
ঢাকা : রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার ঢালিবাড়ি নামক স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবক নূর হোসেন (২০) মারা গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নেয়া হয়।
নিহতের চাচাতো ভাই নূরে আলম জানান, নূর হোসেন পেশায় একজন প্রাইভেটকার চালক। সে আজ রাতেই বেতন পায়। সঙ্গে থাকা বেতনের ১২ হাজার টাকা নিয়ে সে আমার বাড়ি আসে। সেখান থেকে ফেরার পথে ঢালিবাড়ি রিকশার গ্যারেজের সামনে স্থানীয় নাসির, মাহফুজসহ আরো চার পাঁচজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা বেতনের ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।