অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’ Logo সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির Logo জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Logo ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার Logo ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করলে কঠোরভাবে দমন করা হবে-বগুড়া বিএনপি Logo নওগাঁয় আরপিএ’র ফ্রি মেডিকেল ক্যাম্প; দেওয়া হয়েছে গাছের চারা Logo ভোলায় ভুল চিকিৎসার অভিযোগে কমিউনিটি চিকিৎসক গ্রেপ্তার Logo রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা Logo জামাতের সমাবেশ উপলক্ষে রাজশাহীতে ব্যপক প্রস্তুতি

‘অগণতান্ত্রিক সরকার দেশের মানুষকে গণতন্ত্র শেখাচ্ছে’

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু ভোট ছাড়া নয়। বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশের মানুষকে গণতন্ত্র শিখাচ্ছে। একাত্তরে যুদ্ধ করেছি, পচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি আর এখন অরাজকতার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় মানুষকে উজ্জীবিত করার জন্যেই একজন মুক্তিযোদ্ধা হিসেবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি।’

রোববার বিকেলে ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ চত্বরে শান্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ও আলাদা মন্ত্রণালয় দাবি করায় সেদিন আমাকে গালাগাল করা হয়েছিলো, কিন্তু দু’টো দাবিই পূরণ হয়েছে। মন্ত্রীদের বেতন পঞ্চাশ হাজার দিতে পারলে যারা দেশ স্বাধীন করছে তাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার কেন সরকার দিতে পারবে না। আমাকে আল্লাহ যদি কোন দিন সুযোগ দেন তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার করে দেবো।’

মুক্তিযোদ্ধা খাজা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ফুলবাড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সরকার, হামিদ উদ্দিন মাস্টার, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, ইয়াসিন আলী সবুজ, যুবনেতা সোহেল রানা, প্রশান্ত বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থানশেষে। ২ এপ্রিল থেকে সারা দেশ সফর শুরু করেন। আগামীকাল (সোমবার) তিনি ফুলবাড়ীয়া সদরে অবস্থান করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’

‘অগণতান্ত্রিক সরকার দেশের মানুষকে গণতন্ত্র শেখাচ্ছে’

আপডেট টাইম : ০৬:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু ভোট ছাড়া নয়। বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশের মানুষকে গণতন্ত্র শিখাচ্ছে। একাত্তরে যুদ্ধ করেছি, পচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি আর এখন অরাজকতার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় মানুষকে উজ্জীবিত করার জন্যেই একজন মুক্তিযোদ্ধা হিসেবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি।’

রোববার বিকেলে ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ চত্বরে শান্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ও আলাদা মন্ত্রণালয় দাবি করায় সেদিন আমাকে গালাগাল করা হয়েছিলো, কিন্তু দু’টো দাবিই পূরণ হয়েছে। মন্ত্রীদের বেতন পঞ্চাশ হাজার দিতে পারলে যারা দেশ স্বাধীন করছে তাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার কেন সরকার দিতে পারবে না। আমাকে আল্লাহ যদি কোন দিন সুযোগ দেন তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার করে দেবো।’

মুক্তিযোদ্ধা খাজা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ফুলবাড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সরকার, হামিদ উদ্দিন মাস্টার, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, ইয়াসিন আলী সবুজ, যুবনেতা সোহেল রানা, প্রশান্ত বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থানশেষে। ২ এপ্রিল থেকে সারা দেশ সফর শুরু করেন। আগামীকাল (সোমবার) তিনি ফুলবাড়ীয়া সদরে অবস্থান করবেন।