অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি Logo নজিরবিহীন ঘটনা: ট্রেন ছেড়েও রিভার্স গিয়ারে ফিরল একজন রেল কর্মকর্তাকে নিতে! Logo বুড়িমারী স্থলবন্দরে অবৈধ ক্যান্সারের ওষুধ ও সিসা জব্দ, ভারতীয় ট্রাকচালক আটক Logo শিরোপা টিএফডি’র ঘরে, কলঙ্কের ছায়া বুটেক্সে: খেলাকেন্দ্রিক সংঘাতে উত্তেজনা, তদন্তে প্রশাসন Logo পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়লেন বিএসএফ, বিজিবির প্রতিবাদ Logo পাটগ্রামে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ইউজিডিপি প্রকল্পের আওতায় বেঞ্চ বিতরণ Logo লালমনিরহাটে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় কম্বল এবং ফেন্সিডিল ও গাঁজা জব্দ Logo লালমনিরহাট দুই আসনে বিএনপির প্রার্থী হলেন যারা Logo প্রার্থীদের এই তালিকাই চূড়ান্ত নয় : মির্জা ফখরুল

ঢাকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগের দ্বার উন্মুক্ত

ঢাকা: ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকার দুই অংশের নবনির্বাচিত দুই মেয়র। ঢাকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগের দ্বার উন্মুক্ত রাখা হবে বলেও জানিয়েছেন তারা।

রোববার রাজধানীর মহাখালীতে পোশাক ব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসয়িশেন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদশে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আনিসুল হক ও দক্ষিণ সিটির সাইদ খোকনকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দুই মেয়র এমন ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, ‘ঢাকা একটি সমস্যায় জর্জরিত শহর। তবে শত সমস্যার মাঝেও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তবে আমাদের সম্ভাবনাও রয়েছে প্রচুর। চেষ্টা করলে সবাই মিলে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পারবো।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাহায্যের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আপনারা এগিয়ে আসুন। আপনাদের জন্য বিনিয়োগের দ্বার উন্মুক্ত। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে কাজের সুযোগ আছে, আছে বিনিয়োগের পুরো নিরাপত্তা। ঢাকার যেকোন ধরনের উন্নয়নে আমরা দলীয় দৃষ্টিভঙ্গি রাখবো না। ঢাকাবাসীর প্রশ্নে সবাই একসঙ্গে থাকতে চাই।’

সাইদ খোকনের আহ্বানে সর্মথন জানিয়ে আনসিুল হক বলেন, ‘যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি এবং যারা ভোট দিতে পারেননি সবার জন্য আমাদের দায়িত্ব সমান। সবার জন্যই আমরা কাজ করবো।’

তিনি বলেন, ‘একা একা দুই মেয়র কিছু করতে পারবে না, যদি আপনারা সাহায্য না করেন। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের মতো আপনারাও লক্ষ্য নিয়ে কাজ করুন। যত সমস্যাই থাকুক না, এগিয়ে যেতে পারবেন। আপনার ট্রাফিক জ্যামসহ অন্যান্য নাগরকি সমস্যাগুলো নিরসন করুন। এতে আমাদের উৎপাদন খরচ কমে যাবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, এক্সপোর্টার্স অ্যাসোসয়িশনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম খান।

Tag :
জনপ্রিয় সংবাদ

বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি

ঢাকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগের দ্বার উন্মুক্ত

আপডেট টাইম : ০৭:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫

ঢাকা: ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকার দুই অংশের নবনির্বাচিত দুই মেয়র। ঢাকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগের দ্বার উন্মুক্ত রাখা হবে বলেও জানিয়েছেন তারা।

রোববার রাজধানীর মহাখালীতে পোশাক ব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসয়িশেন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদশে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আনিসুল হক ও দক্ষিণ সিটির সাইদ খোকনকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দুই মেয়র এমন ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, ‘ঢাকা একটি সমস্যায় জর্জরিত শহর। তবে শত সমস্যার মাঝেও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তবে আমাদের সম্ভাবনাও রয়েছে প্রচুর। চেষ্টা করলে সবাই মিলে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পারবো।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাহায্যের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আপনারা এগিয়ে আসুন। আপনাদের জন্য বিনিয়োগের দ্বার উন্মুক্ত। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে কাজের সুযোগ আছে, আছে বিনিয়োগের পুরো নিরাপত্তা। ঢাকার যেকোন ধরনের উন্নয়নে আমরা দলীয় দৃষ্টিভঙ্গি রাখবো না। ঢাকাবাসীর প্রশ্নে সবাই একসঙ্গে থাকতে চাই।’

সাইদ খোকনের আহ্বানে সর্মথন জানিয়ে আনসিুল হক বলেন, ‘যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি এবং যারা ভোট দিতে পারেননি সবার জন্য আমাদের দায়িত্ব সমান। সবার জন্যই আমরা কাজ করবো।’

তিনি বলেন, ‘একা একা দুই মেয়র কিছু করতে পারবে না, যদি আপনারা সাহায্য না করেন। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের মতো আপনারাও লক্ষ্য নিয়ে কাজ করুন। যত সমস্যাই থাকুক না, এগিয়ে যেতে পারবেন। আপনার ট্রাফিক জ্যামসহ অন্যান্য নাগরকি সমস্যাগুলো নিরসন করুন। এতে আমাদের উৎপাদন খরচ কমে যাবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, এক্সপোর্টার্স অ্যাসোসয়িশনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম খান।