
৪২ ব্যাটলিয়ন বিজিবি ও টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৯ হাজার ইয়াবাসহ এক মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে।
জানা যায়, ১৭ জুলাই টেকনাফ এইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাফ নদীতে অভিযান চালিয়ে বিজিবি ২৪ হাজার পিচ ইয়াবা ও সাড়ে ৫টায় সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকা থেকে ৪ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
সীমান্ত জনপদ টেকনাফে কোন ভাবে ইয়াবার আগ্রাসন থামানো যাচ্ছেনা। গত ৬ জুলাই টেকনাফের ইতিহাসের সর্বোচ্চ ইয়াবার চালান ১’লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা আটক হতে না হতে আবারো টেকনাফের আইনশৃংখলার বাহিনীর হাতে বিশাল ইয়াবার চালান ধরা পড়েছে।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক আবুজার আল-জাহিদ জানান গোপন সংবাদেও ভিত্তিতে ইয়াবা আটক করতে সক্ষম হলেও নদীতে পাচারকারী আটক করা অত্যন্ত কঠিন। আমাদের অভিযান অব্যাহত আছে।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে টেকনাফের ইয়াবা ঘাঁটি হিসেবে পরিচিত সদর ইউনিয়নের নাজিরপাড়া থেকে ৪ হাজার ৯০০ পিস ইয়াবাসহ জাফর আলমের স্ত্রী রশিদা বেগম (৪০) কে আটক করে।
আটককৃত রশিদা বেগম জানায়, উদ্ধারকৃত ইয়াবার মালিক একই এলাকার নুরুল হকের ছেলে আবদুল গফুর। বাড়ির মালিক গফুরসহ পাচঁজনকে পালাতক আসামী করে মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তার হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফকে ইয়াবামুক্ত করতে চলমান অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
তিনি জানান,স্বরাষ্টমন্ত্রালয়ের নির্দেশে তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা ইয়াবা ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে পুলিশ।