁজে বের না করলে তার দায়ে একদিন প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে।

এ আইনজীবী নেতা বলেন, হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা মারা হচ্ছে। হরতাল অবরোধ হচ্ছে যেকোন রাজনৈতিক দলের প্রতিবাদের ভাষা। কিন্তু আজকে এ স্বৈরাচারী সরকার সে প্রতিবাদের ভাষাকে ভিন্নখাতে নেয়ার জন্য সবরকম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতার মায়া ত্যাগ করে দেশবাসীকে বাঁচান। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আর কোনো নির্দেশ পালন করবে না।

তিনি আরো বলেন, এ সরকার শত শত মানুষকে বিনা বিচারে হত্যা ও পঙ্গু করেছে। আমার মতো বৃদ্ধ লোককেও রিমান্ডে নিয়েছে।

সমাবেশে অংশ নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, স্বাধীনতার মাসে শপথ নিতে হবে যারা বাংলাদেশকে বদ্ধভূমি বানাতে চায় তাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য আরেকটি যুদ্ধ করতে হবে। দেশের অনেক মানুষ তাদের পরিবারের সদস্য হারিয়েছে। মানুষ বেঁচে থাকার অধিকার চায়। আমরা যারা জীবিত আছি তাদেরকেই এ অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সংগ্রাম ছাড়া বিকল্প নেই।

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) শওকত মাহমুদ, এস এম রফিকুল ইসলাম, ইঞ্জি. হারুন অর রশিদ, সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’

সালাহ উদ্দিনের দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে

আপডেট টাইম : ০৯:৩৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫

ঢাকা : সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সালাহ উদ্দিনকে সুস্থ্য শরীরে খুঁজে বের করে দেওয়া। তারা ব্যর্থ হলে তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে নার্সেস এসোসিয়েশ অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত আজকের প্রেক্ষাপট গুম, খুন-অপহরণ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, সালাহ উদ্দিনকে অপহরণসহ নির্দলীয় তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।

খন্দকার মাহবুব বলেন, শেখ হাসিনার সময়ই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাকেও খুঁজে বের করতে পারেনি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে পারছে না। সালাহ উদ্দিনকে খুঁজে বের না করলে তার দায়ে একদিন প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে।

এ আইনজীবী নেতা বলেন, হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা মারা হচ্ছে। হরতাল অবরোধ হচ্ছে যেকোন রাজনৈতিক দলের প্রতিবাদের ভাষা। কিন্তু আজকে এ স্বৈরাচারী সরকার সে প্রতিবাদের ভাষাকে ভিন্নখাতে নেয়ার জন্য সবরকম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতার মায়া ত্যাগ করে দেশবাসীকে বাঁচান। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আর কোনো নির্দেশ পালন করবে না।

তিনি আরো বলেন, এ সরকার শত শত মানুষকে বিনা বিচারে হত্যা ও পঙ্গু করেছে। আমার মতো বৃদ্ধ লোককেও রিমান্ডে নিয়েছে।

সমাবেশে অংশ নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, স্বাধীনতার মাসে শপথ নিতে হবে যারা বাংলাদেশকে বদ্ধভূমি বানাতে চায় তাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য আরেকটি যুদ্ধ করতে হবে। দেশের অনেক মানুষ তাদের পরিবারের সদস্য হারিয়েছে। মানুষ বেঁচে থাকার অধিকার চায়। আমরা যারা জীবিত আছি তাদেরকেই এ অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সংগ্রাম ছাড়া বিকল্প নেই।

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) শওকত মাহমুদ, এস এম রফিকুল ইসলাম, ইঞ্জি. হারুন অর রশিদ, সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর প্রমুখ।